এ সকাল
এ সকাল ডেকে আনে মুঠোশীত
নতুন কিছু সুর, জীবনের গীত
এ সকাল বোলায় রঙের মেলা
শীতের চাদর গায়ে খুশির বেলা।
এ সকাল
এ সকাল ডেকে আনে মুঠোশীত
নতুন কিছু সুর, জীবনের গীত
এ সকাল বোলায় রঙের মেলা
শীতের চাদর গায়ে খুশির বেলা।
হাহাকার
রাক্ষসের খিদে নিয়ে ঘুরে মরছে শূন্যতা
বৃষ্টি ভেজা যাপনে রৌদ্রস্নাত আশ্রয়ের খোঁজ
পাখিদের ওড়া দেখে মানুষ উড়েছে ক্রমশ
যারা চলে গেছে বলতে চাইছে ইতিহাস
খিদে কামনা সবই রাক্ষস সাজে সময়ে
কাটাকুটি খেলার ছক ভরে সুযোগ বুঝে নিয়ে
শরীর জমাট বাধে ডিপফ্রিজের নিস্তব্ধতায়
বেঁচে থাকা সহজ বেশি উত্তাপ সইলে বারংবার
ঘরে ঘরে শঙ্খ বাজায় লেডি ম্যাকবেথ
রাজা হবার স্বপ্ন আঁকে রান্না ঘরের কোনায়
বিধ্বস্ত চারদেওয়াল ভুত হয়ে ঘুমিয়ে থাকে
ওরাই তো জানে-না পাওয়ার যন্ত্রণার হাহাকার।
উড়ন্ত পত্রে জীবন গাথা
প্রবল বাতাসের স্রোতে উড়ছে পাতা
ধূলোবালি চোখের প্রতিবর্তে
সরিয়ে দিচ্ছে অশ্রুকণা
যত আবর্জনা।
এখনো সাধিকা রমণী পুষ্প আহরণে ব্যস্ত
যেন তোমার সুন্দর বাগানে আমি
উড়ছে তবু পাতা---
এসো, ঐ পাতায় লিখি
আমার, আমাদের জীবন গাথা।
পাশ ফেল
একই দলেতে নাম তাহলে তো ফেল,
পরিবর্তন না হ'লে পাশ হবে কবে,
এদল সেদল ঘুরে পাকা পোক্তা রবে,
ডক্টরেট ডিগ্রি পাবে যদি হয় জেল।
দূর্নীতি, মিথ্যা ভাষনে শুরু কত খেল্,
চোরাকারবারি লুঠ কাটমানি খাবে,
পঞ্চবার্ষিকী মেম্বার গোগ্রাসে যা পাবে,
উন্নয়নে চাবিকাঠি কড়ি ফেলে তেল।
টিপছাপে মন্ত্রী হলে ভোটে হেড টেল্,
জোর যার মুল্লুকের ভার তার আগে,
বসন্ত সদা জিতলে হোলি মাঘ ফাগে,
ভিত্তিপ্রস্তর বপন যত্রতত্র রেল
আন্দোলনের মাথায় লাঠি মারো রাগে,
বুথদখলে লেঠেল থাকলেই হবে।
নিখোঁজ
শূন্যতা এখন সন্ন্যাস নিয়েছে
চুপিচুপি নিঃশ্বাস ফেলে যায়
অগনিত আষাঢ় তোমার মেঘে
আমার আকাশ জুড়ে যুদ্ধ ঘনায়
ভালোবাসা নামের স্টেশনে
হয়তো জন্মান্তর নামে রোজ
আমি মুছে নিই শরীর থেকে ঘাম,
আর চোখ থেকে রক্ত, হৃদয় নিখোঁজ।
যৌবন
তোমার ভালোবাসার ছোঁয়ায় শাণিত এই জীবন
স্বপ্নিল ঢেউয়ের মাঝে অনন্যা অনুভূতি,
রয়েছে তার গভীর গোপন অভিসার।
বিরহীনির ডাকে জঠরের কান্না ভেসে আসে
শ্মশানের পোড়াঘ্রাণে অনুভব করি
বিরহীনির গোপন যৌবন।
কুয়াশার আলিঙ্গনে প্রকৃতি
শীতের সকালে প্রকৃতির এ এক
অপরূপ লাবণ্যে ভরা রূপ।
চারিদিক সাদা কুয়াশার আবরণ ,
পাখিরাও জাগেনি ,একদম নিশ্চুপ।
ঘুমিয়ে আছে প্রকৃতি মায়ের আঁচলে,
পরম স্নেহ-মমতার চাদরে।
সারি সারি আম, জাম , কাঁঠালের গাছ,
লজ্জায় রাঙা কুয়াশার আদরে।
বাঁশ গাছ সপসপে ভেজা কাপড়ে,
লজ্জায় দাঁড়িয়ে আছে নতমুখে।
টুপটাপ টুপটাপ করে কুয়াশার
জল পড়ে ওই মৃত্তিকার বুকে।
কচু পাতা থেকে মুক্তোর মতো
টলটলে জল পড়ছে গড়িয়ে।
লাবণ্যময়ী প্রকৃতির কোমল দেহখানি,
নিবিড় আলিঙ্গনে কুয়াশা আছে জড়িয়ে।
উত্থিত প্রেমে
না ছুঁয়ে-থাকা ভালবাসার অমৃত ফলের
অপ্রাপ্তিতে মন তখন ভীষণ উচাটনে।
কাজে বুঝি শুখা-শুখা মানসিক ছোবলে
জীবনের মানে বদলে যেতে অতি তৎপর।
কেন দরকারী প্রেম? সেটাই তালে হেম,
চারপাশে হেলাফেলা প্রকাশিত বিক্ষিপ্ত মননে।
অতএব তন্নতন্ন দারুণ তালাশে বাঁচার রসদ
ভালবাসায় আরোগ্যলাভ অতি কাম্য যখন-তখন।
কিন্তু কিন্তু তবুও মনোভাবে সাহসের আকাল
প্রেমের উৎস-সন্ধানে ব্যর্থতাই এক পরিহাস!
আড়ষ্টতা মুছে ফেলে সাহসী দৃপ্ত পদক্ষেপে
মিলতেও পারে সহজ স্বাভাবিক তৃপ্ত নিঃশ্বাস।
না ছুঁয়ে থাকা আশনাই খুব তিক্ত বিরক্তিতে
ছেয়ে ফেলে বিশ্বটা অনায়াসে অনামী আস্বাদনে।
সেই গোলকধাঁধার সাথে সম্পর্ক ছিন্ন করে
সেই চরম অতৃপ্তির দুনিয়ার সাথে বিচ্ছিন্নতায়
আসুক না একবার নতুনত্ব উল্লাসের আপ্যায়নে।
সবার প্রিয় মারাদোনা
আমাদের সবার প্রিয় তুমি, মারাদোনা
তোমার গল্পকথা যায় না যে গোনা
বিশ্বের বিস্ময়, বিস্ময় পুরুষ তুমি
তোমার চরণ-চুমে সকল ফুটবল-ভূমি।
ফুটবল দুনিয়া ভুলবে না কখনো তোমায়
ফুটবলের রাজপুত্র বলে সেলাম জানায়।
বিশ্বকাপ জিতে হয়েছো বিশ্ব-বিজয়ী
একা লড়ে গেছো, তাই তুমি কাল-জয়ী।
জন্ম হোক যথা-তথা, কর্ম হোক মহান
সেই বিশ্বাসটুকু দুনিয়াকে করেছো দান।
জন্ম তব হতদরিদ্র অনামী এক সমাজে
রাজ-সম্মানে ভূষিত হয়েছো নিজ-কাজে।
শোক, তাপ, ধিক্কার সবই ছিলো জীবনে
তবুও লক্ষ্য ছিলো অসাধ্যসাধনে।
তোমার পায়ের যাদু সর্বজন বিদিত
ব্যাখ্যা হয় না তার, সবাই বিস্মিত।
শিল্পীর মৃত্যু নেই, তুমি মৃত্যুঞ্জয়
সবার হৃদয়ে অমর রবে তুমি নিশ্চয়।
বিদায় বন্ধু, সখা, এই হিংস্র পৃথিবী হতে
সগর্বে ফিরো আবার এই ফুটবল দুনিয়াতে।
স্বরলিপি
কবিতা লিখেছি মৃত্যু লিখেছি কত
আশা ভালোবাসা মরেছে অবিরত,
এবার লিখবো হাজার তারার গান
সুসময়ে ফেরে নবান্নের কলতান।
লিখেছি অনেক সব হারানো ব্যথা
করিনি কখনো অন্যায়ে নত মাথা,
এবার লিখবো মানুষদের কথামুখ
অবিরত যাদের কষ্টে ফেটেছে বুক।
এবার লিখবো প্রেমহীন ভালোবাসা
যেখানে শুধু চাওয়া পাওয়াটাই বড়,
কেটেকুটে সব লিখবো জীবননাট্য
স্বপ্নপূরনের সেই স্বরলিপি হবে পাঠ্য।
মদ
প্রথম ভালোলাগাটিই ছিল
প্রথম মদ খাওয়ার মতো;
মেয়েটি রঙিন কাচের গ্লাস
তার যৌবন তরল স্বচ্ছ মদ।
আমি অর্ধ-উন্মাদের মতো গ্লাসের পর গ্লাস
নিঃশেষ করে দিই…
হঠাৎ গ্লাসটি ভেঙে গেল বলে
আমি এখন সম্পূর্ণ উন্মাদ!
