ঋষি - বিকাশ মন্ডল || কবিতা || Poetry || Poems

 ঋষি 

বিকাশ মন্ডল 


দ্রষ্টা নই ; ঘাসে ঘাসে পা ফেলে  

শিশিরের পতন শব্দ, হিম বোধ 

                           অনুভবে আসে কই —

কখনো দেখিনি সত্যের মুখ, নির্মাণ ও ত্যাগ

উপনিষদ করি বা সেহেতু ; নোট দিই

শিষ্যকুল ফটোকপি করে, উত্তরপত্রে করে 

                                          আজীর্ণের বমন 

কেউ মৌলিক নয়, না আমি ওরা তো নয়-ই.... 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024