রাজ্যে নতুন গ্রুপ-ডি কর্মী নিয়োগ|| WB Group D Recruitment 2023 || রাজ্যের বোস ইন্সটিটিউটে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি || Kolkata Bose Institute Group-D Recruitment 2023
রাজ্যে বসবাস কারী প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য সুখবর আছে। আবার নতুন গ্রুপ -ডি পোস্ট এ নিয়োগ হতে চলেছে। রাজ্যের কোলকাতা বোস ইনস্টিটিউট (Kolkata Bose Institute) থেকে গ্রুপ-ডি (Group-D) পোস্ট এ নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (Ministry of Science & Technology)-র অধীনে এই নিয়োগ করানো হবে।
সমগ্র দেশ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে। সবাইকে অনলাইনের মাধ্যমে আবেদন করে তার প্রিন্ট কপি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে হবে।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নোটিশ নম্বরঃ BI/NON-ACA/11/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 14.01.2023
আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইন।
(1) পদের নামঃ জুনিয়র মেকানিক (Junior Mechanic)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশ (Eight Pass) থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ
Electrical – 2 টি।
Mechanical – 1 টি।
(2) পদের নামঃ ড্রাইভার কাম মেকানিক (Driver Cum Mechanic)
বেতনঃ এই পদের জন্যও একইভাবে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশ (Eight Pass) করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর গাড়ি চালানোর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
বয়সসীমাঃ প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ 1 টি।
আবেদন পদ্ধতি
প্রতিবেদনে শুরুতেই বলা হয়েছে এখানে সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আবেদন করতে চাইলে দেখে নিন-
(1) কোলকাতা বোস ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারিদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া হয়েছে।
(2) নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। এরপরে নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্রটি খুলতে হবে।
(3) তারপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
(4) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(5) আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট আউট (হার্ড কপি) করে বার করতে হবে।
(6) সবশেষে প্রিন্ট আউট করা আবেদনপত্র এর হার্ড কপিটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি দেওয়ার ঠিকানা -
The Registrar (Officiating), Bose Institute, Unified Academic Campus, Block-EN 80, Sector-V, Bidhannagar, Kolkata-700091.
গুরুত্বপূর্ণ তারিখ :
নোটিশ প্রকাশ - 14.01.2023
আবেদন শুরু - 14.01.2023
আবেদন শেষ - 13.02.2023
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
Official Website -
Notice -
Apply Now-
______________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments