হেমন্ত - সুশান্ত সেন || কবিতা || Poetry || Poems
হেমন্ত
সুশান্ত সেন
বাড়িতে এলো হাতে দম দেওয়া
কাল রেক্সিনে মোড়া গ্রামোফোন
তখন ক্লাস ফাইভ এ পড়ি ,
তার সাথে ' রানার ' আর ' পালকির গান ' ।
সেই পরিচয় শুরু।
মাঝে মাঝে আরো আসতে থাকলো একটা দুটো।
ক্লাস নাইন টেন এ বাইরে বেরোবার অনুমতি তার সাথে সাথে দাদার সঙ্গে বাস এ ওঠার।
সেই শুরু, বাড়ি থেকে এইট বি বাস এ চেপে দেশপ্রিয় পার্ক , হাঁটতে হাঁটতে ' দি মেলোডি ' ,
পাঁচ টাকা তিরিশ পয়সায় একটা রেকর্ড।
তুমি ভরে রাখলে আমাদের শৈশব যৌবন আমাদের হৃদয়।
রেকর্ড বেরুলেই কেনা। সারা ট্রাংক টা ভরে উঠলো কেবল তোমাতে।
কলেজে টেবিল বাজিয়ে হীরক গেয়ে উঠলো ' এই বালুকা বেলায় আমি লিখেছিনু '------
Comments