Monday, October 30, 2023

এইতো এবার কাব্য ফুটুক - রবীন প্রামাণিক || Eito ebar kabbo futuk - Robin Pramanik || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 এইতো এবার কাব্য ফুটুক

          রবীন প্রামাণিক 


একটু করে খুললো কপাট আসলো আলোর রেখা

উঠছে জেগে জীবন কলি পাবো এবার দেখা!


মনের আশায় চেয়ে আছি ঈশ্বান কোনের পাছে

ফুটবে আলো উঠবে বাতাস আসবে প্রাণের কাছে।


দুরন্ত সেই বাতাস কখন করবে লুটোপুটি 

কাশের মাঠে শিউলি তলে কতই না খুনসুটি!


সাদা মেঘের ওড়াউড়ি আকাশ ভরা ছুটি 

কোথায় কখন যায় যে ছুটে মৌমাছিদের জুটি ।


পদ্মবনে বক্ষ ভরা প্রেমের ছোঁয়া চলে 

স্নিগ্ধ শীতল স্পর্শ নিয়ে ফোটে দিঘির জলে ।


দেশ বিদেশে বার্তা দিলাম মেঘের বুকে দিয়ে 

ঘরে ফেরার এই নিমন্ত্রণ দিলাম আশা নিয়ে ।


এইতো তুমি আসবে বলে তোমায় পাবার ছলে

মেধা-মন আর পৌরুষ ছেনে যুক্ত করি দলে ।


এই তৌ তুমি কাব্য আমার জন্ম জন্ম ধরে

বাজাও বাঁশি নতুন করে রাখো জীবন ভরে ।

Sunday, October 29, 2023

দৃঢ় আবদার - বিদিশা চক্রবর্ত্তী || Dridho Aabdar - Bidisha Chakraborty || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 দৃঢ় আবদার

     বিদিশা চক্রবর্ত্তী 


চাঁদের আলো, নদীর পাড়,

ঝিকিমিকি হীরে ছড়ানো আকাশ -

বড্ড কাব্যিক উপস্থাপনা মনের মরীচিকার।

সঙ্গটা হোক অমাবস্যার ঘন তমসাময় রাতে;

কিংবা নির্জন, শুনশান দীর্ঘ পথে; অথবা,

কোনো শ্মশানের কাছ ঘেঁষা গভীর বনে।

প্রতিশ্রুতির ঠুনকো অভিনয় নয়,

হোক প্রবীণতার ছোঁয়ায় সম্পর্কের প্রতিস্থাপন।

জমকালো সাজপোশাকের আড়াল ছেড়ে

স্বচ্ছ, কোমল আসল রূপের অন্তর্দর্পণে চোখাচুখি।

হারিয়ে যাওয়ার প্রহসন নাটকের

হোক পুরু যবনিকা পতন।

দৃষ্টি যাক যেদিকেই চিন্তন, মননে

অদ্বিতীয়ার চরাচর স্থায়ী হোক।

আনন্দের ঝর্ণায় গা ভাসানোর বদলে

জনজোয়ারের স্রোতে মুঠোয় দৃঢ় হাত।

শত ব্যস্ততার মাঝে একটু খোঁজখবর,

ভুল বোঝাবুঝির প্রাচীর ভেঙে ছন্দমিল।

অনেক সুন্দরের ভীড়ে মন জুড়ে থাক এক।

নিঃস্বার্থ, নিস্পাপ সম্পর্ক জন্ম জন্মান্তর

মনের টান থাকুক অমরত্বের বাঁধনে।

কেন তুমি - দীপক বসু || Keno tumi - Dipak Basu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 কেন তুমি

          দীপক বসু


কেন তুমি এত চঞ্চল হয়ে ওঠো

হৃদয় কে বিলিয়ে দাও যথা তথা

মাটিকে কেন ভালোবাসো

নদীকে মন দিয়ে দাও সকালে

সবুজ জড়িয়ে ধরো কাছে

আকাশকে বলো তোমাকেও আমি ভালোবাসি বড়!

তুমি পাখি ডাকো বুলবুলি টিয়ে

ঘাসের বুকে খুব গোপনে হাত বুলাও 

এ সব ভালো বাসা তুমি আমাকে দাও না কেন

দুহাত ভরে!

তুমি আমাকে দাওনা কেন

একটু হাসি 

কিছু কথা

 মন টাকে দিয়ে!

আমি তো নষ্ট করিনা কিছু

দেয়নি তোমার কিছু ফেলে!

আয়রে তোরা জলদিরে - বিজন বেপারী || Aire tora Joldire - Bijan Bepari || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আয়রে তোরা জলদিরে

    বিজন বেপারী


মেঘ রোদ্দুরের লুকোচুরি

এমন ছবির নেইতো জুড়ি

কী যে মধুর খেলা,

ঘোড়ার বেগে ছুটছে কে সে

রাজা রাণী নায়ের বেশে

শুভ্র মেঘের ভেলা।


নদীর দুকূল শান্ত অতি

মাঝ খানেতে চপল মতি

বাড়ায় মায়া চোখে,

বলি তাকে ওহে নদী

আমার যদি বন্ধু হতি

কে বা তাকে রোখে?


শরৎ আকাশ শিউলী তলে

ফুল কুড়িয়ে মালা গলে

দুগ্গা মায়ের মন্দিরে,

কাশের বনে খুশির জোয়ার

আজকে বিকেল নয়তো শোয়ার

আয়রে তোরা জলদিরে।

সম্পর্ক - বীরেন্দ্র নাথ মহাপাত্র || Somporko - Birendra Nath Mohapatra || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

           সম্পর্ক 

                 বীরেন্দ্র নাথ মহাপাত্র



                  নদী সাথে মোদের

                 তিন পুরুষের সম্পর্ক ,

                  চলা ,বসা, দেহ ,মনের

                       নাড়ীর সাথে যুক্ত । 


                     নদী ধারে চাষবাস 

                   সাথে রয়েছে মাছধরা,

               জলে যেন ওর পাই সুবাস

               ও - যেন মোদের বসুন্ধরা ।


               রাগলে কিন্তু ভয়াবহ 

                 লাগে তার রূপ,

                জীবন তখন হয় দুঃসহ

                  ঠিকানা আনে উঁচু স্তূপ । 


                বাস্তু হারা হলাম সবাই 

           খাওয়া, পরা,সন্ধান অজানা,

             মনে হয় যেন কোথায় পালাই

            ভিটে দেবী বলে কাছে থাক না ।


            ঊর্বরা ভূমি নদী,গড়ে তোলে

             ফিরিয়ে দেয় ফসলে সোনা,

           হারিয়ে যাওয়া স্বপ্ন যাই ভুলে 

             মা,মাটির সম্পর্ক আছে জানা ।

মন বিবাগী - দীপঙ্কর বেরা || Mon bibagi - Dipankar bera || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মন বিবাগী

দীপঙ্কর বেরা


বাতাসে তার উড়নচণ্ডী মেঘ বিকেলের চলাফেরা

বিবাগী হয় ঘর ছাড়া সুখ ফেরারি মন স্বপ্ন ঘেরা।

আছড়ে পড়া ঢেউয়ের তালে চর জেগেছে বুকের মাঝে

রঙ জীবনের এইটুকু পথ খুঁজছে পীরিত সকাল সাঁঝে।

ও পাখি তোর বাসা ফেলে চললি কোথায় দূর সীমানা

আকাশ বড়ো মাটির মোহ করছে কে আর নিষেধ মানা?

খুব কাছে নয় পথ চলা পথ লক্ষ্য পূরণ যাওয়া আসা

বিচিত্র তার রূপ গভীরে আছে যত ভালোবাসা।

ভোরের দোয়েল শালিক - তুষার ভট্টাচাৰ্য || Vorer doyel pakhi - Tusar Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 ভোরের দোয়েল শালিক

                তুষার ভট্টাচাৰ্য


যারা বেঁচে আছে হলুদ কাঁসার থালার মতন

জোছনা আলোর স্বপ্ন বুনে চোখে,

তারা কোনওদিন খড়কুটোর মতন

ভেসে যাবে না

নদীর বান বন্যায় জলস্রোতে

পলিমাটির ঘ্রাণ নিয়ে তারা নতুন ঘর বাঁধবেই ;

তাদের নিকোনো মাটির উঠোন জুড়ে

রুপোলি রোদ্দুরে ভিজে খেলা করবে

ভোরের দোয়েল, শালিক l

শিক্ষা অর্জন করলাম - রঞ্জিত বিশ্বাস || Sikhha Orjan korlam - Ranjit Biswas || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 শিক্ষা অর্জন করলাম 

 রঞ্জিত বিশ্বাস




সেদিন রাত্রি দশটা নাগাদ ,দেখেছি ভুতের খেল 

এক লাফে সে গাছে উঠে ,গিলে খেলো নারকেল।


গাছের থেকে নেমে মাখলো গায়ে জল বিছুটি

চোখে ঢুকিয়ে এক কঞ্চি ,বের করলো পিচুটি।


ভীত হয়ে বীর হনুমান ডাকলো জোরে হুপ হুপ

মেজাজ হারিয়ে ভুত বললো সাইলেন্ট থাকবি চুপ, চুপ।


বীর হনুমান বললো তখন,ওরে কোকিল, পেঁচা

বাঁচতে চাইলে সবাই মিলে ভীষণ জোরে চেঁচা।


এই কথাতে ক্ষুব্ধ ভুত আর বাঁচিয়ে কি রাখে ?

ব্যাকসট মেরে বেচারিকে পৌঁছে দেয় ইরাকে ।


তবু ভুতের রাগ মেটেনি,হয় নি একটু খুশি

তেঁতুল গাছের ভাঙলো গুঁড়ি,মেরে একটা ঘুশি।


হঠাৎ দেখি আমার পানে ভুত আছে তাকিয়ে

তেড়ে এসে কিছু কথা বললো চোখ পাকিয়ে।


"খাবো আমি আরাম করে তোর রক্ত গুছিয়ে 

পড়ার সময় ঘুমানোর রোগ দেব আজ ঘুচিয়ে।"


সত্যি বলছি সেদিন হলো অনেক শিক্ষা অর্জন

পড়ার সময় ঘুমের চিন্তা করেছি তাই বর্জন।

Saturday, October 28, 2023

নদীকথা - দিবাকর মণ্ডল || Nodikotha - Dibakar Mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 নদীকথা

         দিবাকর মণ্ডল


আবার এলাম ফিরে নদীটির কাছে...

মজা দহ, দুই তীরে ধূপধূপি বালি

এখানেই ডুবেছিল শবরীবালার যত আশা...

সজনে ডালের মতো ভেঙেছিল কিশোরীর বুনো ভালোবাসা।

কামধেনু চরেছিল এরই দুই তীরে

আড়বাঁশি বেজেছিল ভরা জ্যোৎস্নায়

তারপর হা-রাই বলে কেঁদেছিল যশোদাদুলাল।

বনো শালিখের ঝাঁক এখানেই একদিন লীন হয়েছিল,

শাঁখচিল গেয়েছিল করুণ বেহাগ।

মাদল ধিতাং নাচে গম্ভীর সিং মুড়া নেচেছিল ছৌনাচ আসরে।

সে নদী এখন মৃত, মমিময়...

মিশরীয় সভ্যতাই জানে।

মাঝদরিয়া - রথীন পার্থ মণ্ডল || Majhdoria - Rothin Partha mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মাঝদরিয়া

      রথীন পার্থ মণ্ডল



রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ

তোমার ভালোবাসা মাখা হাতের স্পর্শে

একদিন ভেঙেছিল ঘুম।

ঘুম ঘুম চোখে দেখেছিলাম 

তারাদের আনাগোনা,

তুমি তো ছিলে আমারই পাশে

হাতে হাত রেখে... 

দমকা হাওয়ায় নিভে গেল সব

অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে 

মাঝদরিয়ায় ভেসে চলি

কিনারার খোঁজে।

ভাঙাচোরা কবিতা - পলাশ পোড়েল || Vanga chora Kobita - Palash Porel || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 ভাঙাচোরা কবিতা

        পলাশ পোড়েল


বাউণ্ডুলে ভালোবাসা নেমে আসে একা একা

ভিজে যায় রোজ রোজ কিশোরী শ্রাবণে, 

বিষাদ এল অজানা দু'মুঠো বালি উড়িয়ে

বড় বেশি অভিমান রেখে যায় কথোপকথনে। 


অভিমানী চোখ মাঝে মাঝে কুল ভাসায়

উজানে একলা চিনেছি সবুজ বন, 

ভাঙে শস্য ভরা মাটি..... অবুঝ মন

ক্ষয়ে ক্ষয়ে পাল্টে যায় স্বপ্ন- বোনা জীবন। 


কখনো জেগে থাকে স্মৃতি মাটির বুকে

সোঁদা সোঁদা গন্ধ ছুঁয়ে জাগে জোছনা রাত, 

শুধু একবার দাঁড়াও আমাদের স্বজন ডাঙায়

দেখো ফুলে - ফলে - ফসলে ভরে যাবে হাত। 

আমার প্রেম - কাজল মৈত্র || Amar Prem - Kajal maitra || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আমার প্রেম

     কাজল মৈত্র 


আমার প্রেম পরের তরে

সাম্যের গান গায়

আমার প্রেম জীবন ভরে

বিদ্বেষ বিষ নেভায়

আমার প্রেম হৃদয় জুড়ে

ভালবাসা বিলায়

আমার প্রেম রক্তের দরে

পরিশ্রমই শেখায় ।

আমিই ইতিহাস - শুভজিৎ ব্যানার্জী || Amiy Itihas - Subhajit Banerjee || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আমিই ইতিহাস

       শুভজিৎ ব্যানার্জী



আমি ডাক শুনেছিলাম!

আমি পেয়েছিলাম তোমার পরিচয়, 

জেনেছিলাম তোমার নিদারুণ সংগ্রামের খবর,

রেখেছিলাম তোমার ক্রুদ্ধ চোখে চোখ।

আমি ডাক শুনেছিলাম!


আমার কাছে অসম্ভবের সম্ভাব্য সতর্কতা ছিল,

আমার কাছে আরো ছিল পরাজয়ের আশংকা,

পিছু ডেকে ভয় বলেছিল আমায় শিয়রে শমন ,

মনের কোথাও হয়তো অন্ধ সাহস ছিল।

আমার কাছে অসম্ভবের সম্ভাব্য সতর্কতা ছিল!


আমার না ছিল জেতার তাগিদ না ছিল হারের ভয়, 

আমি বিশ্বাসে বিশ্বাসী, 

আমি প্রত্যয়ের প্রত্যাশী,

আমি গর্বিত অহংকার,

আমি আমার নিজের প্রতিদ্বন্দ্বী,

আমার না ছিল জেতার তাগিদ না ছিল হারের ভয়!


ইতিহাস লেখা হয়েছিল আমার জন্য,

লেখা হয়েছিল আমার প্রতিটা সংগ্রাম,

থামার আগে ভুলেছি থামতে,

শুরুর আগেই সৃষ্টি করেছি,

বোঝার আগে তত্ত্ব করেছি তৈরী,

জেতার আগেই পড়েছি জয়মাল্য,

ইতিহাস লেখা হয়েছিল আমার জন্য!



(প্রথম গুহামানবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ)