Monday, February 27, 2023

এটি মধ্যবয়স্কা কবিতা - তৈমুর খান || কবিতা || Poetry || Poems

এটি মধ্যবয়স্কা কবিতা 


তৈমুর খান





একটি মধ্যবয়স্কা কবিতা প্রেমের গুঞ্জনের কাছে


 কান পেতে আছে



 চারিদিকে উত্তাল হইহল্লা


 ব্রিজ ভেঙে গেছে বিচ্ছিন্ন শহরে


 বন্দরে বন্দরে নিভে গেছে আলো


 রাতের শেষ ট্রাম চলে গেছে



 এই রাস্তা তবুও বিমোহিনী


 অন্ধকারে শুয়ে আছে সমস্ত পোশাক খুলে


 কাকে ডাকে রোজ? কাকে চায়?


 ধূসর সম্পর্কের কাছে যৌবনের লেনদেন


 অন্ধকার হয়ে গেলে


 স্মৃতির সরণি বেয়ে ভেসে গেছে স্বপ্নের লাশ



 গুঞ্জন কেন তবে আসে?


 আঙুলে জাদু নেই আর


 বহুদূর ঝাপসা রাস্তায় পড়ে আছে ডাক


 মরচে ধরা জ্যোৎস্নাও বিপন্ন জগৎ



No comments: