আমি - সত্যেন্দ্রনাথ পাইন || কবিতা || Poetry || Poems
আমি
সত্যেন্দ্রনাথ পাইন
আমি দুমড়ে মুচড়ে ভক্ষণ করি
অতীত ইতিহাস
জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারি
জীবনের পরিহাস।
সাগর থেকে শিক্ষা নিই
কীভাবে আবার বাঁচবো
ঢেউয়ের কাছে নতজানু হই
কোথায় কখন নাচবো।
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি
মানুষ হতে শেখাও
লিখতে লিখতে জানতে পারি
শুকতারাটা দেখাও।
চিতার আগুনে ঝলসে মারে
অক্ষম বন্দনা
মানুষের মতো সহ্য করো
সকল লাঞ্ছনা ।
পারিনি আজও নিজের করে
নতুন বিষয় জানতে
আয়না আমাকে শেখায় কতো
নতুন পথে হাঁটতে।
আমি যেন পরিযায়ী পাখি
উড়তে উড়তে ভাসি
চিন্তা গুলো হাতছানি দেয়
শেখায় নতুন হাসি।
আমি আমার দুঃসহ ব্যথায়
কাতর যখন ভাবি
মরিচঝাঁপি খুলে দেখি সেথায়
গোছা গোছা পড়ে চাবি।।
আমি আমার বেডরুমে শুয়ে
চক্ষু বুঁজে দেখি
কেউ কোনদিন আপন হয়না
সবটাই শুধু মেকি।
অপমান লাঞ্ছনা সবই তোমার
একান্ত তারা আপন
বাকি সব ধুলোয় মলিন
করলে দিনযাপন।।
কী হবে সেটা কিছুতেই মানতে
যদি না পারি
অক্ষম চালে কিস্তিমাত রাজা মন্ত্রী
জায়গা ছাড়তে নারি।।
হে প্রভু, তোমার কাছে সবখানে যেন
এইটুকু শিক্ষা পাই
সকলের কাছে মানুষ হতে
হাত পাততে নাই।।
আজকে যারা আপন ভেবে তোমায়
দিচ্ছে হাততালি
তারাই নামবে মাঠে ঘাটে পথে
সব করে দেবে দেদার খালি।।
Comments