শহিদমিনার - সোহেল রানা || কবিতা || Poetry || Poems
শহিদমিনার
সোহেল রানা
রক্তে রাঙানো বুক!
যেনো সূর্যের নির্মলতর রূপ,
সহস্র প্রাণের উদীপ্ত মুখ।
প্রতীক্ষার প্রহরে - বাগানের ফুল,
হৃদপিঞ্জর.. চন্দনকাঠের চিতায় দাউ দাউ জ্বলছে!
আকাশ গহীন অন্ধকারে!
নক্ষত্র শোকে বিবর্ণ! মোমবাতির ঝড়োকান্না এবড়োখেবড়ো শিখায় জ্বলছে!
সেই আগুন ঢেলে দেবে!
কখন রাত্রির মধ্যপ্রহর অতিক্রম করবে
ভোর;
আকাশে রক্তের গন্ধ!
ধূসর ডানার চিল এলোমেলো মাতালের মতো!
বাতাসে করুণ স্পন্দন ধ্বনিত-প্রতিধ্বনিত -
শান্ত সাগরে অশান্ত ঢেউ : রক্তস্রোতে দাঁড়িয়ে মা
আর পাহাড়-শূন্যতায় খাঁ খাঁ হৃদয়ে - বাবা!
আর প্রেয়সীর শীতে ভেজা কানাকুয়ার চোখ!
যেমন বেত ঝোপের শীষে ডুবায় আটকা-পড়া কানাকুয়া!
আর বোনের চোখে অগ্নিশিখা - ধুলো বাষ্প হয়ে উড়ছে!
আর ভাইয়ের বুকে বিদ্ধ বুলেটে সহোদরদের হৃদয় খান খান!
তাই, কপালে কাফনের কাপড় বাঁধা - রক্তাভা!
বুকে কালো ব্যাচ!
Comments