একসাথে,এক পথে - তাপস বাবু || গল্প - Story || ছোটগল্প - Short story
একসাথে,এক পথে
তাপস বাবু
ঐ যে আর দুজন চলেছে মরুভূমির মাঝ দিয়ে। গন্তব্য হিঙলাজ মাতার মন্দির।একে একে সবাই মরে গেছে এ পথে। কিন্তু ওরা থেমে থাকে নি।ওরা চলেছে একেঅপরের শক্তিকে বড় নিয়ে,একে অপরের ভালোবাসাকে বহন করে,একে অপরের প্রতি টানকে নিয়ে।একে অপরের প্রতি বৈবাহিক সম্পর্ক কে আগলে।আসলে ওরা দম্পতি।গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু জল। কিন্তু জোটে নি।এই বিশাল মরুভূমিতে জলের সন্ধান যে মেলেনি। ওরা আর পাচ্ছে না।ঐ যে পড়ে গেল লোকটা।"জল রেবা জল"অস্ফুট স্বরে কাতর আবেদন লোকটার।রেবারো শরীরের শক্তি শেষ।তার মৃত্যুও আসন্ন ও অবধারিত।তার বুকোও ফেটে যাচ্ছে এক বিন্দু জলের আশায়। তবুও সে সেই অবস্থায় স্বামীর মাথাটা কোলে তুলে নিয়ে তার মুখের উপর ঝুঁকে কান্নায় ভেঙে পড়ল।আর ঐ যে ওর কান্নার দুফোঁটা জল স্বামীর মুখে পড়েছে।শেষ মুহূর্তে কিছুক্ষণের জন্য স্বামীকে নিজের কাছে আগলে রাখা পৃথিবী ছেড়ে যাবার আগেতার দেওয়া দুফোঁটা জলের বিনিময়ে। স্ত্রী হিসেবে স্বামীর কষ্টে পাশে দাঁড়ানো জীবনের অর্ধাঙ্গিনী রূপে ।ওই যে রেবা ঝুঁকে পড়লো স্বামীর মুখে।সে মারা গেল।আর ঐ যে রেবার স্বামী সেই দুফোঁটা কান্নার জলে রেবার মাথায় হাতটা রেখে চোখের পাতা বুঝলো।সেও মৃত। সুখী দম্পতির মতো মৃত্যু এক পথে ,একসাথে। কারুর মনে কারুর জন্য নেই দুঃখ বেঁচে থেকে।
Comments