হৃদকক্ষে‌‍ আবদ্ধ কথা - বিনিময় দাস || কবিতা || Poetry || Poems

 হৃদকক্ষে‌‍ আবদ্ধ কথা

    বিনিময় দাস 

                                         


একটা পাথর বুকের ওপর চাপা,

হয়তো তার‌ই জন্য কথাগুলো মাপা ।


ভেতরে‌‍র ভালোবাসা বোঝাই শুধু ইশারা‍য়,

ওপ্ৰা‍ন্ত বোঝে না, ঘুরে দাঁড়ায় ।


পাই যদি প্ৰতিদিন একটুখানি দেখা,

ওর পথে টানি অপেক্ষার রে‌‍খা ।


পাশ কাটিয়ে চলে যায়--ব্যস্ত,

আমার অপেক্ষার হয় না হ্যাস্তন্যাস্ত ।


প্ৰস্তা‍বের মহড়া আয়নার সামনে প্ৰতিদিন,

হৃদয়ে আবদ্ধ অস্ফুট কথারা‍ পরা‍ধীন ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