Friday, October 27, 2023

বৃষ্টি-বালিকা - বদরুদ্দোজা শেখু || Bristi Balika - Badrujja Sekhu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 বৃষ্টি-বালিকা 

বদরুদ্দোজা শেখু



মাঝ রাতে আজ বৃষ্টি নামলো,নামলো অঝোরে

একটু থামলো, আবার নামলো , নামলো সজোরে

গর্জন নাই বর্ষণ শুধু ঘনঘোর বরষাত

আজ শুধু ধারাপাত-- ধারাপাত সারারাত ।


বৃষ্টি-বালিকা আসে চঞ্চল মঞ্জীর চরণে

ষোড়শী যেন সে নাচে শ্যামল কোমল বরণে

কাজল সজলাকাশে চলছে চপল তার কীর্তি হাসছে নিশীথকালে তাপিত তৃষিত পৃথ্বী,

নন্দিত করি তারে বন্দিত বন্ধু সে ললনা

ওরে আজ প্রাণ খোল্ দোলা তোর আনন্দ-দোলনা

বাদলের তালে তালে সুন্দর অন্তর-বিতানে

যেন সে পরীয়া থাকে বিনিদ্র রজনী শিথানে,

শঙ্কারা শ্লথ আজ-- বিমগ্ন নিমগ্ন চেতনা

দুলে উঠে মায়াতরুর মৃদুল পৃথুল দ্যোতনা

ছলনার ছায়াতরু সেজেছে সৃষ্টির তরুতে

আজ শুধু ধারাস্নান নীরব বিবশ মরুতে

পরতে পরতে শুধু অম্লান অযুত ঝরনা

আসান ভাসান হবে আসন্ন প্রসন্ন-বরণা

বর্ষার কল্যাণে , কাঙ্ক্ষিত নিশীথ জাগো হে

মধুর মেদুর সুখ এই খুশ -নসীবের আবহে ,

 বৃষ্টির মধু-ধারা সমস্ত সৃষ্টির পালিকা

হাসছে নাচছে দ্যাখো শ্যামল কাজল বালিকা ।

চিকণ আলো - মিলি দাস || Chikan Alo - Mili das || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 চিকণ আলো

      মিলি দাস


স্লেট পেন্সিলে যদি ঘুণধরা বর্ণহীন

আগুনের গায়ে

আদর লিখে দিই ,

তোমার রাষ্ট্রের কোন 

শিরা উপশিরাতে  

কি পদ্ম ফুল জন্ম নেবে?

কৃষিকাজের পর আল্পনা আঁকি গোয়াল ঘরে,

শিকারীর রতিসুখের বিদ্রোহের পর

চিকণ আলো এসে পড়লে

তুমি হাতের তালু প্রসারিত করে বলো এই তো আমার আকাশ অঙ্গ,

বিষণ্ণতায় আলোর অভীপ্সা

বাঁচার মত অরণ্য মন,

তুমি শাপলা ফোটাও অন্ধকারে।

মহাপ্রস্থানের পথে - আনন্দ গোপাল গরাই || Mahaprasthaner Pathe - Ananda Gopal garai || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

    মহাপ্রস্থানের পথে

      আনন্দ গোপাল গরাই



স্মৃতির গ্যালারি থেকে একে একে মুছে যাচ্ছে

একটা একটা করে ছবি

পোকায় কেটে দিচ্ছে বহুযত্নে সংরক্ষিত

মনের অ্যলবাম -- ধূসর বিবর্ণ সব!

দিন দিন শেষ হয়ে আসছে মগজের ব্যালান্স

কিছুদিন পরে হয়ে যাবে নিল

ফেল হবে রিচার্জও

অকেজো হয়ে যাবে ব্যাটারি

চেঞ্জ করলেও সেট হবে না পুরোনো সেটে।

ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে সবকিছু

তারপর ব্রেনডেথ

আই সি ইউ-তে থেকে

আবছা আলো আঁধারে চিনে নেওয়া 

মহাপ্রস্থানের পথ!

শিক্ষাগুরু - অভিজিৎ দত্ত || Sikhha guru - Avijit Dutta || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

  শিক্ষাগুরু

  অভিজিৎ দত্ত



শিক্ষাগুরু,তুমিই আমার ভিত

তুমিই আমার জীবনের প্রেরণা

তোমার আর্শীবাদ ছাড়া কিছুতেই

প্রকৃত মানুষ হতে পারতাম না।


শিক্ষাগুরু,তোমার কাছেই পেয়েছিলাম 

দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা

যেগুলি ছাড়া কখনোই প্রকৃত

মানুষ হওয়া যায় না।


শিক্ষাগুরু,তুমিই প্রথম বুঝিয়েছো

এই পৃথিবীতে মানুষ সবাই সমান

কৃত্রিম ভেদাভেদ, ধর্মান্ধতা

লোভ, হিংসা ও স্বার্থপরতা

মানুষকে করেছে পশুর সমান।


শিক্ষাগুরু,তোমার কাছে শিক্ষা

মানবতার পাঠ

যেটা ছাড়া দুনিয়াই 

বেঁচে থেকে কী লাভ?


সবশেষে শিক্ষাগুরু শিখিয়েছিলে

জীবনে ভালো মানুষ হতে

যেটা ছাড়া জীবনের কোন মূল্য আছে?


তবু ইতিহাস - লালন চাঁদ || Tabu itihas - Lalan Chand || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 তবু ইতিহাস

       লালন চাঁদ 


শূন্য প্রান্তর থেকে ফিরে আসি

শূন্য জীবন অনাদর

তবু আছড়ে পড়ে মায়া। 

জরা ব্যাধি ক্ষণজন্মা ।

                      

তবু কথা গড়ি

হেলায় ভালোবাসা পুঁতে রাখি উঠোনের আলপনায় ।


বিছানো নদী হয়ে ভাসে জীবন

খোলা আকাশ

হাওয়া শনশন

শিশির টুপটাপ। হাল্কা রোদ মিছিল।

বিলম্বিত অকাল বোধন ।


তবু শুনি জীবনের গান 

পোয়াতি ফসলের সুবাস 

জীবনের মাঝে মৃত্যু।

বিসর্জনে তার মহতী পরিনাম ।

তুমি মেয়ে , মা আর প্রেমিকা - অসীম কুমার সমাদ্দার || Tumi meiye, maa aar premika - Asim Kumar Samadar || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

তুমি মেয়ে , মা আর প্রেমিকা

                অসীম কুমার সমাদ্দার



তুমি নারী , পর্দানসিনা , কোন অধিকার নেই প্রয়োগে 

খড়ির গন্ডি মেনে নাও , মাতবে না কোন হুজুগে 

শৈশবে খেলা ছিল রান্নাবাটি আর পুতুল-বিয়ের সাজ

যুবতী আর জননী হয়ে নিয়েছো সারা দুনিয়ার কাজ

সমাজপতির বিধান তোমায় বারবার করে আহত

সুস্থ জীবন ধ্বংস করে ছন্দ হয়েছে ব্যাহত

যারা ঠেলে দিল পিছনে সন্ধ্যারতির আগে 

বজ্রকঠিন রূপ দেখে শয়তানেরা ভাগে

পৃথিবীর সব সৃষ্টিতে ছিলে সকলের অগ্রভাগে 

ভিঞ্চির মোনালিসায় বা অসুর নিধনে তোমার স্পর্শ লাগে ,

সংস্কার আর বিধিনিষেধের বেড়াজাল ভেঙে ফেলে

এগিয়ে গিয়েছো বহুদূর তুমি প্রসারিত ডানা মেলে

অনাহারে অনিদ্রায় কাটিয়েছো বহু রাত

সব লড়াইয়েই জিতে করেছো বাজিমাত

তুমি মেয়ে ,মা আর প্রেমিকা হয়ে থাকো সবার পাশে 

অশুভর বিসর্জনে রয়েছো শুভর কাছে ।



Thursday, October 26, 2023

শরত - প্রদীপ ভট্টাচার্য || Sarat - Pradeep Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

শরত

 প্রদীপ ভট্টাচার্য


শরতের পিঠে চড়ে

আকাশে চাঁদ উঠেছে।

বেলা শেষে প্রথম প্রেমে

হাঁসছে ষোলকলায় -------


আজ থাকবে সারারাত

ভোরের গ্রীবায়, শিশিরের শব্দে

বৃষ্টির গান বাজবে ,টুপ্ টাপ্।


শিউলি তলায় পড়ন্ত ফুলগুলো

মৃত্তিকাকে বরণ করবে মালায়।

তারপর বসন্তক্ষণ আসবে, সন্ধিক্ষণে

শান্ত সমীরণে ;পাশে দাঁড়াবে সকাল।

প্রেমিক জন্মে - তুষার ভট্টাচাৰ্য || Premik Jonme - Tusar Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 প্রেমিক জন্মে

          তুষার ভট্টাচাৰ্য



দেখেছি এই ধুলোমাটি মাখা প্রেমিক জন্মে

ভালবাসার কোনও জয় নেই

পরাজয় নেই ;

ভালবেসে পেয়েছি শুধুই বৈষ্ণবীর

দু'চোখভরা অশ্রুর অভিমান

উপহার ;

তবু হৃদয়ের বাতিঘরে বাঁধিয়ে রেখেছি

 গালে টোল পড়া শ্যামল বৈষ্ণবীর

টলটলে মুখের ছবি জীবন ।

পারি - সুশান্ত সেন || Pari - Susanta sen || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 পারি

সুশান্ত সেন



মূল্যবান সময়ের অপচয়ে

রয়ে সয়ে

চিতাবাঘ উঠে পড়ল খাটে

আদ্য শ্রাদ্ধ শুরু হল ঘাটে ঘাটে।


কে আবার ভাসিয়ে দেবে তরী

কে ভালো রাধে চচ্চড়ি 

খুঁজে খুঁজে চলে যাবে বেলা

তুই কি পড়ে থাকবি ঘাটে , একেলা ?


কর গোছগাছ

জাল ফেলে ধর মাছ

দেখা যাক কে করে 

         পরের ধনে পোদ্দারী

তোমার সাথে কি টক্কর দিতে পারি।

নদীর সাথে আশ-নাই - অঞ্জন বল || Nodir Shathe aash nai - Anjan Bal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 নদীর সাথে আশ-নাই             

         অঞ্জন বল



নদীর সাথে আশ-নাই সেই তখন থেকেই --- ডুবে যাওয়া শেষ বেলায় নদী যখন ঘরে ফেরে নক্ষত্রের ঘুলঘুলি দিয়ে আকাশ দেখে ,চাঁদের জ্যোৎস্নায় ঝিকিমিকি নদীর বুকে কানাকানি শুনতে পাবে কুলুকুলু ... শব্দ , ভালোবাসার কত কথা -- সে এক আদি অন্ত কথা। 



অরণ্য তপোবন ছিলনা যখন বনানীর সৃষ্ট ফাঁদে লতা গুল্ম হিজল করচ ছায়াবৃক্ষ চাঁদোয়ার বনে নদী যখন আড়াল খুঁজে উলঙ্গ হয় ,

অন্ধকার জড়িয়ে নেয় তাকে,

নদীর সাথে আশ-নাই তখন থেকেই

--- সে এক আদি অন্ত কথা ।


যদি কোনো এক সাঁঝে দেখা হয় কোপাইয়ের সাথে ,

জীর্ণ শীর্ণকায় নদী শাল সেগুনের ধূসর ছায়ায় মাটি ধুয়ে নেমে গেছে খোয়া ভরা পথে , দিনান্তে কবি রেখে গেছে সাধ একতারা সুরে নদীর সাথে আশ-নাই তখন থেকেই -- সে এক আদি অন্ত কথা । 



কোনো একদিন নিভু নিভু আবছা আলোতে পালক ভেজেনা এমন একটি নদীর শীতল ওম নিয়ে ফিরে গেছে রক্তিম বিকেল পলাশের ওড়নায় মুখ ঢেকে , স্তিমিত নিশ্চল নদী পাল তুলে বয়ে গেছে যামিনীর অভিসারে করতোয়া বুকে , নদীর সাথে আশ-নাই সেই তখন থেকেই  


-- সে এক আদি অন্ত কথা ।

দূরত্ব - ভুবনেশ্বর মন্ডল || Durotta - Bhubaneswar mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

        দূরত্ব

          ভুবনেশ্বর মন্ডল



       কাছে যাবো বললেই যাওয়া যায় না

       মনে হয় ছুঁয়ে ফেলেছি দূরের পাহাড়

               কিন্তু দূরত্ব তো কম নয়

পাহাড়ের নীলে আবেশ আছে আছে মায়া হাতছানি

                সুন্দর ও দাঁড়ায় নীলিমা জুড়ে

           মুগ্ধতার সিঁড়ি ভেঙে নেমে যাই অতলে

কিন্তু দেখি সেখানে শুধু মানুষের কঙ্কাল

মেদ মাংস লাবণ্য-নদী মিথ্যা মরীচিকা

দেখি মানুষ দাঁড়িয়ে আছে মানুষ জন্ম ছুঁয়ে

                এর বেশি কিছু নয়

সম্পর্কের বাকল খসে পড়ে টুপটাপ বৃত্তময় রাতে

তাই কাছে যাবো বললেই যাওয়া যায় না

                 দূরত্ব তো কম নয়

হয়তো কখনো পাশাপাশি কিন্তু সমান্তরাল

                কোথাও জংশন নেই

জংশন না থাকাই হয়তো আমাদের নিয়তি !

সৌম্য-শান্তির জিয়াফত - বেদুইন পথিক || Soumya Santi Jiyafat - Beduin Pothik || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 সৌম্য-শান্তির জিয়াফত

           বেদুইন পথিক



অভ্রংলিহ চির বিদ্রোহিনীর বিজয় কেতন উড়ে পতপত

বাজে বৈজয়ন্তীর করতাল, সন্ধ্যের আকাশ সাজে আবিরে

মা এলেন বুঝি? দশভুজা মা! নিয়ে সৌম্য-শান্তির জিয়াফত

রণরঙ্গিণী মূরতি তার- আঁকা যতো দুষ্ট মতির মানস তসবিরে

শিষ্টের প্রেমে প্রেমদুর্মদ মা, আকুল তিয়াসে তার পিয়াসী মন

গাহেন মানব প্রীতির স্তোত্র তিনি, পরাস্ত করি সকল অনাচার

পরার্থেই তাহার শুভ্র শরতে এমন ঘন অভ্র-আবির বেশ-বসন

শাসন-ত্রাসন সংহার- এ যে সবি তার অসুরবিনাসী যজ্ঞাচার।

আকাশ ছুঁয়ে - পলাশ পোড়েল || Akash Chuye - Palash Porel || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আকাশ ছুঁয়ে

পলাশ পোড়েল 



বৃষ্টি নামে থইথই আকাশে 

মন খারাপ করলে 

আষাঢ়ের কাছ থেকে কিছু স্মৃতি 

ধার নেওয়া যায় ;

নেবো , আবার ফিরিয়ে দেবো ,

গোপনে গোপনে শিরায় শিরায় 

জ্বালাবো , আবার নিভিয়ে দেবো ; 

সহমত হচ্ছিলো মেঘ ....

এতটুকু বুকের জমি , 

তাতে কতো বড়ো স্বপ্ন 

মরি হায় ... 

ছড়িয়ে গেল টাপুর টুপুর ! 

উৎসবের রাত জেগে ওঠে 

লোহার বাসরে 

রাস্তা ভাসছে সর্বনাশে , 

সর্বনাশ বেহুলার 

তবু বুকের বিস্তারে কতো

নষ্ট দিন , শোকতর্পণ ।