Monday, February 27, 2023

মোরগ ও শেয়াল - বিজন বেপারী || কবিতা || Poetry || Poems

 মোরগ ও শেয়াল

বিজন বেপারী


মোরগ মশায় ফন্দি করে

ধরবে আজি শেয়াল,

চুপিচুপি জাল পেতেছে

রাখে অতি খেয়াল।


সঙ্গী তাহার হাতি গাধা

পাহারা দেয় দূরে,

হাতি নাকি শেয়ালকে ভাই

তুলে নেবে শূরে।


একদিন খুব সকাল বেলা

আসে শেয়াল চুপে,

একটা মোরগ নিয়ে খাবে

আশা বড় বুকে।


যেই না শেয়াল লাফ দিয়েছে

আটকা পরে জালে,

হাতি গাধা দৌড়ে এসে

পরে গিয়ে খালে।


মোরগেরা ঝাঁপিয়ে পরে

শেয়াল মামার ঘাড়ে,

আজকে শেয়াল ভেজা বেড়াল

মোরগেরা মারে।


কোনোমতে জানটা নিয়ে

পালিয়ে শেয়াল বাঁচে,

তওবা করে আর কোনদিন

যাবেনা মোরগ পাছে।

No comments: