এটি মধ্যবয়স্কা কবিতা - তৈমুর খান || কবিতা || Poetry || Poems
এটি মধ্যবয়স্কা কবিতা
তৈমুর খান
একটি মধ্যবয়স্কা কবিতা প্রেমের গুঞ্জনের কাছে
কান পেতে আছে
চারিদিকে উত্তাল হইহল্লা
ব্রিজ ভেঙে গেছে বিচ্ছিন্ন শহরে
বন্দরে বন্দরে নিভে গেছে আলো
রাতের শেষ ট্রাম চলে গেছে
এই রাস্তা তবুও বিমোহিনী
অন্ধকারে শুয়ে আছে সমস্ত পোশাক খুলে
কাকে ডাকে রোজ? কাকে চায়?
ধূসর সম্পর্কের কাছে যৌবনের লেনদেন
অন্ধকার হয়ে গেলে
স্মৃতির সরণি বেয়ে ভেসে গেছে স্বপ্নের লাশ
গুঞ্জন কেন তবে আসে?
আঙুলে জাদু নেই আর
বহুদূর ঝাপসা রাস্তায় পড়ে আছে ডাক
মরচে ধরা জ্যোৎস্নাও বিপন্ন জগৎ
Comments