Monday, February 27, 2023

নির্জনতা - সৌমদীপ কর || কবিতা || Poetry || Poems

 নির্জনতা

সৌমদীপ কর


ছোট থেকেই সংগ্ৰামের পথ

ক্রমশ নিভেছে আলো

ভালোটার সঙ্গই সবাই চায়

নিতে চায়না মনের কালো

হতে চাইনা কারোর জীবনে

মাথা গরমের কারণ

না পোষালে সরাসরি বোলো

কথা বলা বারণ

কুড়িয়েছি আমি নানা ধরনের

অপমান বা অভিসম্পাত

ভাঙা মন নিয়েও চুপিসারে করেছি

হাজার আসর মাত

চলবে জীবন জানি এভাবেই

কি জানি আদৌও কি কেউ বোঝে?

তাই হয়তো হারাতে চাই বারবার

 অসীম নির্জনতার খোঁজে

No comments: