জোৎস্না রাতে - বাপী নাগ || কবিতা || Poetry || Poems

 জোৎস্না রাতে

    বাপী নাগ 


এই নিঝুম জোৎস্না রাতে

ছিলে তুমি পাশে।

রেখে ছিলে তুমি জড়িয়ে

ছিলে তুমি মিশে।


তোমার ভালোবাসায় ছিল

আমার এ জীবনে।

রূপালী চাঁদের এই আলো

দেখেছি যে দুজনে।


আজও যে আশায় আছি

দেখব যে তোমায়।

রুপালি ঐ চাঁদের আলো

দেখবো দুজনায়।


তোমার ভালোবাসা আজ

পেতে আমি চাই।

জীবনে তোমার কাছ থেকে 

কত যে সুখ পাই।


রূপালী চাঁদের ঐ সৌন্দর্য

পছন্দ আমি করি।

থাকবে তুমি আমার পাশে

আমার যে অপ্সরী।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024