Friday, May 3, 2024

কুমুদ কথায় অজয় - তন্ময় কবিরাজ || Kumud Kothay Ajay - Tanmay Kabiraj || প্রবন্ধ || Article || নিবন্ধ

 কুমুদ কথায় অজয়

        তন্ময় কবিরাজ



"ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে..."হেমন্ত মুখোপাধ্যায়ের সেই কালজয়ী গানের কথাই মনে এলো কুমুদ রঞ্জন মল্লিকের সঙ্গে অজয় নদ নিয়ে আলোচনা করতে গিয়ে। কারন কবি কুমুদ রঞ্জনের জীবনে মিশে গেছে অজয়ের স্রোত। রূপসী বাংলার মাধুর্য্য খুঁজতে গিয়ে কবি জীবনানন্দ দাশ পেয়েছিলেন গাঙ্গুর- বেহুলা, জীবন সংগ্রামের ইতিকথার জীবন্ত দলিল হয়ে রয়েছে মানিক বন্দোপাধ্যায়ের পদ্মা, বা কখনও তারাশঙ্করের হাঁসুলি বাঁকের উপকথা। কবি কুমুদ রঞ্জন মল্লিকের কাছে নদী কেবল চলমান স্রোতের গতিধারা নয়,তিনি অজয়ের মধ্যেই গ্রামীণ জীবনের উঠানামার গল্প রচনা করেছেন। অজয় কবি কুমুদ রঞ্জনের সুখের কাব্যিক মেটাফরে সীমাবন্ধ থাকেনি, বরং পথচলতি জীবনের সাক্ষ্য বহন করা বন্ধু। তাই হাজার বিপত্তি কাটিয়ে তিনি বলেন,"অভয় মাগি মনের কথা বলতে পারি কি/উজানি আর অজয় আমার প্রাণের সামগ্রী।"কবিতায় আমার শব্দের অর্থ শুধু ব্যক্তি কবিই নন, বরং তার সঙ্গে জড়িত নদী তীরবর্তী জীবন। নদীর বাধা থাকলেও নদী মাত্রিক বাংলাদেশে নদীকে ছাড়া জীবন কল্পনা করা যায় না। আয়ারল্যান্ডের "রাইডার্স টু দ্যা সী" নাটকে মরিয়া নদীতে তাঁর সব সন্তানদের তিনি হারিয়েছেন, আবার নদীই তাঁর জীবিকার উৎস। নিয়তির এই দেওয়া নেওয়ার মধ্যেই এক স্বতন্ত্র জীবন বয়ে চলে যাকে যুক্তি বুদ্ধিতে সবসময় গ্রহণ করা অসম্ভব। কবি কুমুদ রঞ্জন তাঁর প্রিয় অজয়ের উদ্দেশ্যে লিখছেন,"অজয় আমার ভাঙবে গৃহ, হয়তো দুদিন বই/তবু তাহার প্রীতির বাঁধন টুটতে পারি কই?/সে তো কেবল নদ নহেক, নয়ক সে জল/সে তরল গীতগোবিন্দ চৈতন্যমঙ্গল।"অজয়ের বানের ভাঙন আসবেই। জীবনের দুর্দশার কাছে মানুষের কি করার আছে? নিয়তির কাছে সব সঁপে দিলেই সবাইকে ভালবাসা যায়। কারন কবি জানেন,এই অজয়ের তীরে জয়দেবের গীতগোবিন্দ, আবার এই অজয়ের কৃপায় "বনকে করে শ্যামল এবং মনকে করে সমৃদ্ধি।"কবি অজয়ের তীরে যেমন গ্রাম্য জীবনকে উপভোগ করেছেন, তেমনই অজয়ের ধারে তিনি খুজেঁ বেড়িয়েছেন ইতিহাসের গলিপথ। অজয় যেনো কবি কুমুদ রঞ্জন মল্লিকের বারানসির গঙ্গা , যার তীরে কাশী বিশ্বনাথ থেকে মনিকর্নিকার চির আগুনে মিশে গেছে পুরাণের সঙ্গে বিশ্বাস যা আজও প্রবাহমান। অজয়ই হয়ে উঠেছে কবির কাব্য প্রেরণা, মঙ্গল বৈষ্ণব কাব্যের আঁতুড়ঘর।তিনি তাঁর "লোচনদাস" কবিতায় লিখেছিলেন,"অজয়ের তীরে রহিতেন কবি পর্ণকুটিরবাসী/লোষ্ট্র সমান দূরে কত ত্যক্ত বিভর রাশি।"শুধু অজয়কে ভালোবেসে তিনি তাঁর কবিতায় ছন্দে এনেছেন পরিবর্তন, উপমা হয়েছে সহজ সরল, আরোও শ্রুতিমধুর। বক্তব্যের বিষয়কে কবি একই রেখে দিয়েছেন, শুধু পরিবেশনে এনেছেন নতুনত্ব। তাই কুমুদ রঞ্জনের কবিতায় ক্লান্তি নেই। বরং নতুনের স্বাদে আরোও কিছুটা সময় অজয়ে ডুবে থাকা যায় অরূপ রতনের আশায়। "আমাদের সঙ্গী" কবিতায় কবি লিখেছিলেন,"অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ/তবু নিতি নিতি হেরি নব নব রঙ্গ।"কবিতায় উঠে এসেছে কবির নিজের কথা। নদীর সঙ্গে লড়াই করার ইতি বৃত্তান্ত।' আমার বাড়ি "কবিতায় সেই কথাই প্রতিফলিত হয়েছে,"বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে/জল সেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে।"আবার কখনও ভাঙনের গল্প ভুলে কবি হারিয়ে যায় হারান দিনের নস্টালজিয়াতে। অজয় নদের অ্যালবামে সযত্নে লালিত শৈশবের ফেলে আসা দিনলিপি। তাই "বকুল তরু "কবিতায় কবি লিখেছিলেন,"পাঁচশো বছর হেতাই ছিল প্রাচীণ বকুলগাছ/অজয় নদের ভাঙনেতে পড়লে ভেঙ্গে যায়।"শৈশব যেমন অজয়কে দেখেছে, তেমনই অজয়ও আসতে আসতে মুছে দিচ্ছে ছেলেবেলার সব স্মৃতি।অভিমান যন্ত্রণার মধ্যে নদী বড়োই নীরব। দুজন দুজনের সমান্তরালে হেঁটে গেলেও কেউ কারো খবর রাখে না। তবু জীবন আর নদীর নিবিড় সম্পর্কের যে দর্শন রচিত হয় তার টানেই সভ্যতার ভীত গড়ে উঠে এই নদের তীরে।বড়ো বিচিত্র। বড়ো মোহময় নিজেকে জানা, নিজেকে চেনা।যাকে দেখে অভিমান বাসা বাঁধে, আবার তার জীর্ণ রুগ্ন অবস্থায় মন খারাপ করে।" শীতের অজয়' কবিতায় কবি সমব্যাথী হয়েছেন কারন শুকনো অজয়ের আজ জলধারা স্থিমিত। তাঁর কল্পনায় অজয় তো শিশু যার বিকাশে দরকার মায়ের স্নেহ ভালবাসার পরশ। অনাহারে জীর্ণ অজয়কে দেখে কবির হৃদয় আন্দোলিত হয় কারন অজয় তাঁর প্রানের প্রতিবেশী।কবি স্বার্থপর নয়।প্রতিবেশীর কষ্টে তাঁর মন কাঁদে।তিনি লেখেন,"সিকতায় লীন শীর্ণ সলিল ধারা/আজ জননীর স্নেহ হতে যেন হারা।"কবি কুমুদ রঞ্জন মল্লিক মনে করেন,তিনি তাঁর ভাবনায় সুখী।তিনি তো কবি। আর চিন্তা মননের পথেই তো একজন কবি হেঁটে বেড়ান, আনন্দ উপভোগ করেন যা পরবর্তীকালে পাঠকের মধ্যে ছড়িয়ে পড়ে।" কবিতার সুখ "কবিতায় তাই কুমুদ রঞ্জন স্বীকার করেন,"কবিতা লিখিয়া পাইনি অর্থ, পাইনি নি কোনো খ্যাতি ভাই/হয়েছি স্বপ্ন বিলাসী অলস অনিযোগ দিবারাতি তাই।"কবি প্রাসঙ্গিক দ্বন্দ্ব বা বিষয়কে তুলেছেন - খ্যাতি বনাম সুখ।তিনি অর্থের মধ্যে জীবনকে দেখতে পাননি। নীরব বস্তুতে পরখ করেছেন প্রাণের স্পন্দন, যেখানে চলে হৃদয়ের দেওয়া নেওয়া। কবি কুমুদ রঞ্জনের সৃষ্টিতে রয়েছে সংশয়।তিনি বিশ্বাস করেন না, তাঁর কবিতা পাঠযোগ্য। "কবিমানস" কবিতায় তিনি প্রশ্ন তোলেন,"বন্ধুরা কন আমার কবিতা কেহই পড়ে না শুনি/পড়িবার মত কি আছে তাহাতে কেন পড়িবেন শুনি।"টু বি আর নোট টু বি এর শ্বাশত দ্বন্দ্বের প্রতিমূর্তি তিনি।মনের ভেতরে অবিরাম কনফ্লিক্ট এর গতিতে সৃষ্টি হয় একের পর এক অনবদ্য সব কবিতা। থেমে যাওয়া নয়, প্রতিদিন জীবনকে শুধরে নিয়ে এগিয়ে যাবার কথাই বলতে ভালোবাসেন কবি কুমুদ রঞ্জন। কবি দেখেছেন, নদীকে ঘিরে রাজনীতি,সামাজিক শোষণ। বন্যার কবলে অসহায় মানুষের পাশে দাঁড়ান যখন শাসকের রাজধর্ম তখন সেই শাসকই তার প্রজাকে অনুগত ভৃতে পরিনত করে, যাতে সে তার মাথা তুলে দাঁড়াতে না পারে। বারবার বন্যা হয়েছে। অতি বৃষ্টিতে সেটাই স্বাভাবিক। দরকার নদী সংস্কার।কবি বলছেন,"বন্যা হয়েছে হয়েছে এবং প্রতিকার নাই যবে।"বন্যা প্রতিরোধের ব্যবস্থা কবি তাই নিজেই বলে দিচ্ছেন,"ফায়ার ব্রিগেডের সঙ্গে বন্যা ব্রিগেড গড়িতে হবে।"কারন কবি মনে করেন, গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে। গ্রামই সভ্যতার সোপান। শাসককে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে।"পল্লী হতেছে অবাসযোগ্য রুক্ষ হে ভগবান/শহর বাঁচুক সঙ্গে তাহার পল্লীকে বাঁচাইও/.. রিলিফ আসিছে ভিক্ষা আলিছে কম্বল পিছু পিছু।"বন্যতে জীবন দুর্বিষহ, গৃহহীন, ভেসে গেছে বসতবাড়ি। "অজয়ের প্রতি" কবিতায় কবি প্রতিবাদ করেন তাঁর প্রিয় অজয়ের বিরূদ্ধে,"তোমার এ বারি নয় তো অজয় - এ বারি গরল ভরা/তোমার স্নেহের কনা নাই এতে এ শুধু বিষের ছড়া।"কবি বিশ্বাস করতে পারছেন না ভালবাসা এতো নির্মম।প্রেম যেমন গড়তে জানে তেমনই ভাঙতেও জানে। শূন্যতায় যে যাত্রার শুরু শূন্যতাতেই তার ইতি। দর্শন সরণে এ পদার্থবিদ্যা বড্ড জটিল অথচ মৌলিক। তাই আক্ষেপের মধ্যেও ত্যাগের বার্তা লুকিয়ে,"কতো বার বাড়ী ভাঙ্গিলে তুমি হে - গড়ি বা আমি কত/বিপদ যে তোমার দুর্দমনীয় - বড়োই অসংগত।"কবি কুমুদ রঞ্জনের কবিতায় তাই পল্লীজীবনের সাহিত্য ভাবনায় যেমন প্রাণের বাংলার প্রতি তাঁর স্নেহ ভালবাসাকে উজার করে দিয়েছেন আবার কখনও সমাজজীবনে তিনিই রচনা করেছেন ব্যঙ্গ কাব্য।রবীন্দ্রনাথ তাঁর কাব্যের স্বাদে ফিরে যান সাবেক বাংলার তুলসিমঞ্চ, সন্ধ্যা প্রদীপ,মঙ্গল শঙ্খর ইতিহাসে। তবে এতো কথা,এতো গল্পের আড়ালে বয়ে গেছে অজয়, এ যেন ব্রিটিশ কবি ওয়ার্দওয়ার্থের টেমসের রূপকথা। কবি কুমুদ রঞ্জনের আর অজয় সমার্থক। অজয়ের পাড়েই বসেই তার জেগে উঠে বাঙালি সত্তা। তিনি লেখেন,"আমরা বাঙালি হয়তো বা বটি দুষি/মোদের নিন্দাকে যার যত খুশী।"অজয়কেই তিনি তাঁর সব অব্যাক্ত ব্যাক্ত করেছেন। কবি কুমুদ রঞ্জন মল্লিকের কাছে অজয়ই সেই ক্ষুধিত পাষাণ বা জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ যা আজও প্রবাহের স্রোতে কথা বলে যায়।




বিষয়: রূপসী বাংলার জসীমউদ্দীন


ভালবাসা অন্ধ? এ প্রশ্নের উত্তর কি হবে তা আমার জানা নেই। তবে গ্রামবাংলাকে ভালোবেসে কবি জসীমউদ্দীন যে আবেগ উজাড় করে দিয়েছেন তাতে তিনি সত্যিই অন্ধ।তারাশঙ্কর, মানিক বন্দোপাধ্যায়ের মত গ্রাম্য জীবনের জটিলতা, আর্থ সামাজিক অস্থিরতা কবি জসীমউদ্দীনের কবিতায় নেই।তিনি রূপসী বাংলার কাছে সঁপে দিয়েছেন নিজেকে। বাংলার প্রতি তাঁর ভালবাসাই প্রধান হয়ে উঠেছে। তাঁর বর্ণনায় আড়ালে উঁকি দিয়েছে কিছু সাময়িক অস্থিরতা। কখনও কবিতায় শোনা যায়, লালনের মত বৈরাগী জীবনের কথা।কবি বাংলার অলিগলি হেঁটে গেছেন শুধু সৌন্দর্য উপভোগ করবেন বলে। "মুসাফির "কবিতায় কবি জসীমউদ্দীন লিখেছিলেন,"চলে মুসাফির গাহি/এ জীবন ব্যাথা আছে শুধু, ব্যাথার দোসর নাহি/... হৃদয় ভরিয়া কথার কাকলি, কেউ নাই শুনিবার।"কাব্যিক অলঙ্কারে আলিটারেশন,কখনও অ্যন্টিথেসিসে মিশে গেছে "আছে - নাহি"শব্দের রসায়ন,

প্রকট হয়েছে দর্শন - সমস্যাময় জীবনে সমাধান নেই, কথা আছে অথচ কথা বলার বা শোনার মত মানুষ নেই। সৌন্দর্যে ডুবে থাকা কবি জসীমউদ্দীনের এইরূপ হৃদয় যন্ত্রণা হয়তো অনেকের কাছেই অপরিচিত। সৌন্দর্য বোধ কবির চিন্তনে ভাবনার জন্ম দেয়। ব্যক্তি জসীমউদ্দীন থেকে তিনি হয়ে উঠেন দার্শনিক যার স্বাদ তখন সর্বজনীন। বাংলার মেয়েদের তিনি বোঝার চেষ্টা করেছেন, বর্ণনা করেছেন সহজ ভাষায়। যৌনতার প্রলেপ নেই, রয়েছে তাকিয়ে থাকার আনন্দ।তিনি তাঁর সৃষ্টিতে পাঠকের মনে উত্তেজনার বীজ বপন করেননি, বরং ভালোবাসার সহজপাঠ রচনা করেছেন। ব্রিটিশ কবি ওয়াডসওয়ার্থ যেমন প্রকৃতিকে খুঁজতে গিয়ে হারিয়ে যান লুসিতে বা নির্জন উপত্যকায় গান গাওয়া মেয়েটির মধ্যে, কবি জসীমউদ্দীনও মনে করতেন, বাংলার মেয়েরাই অপরূপ বাংলার মানবিক প্রতিমূর্তি। কল্যানী কবিতায় কবি লিখেছিলেন,"শোন, শোন মেয়ে, কার ঘর তুমি জড়ায়াছ জোছনায়/রাঙা অনুরাগ ছরায়েছ তুমি কার মেহেদির ছায়।"অপূর্ব শব্দের বাহারি যুগলবন্দিতে কবি মেয়েদের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন। কখনও তিনি বলেছেন,"পড়শীরা কয় মেয়ে তো নয়, হলদে পাখির ছা /ডানা পালিয়ে যেতে ছেড়ে তাদের গাঁ।"মেয়েদের বর্ণনার ক্ষেত্রে তিনি মনখোলা, নিখুঁত।"ও গাঁর মেয়ে আসছিল নূপুর পরা পায়ে।"কবি কোনো পাউডার বিউটির কথা বলেননি। বরং বিভূতিভূষনের ভানুমতির মত নারী মিশে গেছে প্রকৃতির চেনা সোহাগে,যার ভালোবাসো অমলিন।কবি লিখছেন,"লাল মোরগের পাখার মত উড়ে তাহার শাড়ি।"অন্যদিকে গ্রাম্য জীবনের বিবাদও ধরা দিয়েছে তাঁর লেখায় মাঝেমধ্যে।"এ গাঁর লোকে দল বাঁধিয়া ও গাঁর লোকের সনে/কাইজা ফ্যাসাদে করেছে যা জানেই জনে জনে।"বাংলার মেঠো আলপথে তিনি ঘুরে বেড়িয়েছেন। চলার পথে যখন যা দেখেছেন তখন তাই সংগ্রহ করে রেখেছেন মনের গোপন ঘরে। কারন তারাই কবির নীরব সময়ের আশীর্বাদ, কাব্যিকতার রসদ। চেনা জীবনকে আরোও সহজ সরস করে তুলতে তিনি তাঁর ছন্দ বর্ণনার রীতি ভেঙেছেন।পারিবারিক জীবনের মধ্যেও দেখেছেন শামুকের পায়ের অপূর্ব আলপনা।কবি লিখেছিলেন,"আমার বাড়ি ডালিম গাছে/ডালিম ফুলের হাসি/কাজলা দীঘির কালো জলে/হাঁসগুলো যায় ভাসি।"প্রকৃতির অলঙ্কারে সেজেছে মানুষ। মানুষ আর প্রকৃতি সব দ্বন্দ্ব ভুলে আনন্দের সংহতি রচনা করেছে। কাজল জলে হাঁসগুলো যখন ভেসে তখন কবি নস্টালজিক। অনেকেরই আবার কবি ইয়েটসের দ্যা উইল্ড সোয়ান অ্যাট কুলি কবিতার কথা মনে যায়।কবি জসীমউদ্দীন তো জীবনানন্দের রূপসী বাংলার প্রতিবেশী। জীবনের চড়াই উতরাই পেরিয়ে জীবনানন্দ আধুনিক হয়ে উঠেছিলেন, কবিতায় এসেছিল চলমান জীবনের সব কথা,কিন্তু জসীমউদ্দীনের কবিতা রয়ে গেছে হারানো সুরেই, ফার ফ্রম দ্যা মাডিং ক্রাউড।তাই জসীমউদ্দীনের কবিতা পড়লে গ্রের এলিজির মত আমরাও হতভাগ্য গ্রাম্য জীবনের প্রতি সমব্যাথী হয়ে যাই।বনলতা সেন যদি জীবনানন্দকে শান্তি দিয়ে থাকে, তবে বাংলার অপার্থিব সৌন্দর্য কবি জসীমউদ্দীনকেও সেই শান্তি উপহার দিয়েছিল। কবি জন কিটসের টু ওয়ান হু হাস বিন লং ইন সিটি পেন্ট কবিতার আবেগ এসে ধরা দেয় জসীমউদ্দীনের ভালোবাসায়। তাঁর "নিমন্ত্রণ"এ সাড়া না দিয়ে থাকা যায় না।"তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোটো গাঁয়।"


বাংলার প্রতি জসীমউদ্দীনের ছিল অহংকার।তিনি লিখেছিলেন,"চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়।"প্রাক ব্রিটিশ রোমান্টিক কবিদের মত তিনি প্রকৃতির মধ্যে জীবনকে বোঝার চেস্টা করেছেন। কখনও মিশে গেছেন,তো কখনও আবার স্বতন্ত্র জীবনের সন্ধানে অন্যভাবে খোঁজার চেষ্টা করেছেন।"চৈত্র গেলো ভীষণ খরায়, বোশেখে রোদ ফাটে।"মৌলিক ভাষার বানান তিনি ব্যবহার করেছেন। পাশপাশি, প্রকৃতির খামখেয়ালী চরিত্রেও তিনি সজাগ।"এই এক গাঁও মধ্যে ধু ধূ মাঠ/ধান কাউর লিখন লিখি করছে নিতুই পাঠ।"ইতিহাসের মুখবন্ধে লেখা থাকবে এ কথা কারন সভ্যতা তখনও গ্রামীণ জীবনে অগ্রসর হতে পারেনি। চারদিকে মাঠ মাঝখানে গ্রাম। প্রকৃতির উদার যাতায়াতে নেই আধুনিকতার অনুপ্রবেশ।কবি প্রকৃতির অনাবিল সুখকে বিলিয়ে দিয়েছেন চেনা জীবনের স্রোতে।তিনি লিখেছিলেন,"কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষী/মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি।"সুখের চাহিদাতে প্রকৃতির হাতছানি।কবি বাংলার জীবন প্রকৃতির মধ্যে সুর খুঁজেছেন। গান তাঁর অন্যতম ভালো লাগা। তাঁর সংগ্রহে রয়েছে জারি গান, মুর্শিদা গান।তিনি মানুষ হিসাবে প্রগতিশীল। অস্থির সময় তিনি দেখেছেন।তবু পল্লীবাংলাকে ভালবেসে সব ভুলে শান্তি পেয়েছেন। নজরুলের কাছ থেকে প্রেরণা পেয়েছেন,রবীন্দ্রনাথের কাব্য সংকলনে স্থান পেয়েছে তাঁর কবিতা। তাঁর কবিতা তো পল্লীজীবনের অ্যালবাম। নন্দলাল বসু বলেছিলেন, শিল্পবোধ তৈরি করতে হলে প্রকৃতির সঙ্গে সম্পর্ক আরোও নিবিড় করতে হবে, তেমনি পল্লীবাংলার ইতিহাসের খোঁজ নিতে হলে আগামীতে চলে আসতে হবে জসীমউদ্দীনের কবিতার মিউজিয়ামে। সাবেক বাংলাই তো তাঁর কবিতার প্রধান বিষয়।







অসহায় মা - প্রহ্লাদ কুমার প্রভাস || Osohay maa - Prohalad Kumar provas || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 অসহায় মা

প্রহ্লাদ কুমার প্রভাস 



রাহুলের মা সকালে খেতে বসলে তার বৌ দৌড়ে এসে খাবারের থালাটা কেড়ে নিয়ে বলে " এই যে তোমার মাকে কতবার বলেছি যে প্রতিদিন সকালে ছোটনের জামা কাপড় না ধুয়ে, ঘর বাড়ি না মুছে,ঝাট না দিয়ে খেতে না বসতে? বুড়ির কি কোন কান্ড জ্ঞান নেই নাকি? কতবার ভাত ফেলেও দিয়েছি তবু লজ্জা নাই?"

মা বলে " বৌমা শীতের দিন তো উঠতে দেরি হয়ে গেছে।ওষুধ খেতে হবে, তাই।"

রাহুলের বো বলে"ওতকিছু বুঝি না রাতেও তোমার খাওয়া বন্ধ। আর রাতে তুমি বারান্দায় শোবে। ঢাকা থেকে আমার ভাই আসবে"

রাহুল ও রাহুলের বৌ দুজনেই সরকারি চাকুরীজীবি।

 বৃদ্ধ মা বারান্দার এক কোণে বসে অঝোরে কানছে। একদিকে পেটে ক্ষুধা তার উপর চোখে ভালো দেখে না, পায়ে ঠিকমতো বল নাই। ঔষধ ও ঠিকঠাক কিনে দেয় না। স্বামী বেঁচে থাকলে হয়ত কষ্ট কিছুটা কমত। দুপুরেও খাওয়া হলো না। ঔষধ ও ফুরিয়ে গেছে। রাতে ছেলে অফিস থেকে ফিরলে "মা" দরজায় গিয়ে দাড়ায় এবং বলে" মাগো দুটো খেতে দিবি আর যে পারছি না সইতে। ঔষধ ও নাই বাবা আজ তিনদিন হলো। একটাই ছিল যেটা সপ্তাহে একটা খেতে হতো। ওটাই সকালে খেয়ে নিয়েছি ভাত না খেয়ে। দে না মা একমুঠো ভাত আমিও তো তোর মায়েরই মতো" । নির্দয়ী বৌ ঠাঁই দাড়িয়ে রইল পাষাণের মতো। ছেলেও কিছু বলছে না দেখে মা দুজনের মুখের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ তারপর চলে গেল।


রাতে বৌ এর ভাই এলো এবং মা খোলা বারান্দায়। ছেঁড়া হালকা একখান কাঁথার ভিতর মা কাঁপছে আর দীর্ঘ শ্বাস ফেলছে।

" হায়রে ছেলে বৌ নিয়ে এলি, মাকে ভুলে গেলি এই কি সন্তান? 

মরে গেলে লোক খাওয়াবি ডাকবি ভগবান?"

বৃদ্ধ ৬৫ বছরের এই অসহায় জননী কানতে কানতে ঘুমিয়ে গেল কিন্তু সকালের রঙিন সূর্য আর দেখিনি। হারিয়ে গেল সমস্ত আলো তার জীবন থেকে। মুছে গেল সকল কান্না ঘুচে গেল সকল দুঃখ। আর কখনও কেউ তাকে খাওয়ার খোটা দিবে না। ঔষধ কেনার নামে কার ও কাছে হাত পাততে হবে না। ছেলে বৌ এবার তাদের নিজের রাজ‍্যে শান্তিতে রাজ‍্যত্ব করতে পারবে। কখনও আর কেউ ডাকবে না বাবা বলে কেউ বলবে না আর "মা আমায় একমুঠো ভাত দিবি?"

শেষ বিচার - চন্দন মিত্র || ses Bichar - Chandan Mitra || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 শেষ বিচার 

    চন্দন মিত্র




সালিশিসভা বসেছে হরিণপাড়া প্রাইমারি স্কুলে। বিচারক জয়ন্তবাবু, ওই স্কুলেরই হেডমাস্টার। সালিশিসভা এবং রাজনীতি করে করে চুল পাকিয়ে ফেলেছেন তিনি। যখন যে পার্টি ক্ষমতায় আসে তখন তিনি সেই পার্টির অবিসংবাদী গ্রামীণ নেতা। লালু, কালু, ভোলা, ঝুনো, হেপো নামের মারকুটে কয়েকজন চ্যালা তাঁর নিত্য সহচর। এরা আবার সালিশি সভারও অপরিহার্য অঙ্গ। পাড়ার জনছয়েক ছেলে মানিক মণ্ডলের পোড়ো বাঁশঝাড় থেকে খানকতক বাঁশ কেটে ভাস্করদের পুকুর পাড়ে আড্ডা দেওয়ার জন্য কুঁড়ে বাঁধছিল। সে খবর জানাজানি হওয়ার সুবাদেই রোববার সকালের এই সালিশি সভার আয়োজন।


 


    ছেলেদের অভয় দিয়ে এগিয়ে যায় দলের পাণ্ডা মিন্টু। ছেলেরা বসে থাকে স্কুল লাগোয়া বটতলায়। তারা জানত জরিমানা তো হবেই, সঙ্গে জুটবে নাকে খত দেওয়ার মতো বিশ্রী সাজা। আর শেষপাতে লাথি-কিল-চড় তো থাকবেই। কিন্তু মিন্টু জানত অন্য কথা। সে সটান সভায় ঢুকে সপ্রতিভভাবে জানতে চায়, ‘আচ্ছা ! এই সভার বিচারক কে ?’


খেঁকিয়ে ওঠে যমদূতচেহারার ভোলা হালদার, ‘কেন রে নবাববাচ্ছা ! জয়ন্তবাবুকে চিনিস না বুঝি ?’ মিন্টু ঘাবড়ায় না। সে বেশ সরস ও উচ্চকণ্ঠে তারিয়ে তারিয়ে বলে, ‘ও জয়ন্তবাবু বিচারক! তা উনি যে নিজের বউছেলে ছেড়ে মিনুখুড়ির বাড়িতে রাতের পর রাত পড়ে থাকেন তার বিচার কে করবে ?’


     সালিশি দেখতে আসা ছেলে-বুড়ো-মেয়ে-মদ্দ হাসিতে ফেটে পড়ে। যে সত্যটা এতদিন কেউই উচ্চারণ করার সাহস পায়নি, সেই সত্যের ধাক্কায় ত্রাসের সভা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মিন্টু হাসতে হাসতে বেরিয়ে আসছে দেখে ছেলেরা যথেষ্ট অবাক হয়।

ছায়া - অভিষেক ঘোষ || Chaya - Abhishek Ghosh || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 ছায়া

অভিষেক ঘোষ



তমালিকা গত কয়েক মাসে ছায়ায় পরিণত হয়েছে, অন্তত তার বন্ধু-বান্ধব, কলিগদের তাই বক্তব্য । তমালিকা আর মানুষ নেই, শুধুই ছায়া !


কিছুকাল আগের কথা । দীঘায় অফিস ট্যুরে গিয়েছিল সে । সেদিন সৈকতে দেদার হাওয়া ছিল । ভেজা বালি উড়ছিল বাতাসে । একটা হেলে থাকা নৌকার আড়ালে দাঁড়িয়েও, মুখের উপর এলোমেলো চুলগুলো সামলাতে পারছিল না তমালিকা । তার মনে পড়ে যায়, বছর তিনেক আগে শৈবালের সঙ্গে এমনই একটা অফিস ট্যুরে এসে দীঘায় কাটানো মুহূর্তগুলি । তখুনি তার ভীষণ কান্না পায় । অফিস ট্যুরটা শৈবাল ইচ্ছে করে এড়িয়ে গেল এবার, তমালিকার ছায়া মাড়াবে না বলে । একলা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আনমনে কেঁপে কেঁপে ওঠে সে - তখনই খেয়াল করে, তার ছায়াটাও কাঁপছে !


সেদিন অপরিসীম দুঃখে তমালিকা স্থির করেছিল, এই ছায়াটাকে সে ত্যাগ করবে, নিজের ছায়াটাকেও এখন সে ঘেন্না করে ।


কিন্তু দু-দিন পর, রাতে বাড়ি ফেরার পথে সে দেখেছিল পাড়ার একটা তেতলা বাড়ির বন্ধ গেটের দুই পারে দুটি বিড়ালের বসে থাকা । দুজনের মাঝে ওই ব্যবধানটুকু তুচ্ছ করে তারা একে অপরকে ছুঁয়ে ছিল পরস্পরের ছায়া দিয়ে, বাড়ির আলো আর পথের আলো একটা অদ্ভুত জ্যামিতিতে বিড়ালদুটির ছায়া-রেখা মিলিয়ে দিয়েছে একটি বিন্দুতে, তৈরি হয়েছে একটা ছায়া-কোণ !


তমালিকা সেদিন শিখেছিল, বুঝেছিল তার ছায়ার গুরুত্ব । এরপর থেকে প্রায়ই সে গোটা অফিসে শৈবালের ছায়া খুঁজে বেড়াতো, ওর ছায়ায় নিজেকে মিলিয়ে দেবে বলে । তমালিকা নিজেকে নয়, ছায়াটাকে ভালোবাসতে শিখেছিল ।


মেঘের গর্জন - নীল মিত্র || Megher Garjan - Nil Mitra || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 মেঘের গর্জন 

      নীল মিত্র 



অমিত সরকার ডাক্তার, রাচীর মানসিক হাসপাতালে পোস্টিং। আজ ট্রেন ধরে কলকাতা থেকে ফিরছে। ওর পাশের সীটে অসিতবাবু, ওনার স্ত্রী শুক্লাদেবী আর ১৮ বছরের মেয়ে তনিমা যাচ্ছে। বাইরে ভীষণ মেঘলা করে রয়েছে, কাল থেকেই মেঘলা দিন বলা যায়। বৃষ্টির সম্ভাবনা আছে।


তনিমা খুব প্রাণবন্ত মেয়ে, হাসিখুশি স্বভাবের। কিছুক্ষণের মধ্যেই অমিত এর সাথে বন্ধুত্ব হয়ে গেল। অনেক রকমের গল্প করতে লাগল। বাইরে মেঘলা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ গর্জন করে উঠলো। মেঘের গর্জনে তনিমা চিৎকার করে উঠলো। অমিত দেখলো তনিমার সারা শরীর কাঁপছে। ও মাকে জড়িয়ে ধরলো ভয়ে।