সম্পাদকীয়:
শীতের চাদরে ইলশেগুড়ি। মেখে নেওয়া প্রাণের উদারতা ও করুণা দায়ক বাতাস মাঝে মাঝে স্মরণ করাই তোর মধ্যে একটা কবিত্ব বোধ আছে। সুদূর হিমালয় পর্যন্ত পাড়ি দেওয়ার দরকার নেই। রাজ্য থেকে নিজ জেলা সবই প্রত্যাবর্তন এর আভাস। সবই লেখার খোরাক সাধ স্বাদ দুটোই আছে এই মায়াময় পরিবেশে। চারিদিকে ঘেরাটোপ থেকে মুক্ত হতে শিখুন। বাঁচুন প্রাণ খুলে। এ জীবন সীমিত সময়ের জন্য। এই সময়ে এক মুঠো শান্তি দেয় সাহিত্যচর্চার প্রত্যাশা। তাই পড়তে থাকুন। লিখতে থাকুন। আমরা আপনার পাশে আছি আমাদের World sahitya adda ব্লগ ম্যাগাজিন নিয়ে। এটি শুধু ম্যাগাজিন নয় এটা সেই শান্তির বার্তা। তাই আমাদের পত্রিকা পড়ুন। আদরের সহিত নতুনভাবে পাঠক মনকে সৃজনশীল করুন।
ধন্যবাদান্তে
World sahitya adda সম্পাদকীয়
________________________________________________
##Advertisement (বিজ্ঞাপন)--
১)
___________________________________________________
২)
বইটি সরাসরি পেতে-- 6291121319
___________________________________________________
৩)
##উত্তরপাড়া,সিঙ্গুর এবং কোলকাতার বেহালায় এছাড়াও যে কোনো প্রান্ত থেকেই যেকোনো ক্লাসই অনলাইনে করতে পারবেন।
এছাড়া কেউ যদি সরাসরি অফলাইন এ ভর্তি হতে চান যোগাযোগ করুন এই নাম্বারে-- 9330924937
__________________________________________________
৪)
৫)
##বইটি পাবেন- National Book house, Soma Book Store, Amor pustakaloy, Tarama Book Store , The Elegant publications(16B Sitaram Ghosh Street, kol 9.), 63no Saha book stall. এবং Amazon and Flipkart -এ।
##বইটি সরাসরি পেতে-- 9831533582 / 9433925262 দেবে।
________________________________________________
৬)
##ছাপানো জীবনী গ্রন্থের জন্য-লেখকের জীবনী সংগ্রহ করা হচ্ছে।
" লেখকদের আত্মজীবনী" গ্রন্থ তৃতীয় খন্ডের জন্য, লেখকদের কাছে থেকে জীবনী সংগ্রহ করা হচ্ছে। আপনার মূল্যবান জীবনী 300 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেন। বইটি ছাপানো অক্ষরে প্রকাশ করা হবে। কিন্তু কোন সৌজন্য কপি দিতে পারবে না।
বইটির সাথে সম্মানিক হিসাবে দেওয়া হবে।
1/ সাম্মানিক সার্টিফিকেট।* (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)
2/ "লেখক পরিচয়পত্র কার্ড"। লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় বহন করবে। (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)
3/ সম্মানিত পদক (মেডেল)* {বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।}
বইটির বুকিং মূল্য 300 টাকা দিয়ে কিনে, বাঙালি লেখক সংসদ কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে হবে। ডেলিভারি সার্ভিস চার্জ আলাদাভাবে দিতে হবে না।
গ্রন্থের কভার পৃষ্ঠায় আপনার ছবি দিতে আগ্রহী হলে, যোগাযোগ করুন।
টাকা পাঠানোর একাউন্ট
শংকর হালদার
(1) ফোন পে 8926200021
(2) পেটিএম 8926200021
( 3) ব্যাংক একাউন্টের মাধ্যমে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( S.B.I.)
SANKAR HALDER
Account No : 34681068289
IFSC :SBIN 0015960
টাকা পাঠানোর পর রশিদের স্ক্রিনশট কপি করুন এবং জীবনী লেখা পাঠিয়ে দেবেন।
হোয়াইট অ্যাপস নম্বরে :-
8926200021
যে কোন বিষয়ে যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।
মোবাইল :- 8926200021
বাঙালি লেখক সংসদ, দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
______________________________________________
**বি.দ্র- বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।
সম্পূর্ণ সূচিপত্র: