বাংলা সহায়তা কেন্দ্রে ৩ হাজার শূন্যপদে নতুন কর্মী নিয়োগ নিয়োগ || WB BSK New Recruitment 2023 || BSK Recruitment 2023
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি পরিষেবা দেবার জন্য বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) শুরু করেছেন। আধার কার্ডের সংশোধন, আধার কার্ড তৈরি ছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প সহ অন্যান্য কাজের সুবিধা পাওয়র জন্য এই সংস্থার নির্মাণ। সাধারণ মানুষের সুবিধার্থে নতুন তিন হাজার কর্মী নিয়োগ এর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিষয় সূচীঃ-
রাজ্যে নতুন করে ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি
প্রায় ৩ হাজার শূন্যপদে BSK-তে কর্মী নিয়োগ
আধার কার্ডের সব কাজ
বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
রাজ্যে নতুন করে ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি
ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ডের কাজের অনুমোদন মিলেছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করতে চলেছে। তাই রাজ্যে আরো ১৪৬১ টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হতে চলেছে।
প্রায় ৩ হাজার শূন্যপদে BSK-তে কর্মী নিয়োগ হবে।
বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় মোট ৩৫৪১ টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। এই পরিমাণ বিএসকে তে মোট ৭১২০ জন পরিষেবা দেবার কাজে কর্মরত রয়েছেন। তবে রাজ্যে নতুন তৈরি হওয়া বাংলা সহায়তা কেন্দ্রের জন্য আরো ২৯২২ জন অর্থাৎ মোটামুটি ৩০০০ জন কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগের কথা তথ্য সূত্রে জানা গেছে।
আপনাকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৯ কোটি মানুষ উপকৃত হচ্ছে। বাংলা সহায়তা কেন্দ্রে সরকারি দপ্তরের মোট ৩২৩ টি পরিষেবা পাওয়া যায়।
আধার কার্ডের সব কাজ এখন থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আঁধার পরিষেবার বিষয়টি সংযুক্ত হলো। কেন্দ্র সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী পোস্ট অফিসের মাধ্যমে ৫০ টাকার বিনিময়ে আধার কার্ডের সংশোধন করা হচ্ছে। তবে সেখানে প্রচুর লাইন (ভিড়) এবং পরিষেবা সঠিকভাবে না পাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে এমন অনেক সংস্থা রয়েছে যারা আধার কার্ডের কাজ করিয়ে দেওয়ার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত টাকা চার্জ করছে।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নোটিশ নাম্বার :- 130-PAR(BSK)/BSK-57/2022(PT-II)
পদের নাম :-
ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
নিয়োগকারী সংস্থা :-
বাংলা সহায়তা কেন্দ্র (BSK)
শিক্ষাগত যোগ্যতা :-
উচ্চ-মাধ্যমিক পাশ এবং সাথে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলে আবেদন করার সুযোগ পাবেন|
শূন্যপদ :-
মোট ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রে ২ জন করে মোট ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
বয়সসীমা :-
বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে । সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
বেতন :-
প্রতি মাসে ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি :-
প্রথমে হবে ইন্টারভিউ তারপর কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |
আবেদন পদ্ধতি :-
শুধু মাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগ স্থান :-
পশ্চিমবঙ্গের বিভিন্ন নতুন বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করানো হবে | রাজ্যে বেশির ভাগ পঞ্চায়েত দপ্তরে নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে, তাই বেশির ভাগ শূন্যপদ থাকবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসের অধীনে |
বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে প্রায় ৩০০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে জানিয়ে দেবো।
Important Links:-
Official Notice :-
BSK List :-
Website Link :-
______________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments