প্রেম ভালোবাসার বিচ্ছেদ - তন্ময় সাহা || কবিতা || Poetry || Poems
প্রেম ভালোবাসার বিচ্ছেদ
তন্ময় সাহা
খবরের কাগজে বিজ্ঞাপন,
হারিয়ে গেছে প্রেম।
বাসি খাবার সতেজ রাখতে
যেমন ফ্রিজে তুলে রাখা হয়।
তেমনই ভালোবাসাটাও আজ
তুলে রাখা রয়েছে কাঠগড়ায়।
কোনো সুরঙ্গ নেই, পথটাও বন্ধ
বিল্ডিংয়ের ঠাসাঠাসিতে।
প্রেম আর আসবে না।
এবার খবরের কাগজে বিজ্ঞাপন―
আদালতের রায়ে ফাঁসি ভালোবাসার।
Comments