সকাল হতেই ট্রেন পৌঁছালো, যে যার গন্তব্যে রওনা দিল। অমিত হাসপাতালে গিয়ে শুনলো একটি নতুন মানসিক রুগী এসেছে। কেবিনে গিয়ে দেখলো আরে এ তো কালকের ট্রেনের তনিমা। তারপর কেস স্টাডি করে জানতে পারলো যে তনিমা ছোটবেলায় একটা মেঘলা দিনে স্কুল থেকে ফিরছিল, তখন রাস্তায় দুটি যুবক তাকে তুলে নিয়ে যায় আর ওর শ্লীলতাহানি করে। তখন থেকেই ও মানসিক ভারসাম্যহীন হয়েছে। মেঘের গর্জন শুনলেই তনিমার সেই ঘটনাটা মনে পড়ে যায় আর ও পাগলামি শুরু করে।

আস্থা যখন ভাঙে - পার্থ প্রতিম দাস || Aastha jokhon Vange - Partha pratim das || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

   আস্থা যখন ভাঙে 
                 পার্থ প্রতিম দাস 


রুক্ষ লাল মাটির দেশ হলো সতেড়গড়। আশেপাশের ছয়টি ছোটো ছোটো গ্রাম নিয়ে এই সতেড়গড় গঠিত। এই সতেড়গড়ের মধ্যে সামন্ত পরিবারের নাম ডাক সবচে বেশী। বীর সামন্তের এখন তাঁর পাঁচ ছেলে আনন্দ, বলরাম, শ্রীদেব, অর্ণব ও ধনঞ্জয় বিয়ে করে আলাদা আলাদা আছে। তবে বীর সামন্তের বৌ অলকাসুন্দরী এখনও বেঁচে আছেন। 
    তাদের পুরাতন ঐতিহ্যের মধ্যে পাথর বাঁধানো ঘাট আর তার পাশের প্রকান্ড বকুল গাছ। বিরাট খামারটা শূন্য পড়ে আছে। বসন্ত পূর্ণিমার দুদিন আগে, ফুটফুটে জোছনা উঠেছে। বলরাম অনেক রাত করে বাড়ি ফিরে দেখে, বকুল গাছ থেকে একটা সাদা জামা পরা লম্বা লোক মাটিতে নেমে ঘাটে পা ধুয়ে আবার গাছে উঠে মিলিয়ে গেল। 
     বলরাম সকালে উঠে ভয়ে ভয়ে অলকাসুন্দরীকে বলল। অলকাসুন্দরী বললেন, "এতো ঘোর অমঙ্গলকর কথা। বাড়িতে অমঙ্গল দেখা দিলে এভাবে মহাপুরুষ বের হয়।"
    তখন সবাই বলল, "তাহলে উপায় কি!!"
অলকাসুন্দরী বললেন, "পুজো করতে হবে ওই বকুল তলায়।"
     কথা শুনে আনন্দ বকুল তলা পাকা দিয়ে বাঁধিয়ে দিল। অর্ণব রেলে চাকরী করে। তাই স্ত্রী সন্তান নিয়ে বাইরে থাকে। তাকেও ডেকে পাঠালো। 
      বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকে বিরাট আয়োজন করে পুজো আরম্ভ হয়ে গেল। সমস্ত সতেড়গড়কে খাওয়ানোর ব্যবস্থা হলো। দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যা নামতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। 
     মাঝ রাতে ঝড়ের হাওয়া সহ্য করতে না পেরে বকুল গাছ ভেঙে পড়লো। সবাই সকালের অপেক্ষায় আছে। 
     ভোর থেকে শুরু হয়ে গেলো বকুল গাছের ভাগ নিয়ে পাঁচ ভাইর মধ্যে ভীষন ঝগড়া। অলকাসুন্দরী ঘাট থেকে বললেন, "ওরে, তোরা একটু থাম।"
     কথাটা শুনে অর্ণবের স্ত্রী রেগে ছুটে এসে অলকাসুন্দরীকে পাথর বাঁধানো ঘাটে ঠেলে ফেলে দিল।

সেই রাত - প্রদীপ সেনগুপ্ত || Sei Rat - Pradip Sengupta || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

সেই রাত 

প্রদীপ সেনগুপ্ত



বিছানায় শুয়ে ছটফট করছিল বীতশোক, কিছুতেই ঘুম আসছিল না। সকাল থেকেই একটা অস্বস্তি ওকে চেপে ধরেছে -- কিছুতেই ভুলতে পারছে না লোকটার কথা। 

সকালে বীতশোক বাড়ির পিছনের পুকুর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল, উদ্দেশ্য তাড়াতাড়ি বাজারে পৌঁছানো। আজ বহুদিন পর ওর বড় শালা বিক্রম আসছে সপরিবারে, দুপুরে খাওয়া দাওয়া করবে। বাজারে যেতে বেশ দেরি হয়ে গেছে বলেই ওই রাস্তায় যাওয়া। ওই রাস্তা পারতপক্ষে সবাই এড়িয়ে যায়, কারন - রাস্তাটা আদপেই চলার যোগ্য নয়। ফলে, চারিদিকে পরিত্যক্ত জঞ্জাল। তবে দিনের বেলায় তবু স্থানীয় দু'একজন যাতায়াত করে। 

বীতশোক রাস্তায় যেতে যেতে টের পেল  

পিছনে কেউ যেন আসছে। পিছনে তাকিয়ে দেখল, একটা রোগা লোক কেমন হন হন করে এগিয়ে আসছে। লোকটাকে আগে কখনো দেখে নি বীতশোক।

লোকটা কাছে এসে বিশ্রী রকম হেসে বলল, 

' বাড়িতে অতিথি আসছে বুঝি? '

এ' রকম গায়ে পরা লোক ও দেখে নি কখনো। বীতশোক বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল, 

' আপনি কে বলুন তো? আগে কখনো দেখিনি তো! আর, আপনার দরকার কি জানার আমার বাড়িতে কে আসছে বা না আসছে? '

লোকটা আবার দেঁতো হাসি হেসে বলল, 

' আমাকে আগে দেখেছেন, বিলক্ষণ দেখেছেন -- মনে করতে পারছেন না। আমি বলছিলাম, সব মানুষই তো একবার না একবার চলতে চলতে পিছন ফিরে তাকায়। আজকে কিন্তু আপনার সামনে বিরাট সুযোগ আসবে, আপনার ভিতরের কুঁকড়ে থাকা মানুষটাকে মুক্তি দিন। '

বীতশোক এবার সত্যিই রেগে গেল, 

' কি যা তা বলছেন বলুন তো? '

লোকটা বীতশোককে অতিক্রম করে এগিয়ে গেল, জোরে নিশ্বাস ছেড়ে বলল, 

' ভালোর জন্যই বলেছিলাম, আপনার শ্বশুরমশায়ের গচ্ছিত জিনিস আসল লোককে ফিরিয়ে দিন। উপর থেকে কিন্তু একজন সব দেখে রাখেন, প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েও যদি আপনি তার সঠিক ব্যবহার না করেন তবে... '

' তবে কি? '

লোকটা আকাশের দিকে আঙুল তুলে বলল, 

' সে'টা তো তিনিই জানেন! আর একটা কথা, আজই কিন্তু শেষ সুযোগ, না হলে কালকের সকাল দেখবেন কি না কে জানে! '

এই বলেই লোকটা অসম্ভব দ্রুত বেগে রাস্তার মুখে পৌঁছে যেন হাওয়ায় মিলিয়ে গেল। 

বীতশোকের গলা কেমন শুকিয়ে এল। লোকটা এত গোপন একটা কথা কি করে জানল? ওর শ্বশুর মশায়ের সাথে বিক্রমের যোগাযোগ ছিল না বহুকাল, বলা যায় মুখ দেখাদেখি বন্ধই ছিল। বিক্রম বাবার উপর অভিমান করেই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু বাবা ছেলের বিরোধ কি নিয়ে তৃতীয় ব্যক্তি কেউ কখনো জানতে পারে নি। বীতশোকের বৌ জয়া বাবার বিশাল সম্পত্তির মালিকানা পাবে, এ'কথা সবাই জানতো। কিন্তু জয়ার বাবা ব্রজলাল বাবু একদিন বীতশোককে বাড়িতে ডেকে পাঠালেন। তিনি বললেন, 

' দেখো বাবাজীবন, বিক্রম আমার বংশের প্রদীপ। ও যদি অভিমান ভুলে কখনো ফিরে আসে তবে এই উইলটা ওকে দেখিও, ভাইবোনকে সব সমান ভাগ করে দিয়েছি '। 

এরপর বেশি দিন বাঁচেন নি ব্রজবাবু। বীতশোক সেই কাগজটা রাতারাতি নষ্ট করে ফেলে। 

এরপর বিক্রম আর ফিরে আসে নি। আজ দীর্ঘ কাল পর ও আসছে। 

বিক্রম বিকেলেই চলে গেল। জয়ার বেশ খুশি খুশি ভাব। ওরা যতক্ষণ ছিল - বীতশোকের সেই লোকটার কথা মনে হয় নি। কিন্তু বাড়ি খালি হতেই ওর মনে পরে গেলো সেই লোকটার কথা। একটা অজানা ভয় ওকে কেমন ঘিরে ধরল। রাতটা বীতশোকের কাছে একটা অভিশাপ মনে হতে লাগল। আর ভাবতে পারছে না ও। বুকের ভিতরটা ভারি হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে। 

ডাক্তার মুখার্জী সব দেখে বললেন, 

' একটা ম্যাসিভ এট্যাক হয়েছিল, নিতে পারেন নি বীতশোক বাবু। ভোরের দিকেই মারা গেছেন। '





মার - দর্পণা গঙ্গোপাধ্যায় || Mar - Darpana Gangapadhyay || Story || Short Story || Bengali Story || Bengali Short Story || গল্প || ছোট গল্প || অনুগল্প

 মার

  দর্পণা গঙ্গোপাধ্যায়



আধুনিক যুগে সবাই সবাইকে এত মারতে ব্যস্ত হাতে,--- ভাতে, --

বলার কথা নয়। একদিন পাঁচু ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ,--- 

দেখে অবাক বিস্ময়ে চেয়ে থাকে ! পাঁচু একজন খেতাবি ব্যারিস্টার। তাঁর বাবা একজন গরুর গাড়ির কোচোয়ান ছিলেন। তিনি গরুকে জোর জোর পেটাতেন, গরু যন্ত্রণায় ছটফট করে ছুটে পালাতে চাইত, গরুর গাড়ি তত দ্রুত ছুটত।


 এভাবেই তিনি মাইলের পর মাইল ভারী জিনিসপত্র আনা নেওয়া করে টাকা রোজগার করতেন। ঘরে ফিরে গরুদের খাবার দিতেন, আদর করতেন, ফাঁকা মাঠে ছেড়ে আসতেন, সন্ধ্যেবেলা সময় মতো ঘরে তুলতেন ,স্নান করাাতেন ,পরিচ্ছন্ন জায়গায় থাকতে দিতেন ,----কিন্তু গাড়ি চালানোর সময় মানুষটা এমন আচরণ করতেন। 


আমি ছোটবেলায় পড়াশোনা করতে চাইতাম না। পড়া মুখস্ত হতো না। উনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে পড়া ধরতেন না পারলে প্রচুর মার পিঠে পড়তো। খাওয়া বন্ধ, অবশেষে পড়া দিয়ে তবেই মুক্তি। এভাবেই উনি আমার লেখাপড়ার নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি এনে মানুষ তৈরি করে গেছেন।


 আমি ভয়ের চোটে ওই গরুটার মতন পালাতে চেয়ে ব্যারিস্টার হয়েছি এবং গ্রামের বাড়ি ছেড়ে শহরে বিশাল একখানা বাড়ি হাঁকিয়ে ঝি চাকর ছেলে বউ নিয়ে বসবাস করি। 


আজ হঠাৎ আমার নাতি যখন কিছুতেই লেখাপড়া করতে রাজি নয় ওর মা মানে বৌমা চিৎকারে বাড়ির মাথায় করে তুলছে তখন হালটা ধরতে আমি অগ্রসর হলাম। অপরপক্ষে মারার পর সেই মার সহ্য করার ক্ষমতা তার আছে কিনা , সে অন্য পথ অবলম্বন করবে কিনা ,---তা নিয়ে আমার স্ত্রী বেশ চিন্তিত কিন্তু আমি নাছোড়।


 আদরের নাতি গোপালকে সকালে নিজেই পড়াতে বসলাম আর শাস্তি দিয়ে একই কথা বলতে বললাম ,-----কেঁদে কেঁদে বলে যেতেই লাগলো তারপর ঘুম আসছে দেখে ,---এক ঘা কষিয়ে দিলাম! তারপর খাতা পেন্সিল দিয়ে বললাম লিখে যাও ,

থামবে না ---থামলেই আবার ----

প্রথমবারেই গোপাল না দেখে লিখে ফেলল। যা দেখে বৌমা অবাক হয়ে গেল! 


হায়রে পোড়া কপাল !এসব মিথ্যে স্বপ্ন! বাস্তবে এমনটা কিছুই হলো না, যৎপরনাস্তি সকালে উঠেই টিফিন খেয়ে কাঁধে ব্যাগ তুলে স্কুলের দিকে হাঁটা দেবে গোপাল, এমন সময় বললাম ব্যাগটাই ভারি। লেখাপড়া টা বড় হালকা হয়ে গেছে। গোপাল উত্তরে বলল তুমি আমার বয়সে কত কি পারতে ? হাউ টু ডেল ইউ ! স্পিক অ্যাবাউট মি ! বউমা নিরুত্তর ,ছেলেও নিরুত্তর, গিন্নি বললে আজকালকার ছেলে, কেন ওদের সঙ্গে মুখ লাগাতে যাও,--- 

আমি গুটিয়ে কাঁচুমাচু হয়ে লজ্জিত অপমানিত হয়ে নীরব হলাম। তারপর ঘরে চলে গেলাম! এইটাই কি শিক্ষা !

টাই কি সংস্কৃতি---।।

সাগরবেলায় - সমর আচার্য্য || Sagorbelai - Samar Acharya || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 সাগরবেলায়

সমর আচার্য্য



সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে
ঘুরছি যে মরে তোমায় দেখবো বলে
তোমার ঐ অপরূপ রূপখানি হেরি
মন মাঝে বাজে প্রেমের দুন্দুভি ভেরি।

একের পর এক ঢেউ আসছে ধেয়ে
উত্তাল বারিধি  সবেগে উঠছে গেয়ে
নিয়েছিল যা নিজের বক্ষ মাঝে ধরে
দিচ্ছে ফিরিয়ে সবকিছু শোধিত করে।

ঝিনুকের বুকে যেমন মুকুতা থাকে
মাতা যেমন সন্তানকে আগলে রাখে
তেমনই করে ভালোবাসবো তোমায়
এই সাধটুকু ছিল  মনের কোণায়।

এসো হে প্রিয় এসো আমার বাহুপাশে
বাঁধি সুখ নীড় আছি এই মনো আশে
তোমার ঐ প্রসারিত নীল বক্ষ পরে
থাকতে পারি যেন চির জনম ধরে।

জীবনের এই শেষের বেলায় এসে
দাঁড়িয়েছি তোমার পদপ্রান্তেতে হেসে
পার করে দাও ওগো  প্রভু কৃপাময়
ঠাঁই দিয়ে আমায় তোমার রাঙা পা'য়।

যাযাবরি কথায় আশাবরী সুর - গৌতম ঘোষ-দস্তিদার || Jajabari kothay Asabori surr - Goutam Ghosh dastidar || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 যাযাবরি কথায় আশাবরী সুর

        গৌতম ঘোষ-দস্তিদার


 


নদির বুকে ভিজবো ভেবে গেলাম,


নদিতো আমায় সিক্ত করেনি


পাহাড়ের কাছে মাথা নিচু করেছিলাম,


কই সে-ও তো আমায় রিক্ত করেনি


 


অরণ্য যেদিন ডেকে নিয়ে গ্যালো


মুখ জুড়ে টোল এঁকে দিয়ে গ্যালো


সিক্ত শরীর ঢেকে দিয়ে গ্যালো


চুমুতে দুগাল মেখে দিয়ে গ্যালো…  


 


কথা তো কতো না বলার ছিলো


যাযাবর আমি কইতে পারিনি


ভাঙা ফ্রেম জুড়ে প্রেম পড়েছিলো,



আশাবরী তবু গাইতে পারিনি...


হাইফেন - গোবিন্দ মোদক || Hifen - Gobinda modak || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 হাইফেন!

গোবিন্দ মোদক



প্রেম ও ভালোবাসার মধ্যে কতোটুকু দূরত্ব থাকলে 


সম্পর্কের রসায়নে বালি চিকচিক করে, 


তার কোনও সর্বজনগ্রাহ্য হিসাব হয় না।


তবুও যখন ফুলদানির বাসিফুল পরিবর্তনের অছিলায় 


ঘরে নিয়ে আসা হয় কৃত্রিম ফুলসম্ভার,


তখন কাঁটার আঁচড়ের গায়েও অভিমান জাগে,


আর তাজা ফুল শুকিয়ে যাবার অবকাশে 


তৈরি হয় যোজন-দূরত্ব ....!


তখন নৈঃশব্দের প্রহর শুধু মালা জপে যায় —


এক .... দুই .... তিন .... চার ….


শত .... সহস্র .... অযুত .... নিযুত বার ....;


সম্পর্কের ফাটল ক্রমশ: বলশালী হতে থাকে 


সময়ের সঙ্গে সঙ্গে।


অথচ হে প্রেমের ঈশ্বর!


তুমি রচনা করেছো সমূহ সম্ভাবনা 


যেখানে প্রেম-ভালোবাসার মধ্যে


চিরকাল অবস্থান করে অনিবার্য একটি হাইফেন!

অনন্ত - পূর্বিতা পুরকায়স্থ || Ononta - Purbita Purakaystha || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

   অনন্ত

          পূর্বিতা পুরকায়স্থ


পূর্ণিমার চাঁদ দেখে

জীবনের ঢেউ । আমি দেখি,

ঢেউ মেশে সাগরের জলে ।

এক একটা ঢেউ যেন এক একটা জীবন।

হর্ষ বিষাদ, সুখ দুঃখের নুন ছড়িয়ে

পাড়ি দেয় অনন্তের দিকে।

জল শেখায় কি করে 

ব্যক্তি থেকে নৈর্ব্যক্তিক হতে হয়। কি করে

মাটী থেকে আকাশ।

জীবন চলে মহাজীবনের দিকে।

নববর্ষের সূর্য - তপন মাইতি || Noboborser Surya - Tapan maiti || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 নববর্ষের সূর্য 

      তপন মাইতি


জীর্ণ পাতা ঝরিয়ে উঁকি দেবে কিশলয় 

নিশুতি রাতের পর যেমন আসে কাঙ্খিত ভোর 

হাত পাখায় সামলাচ্ছে না লোডশেডিংএর অস্বস্তি...

দরদর ঘামে ডুবে যাচ্ছে চোখ মুখে গাল চুল শরীর।

কতরকম ব্যঞ্জন রেঁধেছে মা, বাবার ছুটি...

নীম-হলুদ-তেল গায়ে জেল্লা বাড়ায় ভীষণ 

পুদিনা মেহেন্দি সজীব হচ্ছে নতুন ভাবে 

স্বপ্নের বিনুনি বাঁধছে লক্ষ্যবস্তুর আখরে।

রীতিমত ঈশান কোণে আগুন জ্বালালো কে...

লাল সাদা শাড়িতে আলতা পায়ে আঁকছে 

পুজোর স্বস্তিক চিহ্ন হালখাতা আমপাতার দড়ি 

মুছে দিচ্ছে জীবনের দুঃখ হতাশা গ্লানি। 

অরুণালোক মুছিয়ে দেয় রাতের সব ব্যর্থতা

পয়লা বৈশাখ বুঁদ হয় ভালোবাসাযর গীতবিতানে

বাংলার ঘরে ঘরে বেজে ওঠে শঙ্খ উলু 

জগৎ মুখে হাসি ফোটার নববর্ষের সূর্য।