রাজ্যের বিদ্যুৎ বিভাগে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ || WBPDCL Recruitment 2023
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিদ্যুৎ বিভাগ অর্থাৎ The West Bengal Power Distribution Corporation Limited (WBPDCL) এর তরফ থেকে জানানো হয়েছে বিনা লিখিত পরীক্ষায় নতুন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনি যদি ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরিতে আবেদন করার জন্য উপযুক্ত। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: WBPDCL/Recruitment/2023/02
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 23.02.2022
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য:
(1) পদের নাম- মাইনস ম্যানেজার (Mines Manager)
মাসিক বেতন- প্রতি মাসে 82,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে Mining Engineering / AMIE in Mining Engineering-এর ডিগ্রি থাকতে হবে।
শূন্যপদ- 2 টি
(2) পদের নাম- সেফটি অফিসার (Safety Officer)
মাসিক বেতন- প্রতি মাসে 63,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা- UGC-র স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে Degree in Mining Engineering / AMIE in Mining Engineering-এর ডিগ্রি থাকতে হবে।
শূন্যপদ- 5 টি
(3) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার (Assistant Mines Manager)
মাসিক বেতন- প্রতি মাসে 63,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা- (a) Degree in Mining Engineering / AMIE in Mining Engineering from any institute approved / recognized by the UGC, AICTE with 2nd Class Manager’s Certificate of Competency under the CMR, 1957/2017
b) Diploma in Mining Engineering from an Institute approved by the State Council of Technical & Vocational Education and Skill Development / AICTE with 2nd Class Manager’s Certificate of Competency under the Coal Mines Regulation, 1957 / 2017.
শূন্যপদ- 13 টি
(4) পদের নাম- ব্লাস্টিং অফিসার (Blasting Officer)
মাসিক বেতন- প্রতি মাসে 63,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা-
(a) UGC-র স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে Degree in Mining Engineering / AMIE in Mining Engineering-এর ডিগ্রি থাকতে হবে।
(b) State Council of Technical & Vocational Education and Skill Development / AICTE থেকে Mining Engineering বিষয়ে ডিপ্লোমা করতে হবে।
শূন্যপদ- 4 টি
(5) পদের নাম- ওয়েলফেয়ার অফিসার (Welfare Officer)
মাসিক বেতন- প্রতি মাসে 63,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা- 2 years full time Post-Graduate Degree / Diploma (PGDBM) / MBA / MHRM with specialization in Personnel Management / IR / HR from a University recognized by UGC / Institute approved by AICTE or from IIMs / XLRI / IIT B – School.
শূন্যপদ- 1 টি
(6) পদের নাম- সার্ভেয়র (Surveyor)
মাসিক বেতন- প্রতি মাসে 41,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা- Diploma in Survey Engineering from an Institute approved by the State Council of Technical & Vocational Education and Skill Development / AICTE with DGMS Certified Surveyor’s Certificate under the Coal Mines Regulations, 1957/2017.
শূন্যপদ- 4 টি
(7) পদের নাম- ওভারম্যান (Overman)
মাসিক বেতন- প্রতি মাসে 41,000 টাকা এবং অন্যান্য ভাতা।
বয়সসীমা- বয়স 55 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা- Diploma in Mining Engineering with valid Overman’s certificate of Competency from DGMS under Coal Mines Regulation 1957/2017.
শূন্যপদ- 16 টি
নিয়োগ প্রক্রিয়া:
শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট পদের জন্য চাকরিতে কোনো যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউ এর তারিখ: 13.03.2023 এবং 14.03.2023 তারিখ দুদিন ইন্টারভিউ হবে।
ইন্টারভিউ এর স্থান: ‘Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106 (beside National Institute of Fashion Technology).
ইন্টারভিউ এর সময়: সকাল 10.30 টা থেকে দুপুর 2.00 টো পর্যন্ত ইন্টারভিউ হবে।
চাকরির ধরন:
তিন বছরের জন্য সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল (Contractual) হিসেবে নিয়োগ করা হবে। তবে পরবর্তীতে কাজের ভিত্তিতে চাকরির সময়সীমা বাড়ানো হবে বলে বিজ্ঞপ্তি ষ্পষ্ট জানানো হয়েছে।
ইন্টারভিউ এর জন্য আবেদন প্রক্রিয়া:
এই চাকরির জন্য আগে থেকে কোথাও আবেদনপত্র পাঠানো বা অনলাইনে আবেদন করতে হবে না। চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন একটি আবেদনপত্র এবং বেশ কিছু ডকুমেন্ট নিয়ে হাজির হতে হবে।
ইন্টারভিউয়ের জন্য আবেদনপত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৬ নম্বর পেজে দেওয়া আছে। নিচে থাকা লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন করার ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করে ফর্মটি অর্থাৎ আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরন করে ফেলতে হবে। তারপর ওই আবেদনপত্রটি এবং দরকারি সমস্ত ডকুমেন্ট গুলি নিয়ে ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের জন্য দরকারি ডকুমেন্ট:
(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং সার্টিফিকেট
(3) কাস্ট সার্টিফিকেট (SC, ST, OBC দের ক্ষেত্রে)
(4) অভিজ্ঞতার সার্টিফিকেট
(5) Copy of disability certificate
(6) Copy of MSP certificate
Official notice -
Official Website -
Comments