Monday, February 27, 2023

শিক্ষা - চৈতালী বসাক || কবিতা || Poetry || Poems

 শিক্ষা

চৈতালী বসাক


শিক্ষা জাতীর মেরুদন্ড

এই কথাটি জানি

শিক্ষাকে তাই জীবনের 

মূলমন্ত্ৰ মানি ''


শিক্ষা মানে শুধুই তো নয়

নম্বরের ঘনঘটা

শিক্ষা করে মানব জাতির

আলোকিত মনিকোঠা ৷


শিক্ষা মোদের বাঁচতে শেখায়

পথকে করে সচল

বোধহীন দের বুদ্ধি জোগায়

ভবিষ্যৎ কে করে উজ্জ্বল


আগের দিনে গুরুর কথাই

ছিল যে বেদবাক্য

বর্তমানে নেতানেত্রী 

এই গুরুদেরই করে কটাক্ষ


বেশি বেশি নম্বর দাও

বাড়াও স্বাক্ষরতা

প্রতিযোগীতায় নামবে তারা

এটাই মূল বার্তা' 


বর্তমানে শিক্ষা নিয়ে

চলছে ছিনিবিনি

মানব জাতির মেরুদন্ড

শেষ হবে তা জানি '


যুব সমাজের কি হাল হবে

ভাবছে না কেউ মোটে

শিক্ষাকে করছে জবাই

দুবেলা হাঁড়ি কাঠে '


নম্বরের পাহাড় নিয়ে

ছুটবে দ্বারে দ্বারে

কিছুই তাদের জুটবে নাকো

 ফিরবে না সুখ ঘরে ৷


সমাজ এবার ডুববে দেখো 

অন্ধকারের ক্রোড়ে

আমরা আবার ফিরে যাবো

আদিমের তরে ৷



No comments: