Monday, January 30, 2023

Autumnal attire - Bijan Kumar Sengupta || English Poetry || poem || Kobita

 Autumnal attire

Bijan Kumar Sengupta.


 My early autumn is.drenched with dawn dew drops ,asif ,she is dressed with valour, vigour and verdency.

My solitary noon today under a shadow ,keeping aside from maddening crowd ,whispers with sweeping of leaves.

I ,am alone in the garret ,overwhelmed when my eyes are fed with beauties of early autumn .

It is a time of autumanal song which is sung by.pastoral singer.. .going on through ochre path.

But our mother ,perhaps, does not.see another mother struggling by day and night with tattered clad to feed her children.

From the sky - Anjali Denandee || English Poetry || poem || Kobita

 From the sky

Anjali Denandee


At every night,

I look at the sky.

And then I can see you.

Yes, you smile from the sky.

That smile is blinking and blinking

On every star.

That smile is bright.

It's ever new.

From Earth to sky

It's look-linking;

My look reaches too far.

And touches to your wings.

Then you fly and fly....

On the endless sky.

Yes, you are my imagination.

My inner sensation.


Limerick - Sumit Kumar Bera || English Poetry || poem || Kobita

 Limerick

         Sumit Kumar Bera




1)

One says two , two says three

Cut your nail, don't cut tree ! 

       Three says four-

       Plant them more

To make this world pollution free!


2)

One day a butterfly said to honey bee,

I want to see the queen I want to see!

        So early in the dawn,

        They flew to London,

Just below the clouds and over the sea!


3)

Deer deer o my dear -

come to me not in fear!

    I shall give you-

    All my books new,

All my toys if you cheer!

Rhyming - Pratik Mitra || English Poetry || poem || Kobita

 Rhyming

       Pratik Mitra

 


It’s been a long time

that they forget to rhyme

life with knife

for like knife too...

Life is made use domestically

so that it bypasses mostly

 and bumps into very few.

But it has it’s folly

as it can sometimes mirror;

what you see in stead yourself is terror

or passion’s crime.

You never know through tender, still life

how many strife’s

pop-ups are due…





END OF THIS LOVE - Samima Yeasmin || English Poetry || poem || Kobita

 END OF THIS LOVE

       Samima Yeasmin



A promise binds a relationship.           

 You also gave me a promise   

           but you broke it.

 


          I love you so much              

     but you didn't care about                         

                my heart. 

      You hurt me repeatedly. 

  Yet I have endure much of it.

 


   How many question I have? 

       But you had no answer. 

     Forgiven all your mistakes

    because I love you so much.

 

 

  This relation sounds like a    

               broken heart

    because there is no faith 

                   at last. 

             

                             

Sunday, January 29, 2023

স্থিতধী - শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত || কবিতা || Poetry

স্থিতধী

শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত


কদাচিৎ মাটিতে বসে আপন ধীশক্তিকে

আলিঙ্গন করতে ইচ্ছা করি৷

বাঁচার শৈলী তো সমুদ্র শিখিয়ে দেয়৷

দিগন্ত প্রসারিত বক্ষ উন্মুক্ত করে,

সারা পৃথিবীকে আপন করে নিয়ে,

আপনার মাঝে আপনাতে মত্ত থাকা৷


উচ্চাশা ও চাহিদার পরস্পর মিতালী

আমায় শান্ত থাকতে আদেশ করে৷

আমার জীবন অবিধায় অনেকে ঈর্ষান্বিত,কারণ

আমি জীবনে না প্রেম বদলেছি না বন্ধু,তবুও

রয়েছি ক্লেশহীন৷

হয়তো স্থিতধী'তে আশক্তিই আমায়

এইরূপ আচরণে বাধ্য করে৷

সময়কে ধরার আশায়

একটা ঘড়ি কিনে পরতেই,সময় যেন আমার পিছনে পড়ে যায়৷

ভেবেছিলাম একটা ছোট্ট ঘর বানিয়ে,

সংসার পেতে বসবো৷কিন্তু

গার্হস্থে'র গুরুভার আমায় ভবঘুরে বানিয়ে দেয়৷

শৈশবের স্বপ্নীল রবিবার,বিন্দুতে সিন্ধু দেখার 

নেত্রনজর আর ফিরে আসবে না৷

সখ পূরণ তো শৈশবের সরলতার মাঝেই জোটে৷

আপন রোজগারে শুধু প্রয়োজনই মেটে৷

একটা সময় ছিল যখন ভোরের ভানুর কান্তিময়

হাসিতেই ঘুম ভাঙ্গতো৷

এখন দিন পেরিয়ে সন্ধ্যে হয়ে যায়,

তবু আকচার হাসির সুযোগ আসে না৷

আপনজনের সম্পর্কের ঋণ পূরণ করতে করতে

অনেকটা পথ পেরিয়ে এসেছি,তবু

নিজেকে হারিয়েও আপনজন খুঁজে পাইনি৷

লোকে বলে আমার দিন পেরিয়ে যায় হাসতে হাসতে৷

আমি ক্লান্ত হয়ে পড়ি দুঃখের পসরা ঢাকতে ঢাকতে৷


সারা সমাজটাকে বদলে দেবার ইচ্ছা হয় ; কিন্তু

দু-বেলার অন্ন সংস্থানের ফাঁদেই দিন আটকে থাকে৷

চিত্ত'কে শুদ্ধ রাখতে গিয়ে বুঝেছি,

মূল্য তো চেহারার হয়৷কিন্তু

মনিবন্ধে দামী ঘড়ি শোভা পেলেও 

সময় আপন গতিতেই বয় ৷৷

কাপড়ের কবর - মিঠু বিশ্বাস

 কাপড়ের কবর

       মিঠু বিশ্বাস


মারাত্মক মহামারী

যদি পুরুষের মগজে ছড়িয়ে যায়

পাগল কুত্তার মত 

বিষাক্ত আঙ্গ নিয়ে ছুটে আসে

তাইতো আমি ঘোমটার আড়ালে বসে থাকি

 গভীর অন্ধকারে

এই অন্ধকার কবরের থেকেও গাঢ়।


শীতের সকালে গা ছড়িয়ে বা

দক্ষিণের হাওয়ায় চুল খুলে উড়তে পারেনি

বৃষ্টির জল মুক্ত হাওয়া খুজেঁ পাইনী এই মুখ

প্রত্যাশার চোখে পাপ, বিষ, আগুন

তাইতো কালো কাগজে মোড়ে থাকি

যাতে বীরপুরুষ কাপুরুষ না হয়ে ওঠ।


আমি বেঁচে আছি কবরে

কবরে থেকে খুবলে নিতে 

যমদূতের হাত ভেদকরে গোপন অঙ্গে।



বৈষ্ণবী - সৌম্যদীপ সাহা || কবিতা || Poetry

          বৈষ্ণবী 

             সৌম্যদীপ সাহা


             সুর, তাল, রাগ অজানা তার

              হরিনাম গান ভক্তি জ্ঞানে,

              ভক্তি জাগায় হৃদ মাঝারে

              প্রেম-বিরহের হরির গানে।


              হাতে করতাল কাঁধে পুটুলি

              তুলসীর মালা গলায় বাঁধা;

              কৃষ্ণবর্ণ অঙ্গ তাঁর 

              ললাটে তাঁর ত্রিলক আঁকা।

              অতি সাধারণ বসন গায়ে

              গলার ভূষণ হরির নাম,

              দীনতায় দিন কাটছে তাঁর

              হরিগান গেয়ে ভিক্ষা পান।


              বৈষ্ণবি মা সবার কাছে

              আপনার জন হয়েই বাঁচে;

              সকলের তরে হরির কাছে

              মঙ্গল চান হৃদয় ভরে। 


রঙের জন্য - কাঞ্চন পাহাড়ী || কবিতা || Poetry

 রঙের জন্য 

   কাঞ্চন পাহাড়ী 



আমি তুমি মিলে ,

রঙ নিয়ে দেখি স্বপ্ন,

আর, রঙ নিয়ে করি অভিমান।


আমি তুমি,

 রঙের জন্য করি সভা,

আর, রঙের জন্য তুলি শ্লোগান।


আমি তুমি ,

রঙ বদলের জন্য হাঁটি পথ,

আর , রঙ বদলে দেওয়ার জন্য করি শপথ।


আমি তুমি আজ,

রঙ দিয়ে গড়ি সরকার,

আর,রঙ নিয়ে করি হাহাকার।


আমি তুমি আজ ,

রঙ দিয়ে তুলি সব প্রতিশোধ, ভুলে যাই সকল চেতনা আর বোধ।


আমি তুমি আজ,

 রঙ দেখে ভুলেছি সব সংগ্রাম,

 আর, রঙ মেখে করেছি সভ্যতার বদনাম।

একঘেয়ে ধারাপাত - কাজল মৈত্র || কবিতা || Poetry

একঘেয়ে ধারাপাত

              কাজল মৈত্র


টিপ-টাপ করে বৃষ্টির সাথে

খসে পড়ে কিছু শব্দ - রহস্য

একঘেয়ে ধারাপাতের ন্যায়

সময় মেনে বুদবুদ ফাটার অপেক্ষায়

আদি অনন্ত কাল ধরে

মস্তিষ্কে প্রবেশ করে

তবুও কিছু লেখনী স্তব্ধ হয় না

এ যেন মহাকাশ থেকে ধার করা

ইন্দ্রের বজ্র নিদাঘ আওয়াজ

ফেরারী হয়ে পড়ে শ্রাবণ ঝরা

অনাবিল বৃষ্টির কাছ থেকে

ছুটি নিলাম অবশেষে ।

তবু মনে রেখো - পিউ সাহা বাড়ৈ || কবিতা || Poetry

 তবু মনে রেখো

       পিউ সাহা বাড়ৈ


বৃষ্টি ঝরুক,তবু মনে রেখো

লক্ষ টাকে কেড়ে বলে,

মূহুর্তদের ধার করেছি

নীলাচলের গভীর জলে


যদি পুরাতনে ঢাকা পড়ে;

মেঘবালিকাকে সাক্ষী রেখে, 

কুহেলিকা আবারও হারায়

রঙিন সময়ের রঙ মেখে


মনের কোনে ইচ্ছে ঘুড়ি

খোলা আকাশ শব্দ ভাসায়

নিজের ভিতর 'তুই'খুঁজতে

অবাধ্য কবির কবিতা লেখায়। 


নবপ্রেমের জালে পড়ে,তারই মাঝে

বজ্র হয়ে ঝরে পরো খুশি হবো, 

নির্দ্বিধায় সেই আশায়

সজ্জিত হোক,প্রসূনমঞ্চ হয়ে রবো। 


জ্বলবো আমি রবির মায়ায়

গুপ্তধনের জহুরী বেশে

পরক স্রোতে নিত্য ভাঙি 

হারানো মায়ায়,ভোলান্তির দেশে।

পার্ক - দেবাশীষ ঘোষ || কবিতা || Poetry

 পার্ক

         দেবাশীষ ঘোষ

 


অল্প একটু আলো

পার্কের কিনারায় এসে পড়লো,

 

 আড়াল চোখে দেখলো

 উপবিষ্ট ঝাউ,


 দোলনায় পিঠ পেতে 

 ভাব রাখে

  দু এক ফোঁটা

 ঝিরিঝিরি বৃষ্টি,


 বাতাসের ছাউনিতে

  দু- দণ্ড পাশাপাশি

                  আর

                 

 কিছুটা পাগলামি 

 তুমি রাখলে আমার হাতে।

রাত - পৌষালী সেনগুপ্ত || কবিতা || Poetry

 রাত

পৌষালী সেনগুপ্ত


জ্যোৎস্না রাতে চাঁদের আলোর মাঝে,

তোমার হৃদয়ে আমার টানটি বাজে !

আসবে তুমি আমার কাছে,

বন্ধন ছেড়ে যা কিছু আছে!


রাধা যেমন যায় অভিসারে,

নুপুর পরে যায় ধীরে ধীরে শ্রীকৃষ্ণর বাহুডোরে!

নববিবাহিতা বধূ নিশিথ রাতে চেয়ে থাকে,

চাঁদের দিকে গগন মাঝে প্রবাসী স্বামীর প্রবাসের শোকে!


জ্যোৎস্নার মায়াবী আলোয়,

তোমাকে দেখাবে মোহময়!

আমার হৃদয়ে রেখো মাথাখানি,

বয়ে যাবে রাতটা তুমি আর আমি জানি !