Monday, February 27, 2023

কথা দিলাম - গোপাল চন্দ্র মণ্ডল || কবিতা || Poetry || Poems

 কথা দিলাম

— গোপাল চন্দ্র মণ্ডল


আবার যদি দেখা হয় পড়ন্ত বৃষ্টির বিকেলে

ভিজব সারাদিন তোমার নুপুরের তালে তালে

তখন হালকা ঠান্ডা বাতাস বয়ে যাবে কানের পাশ দিয়ে

তোমার আধভেজা কালো চুলগুলো

বিছিয়ে যাবে গণ্ডদেশের সমান্তরালে

আমি আদরমাখা হাত দিয়ে একটা একটা করে চুল সরিয়ে দেব

তখন দৃষ্টি অন্যদিকে থাকবে না

কেবলই তোমার মায়াবী চোখের দিকে

না, পলক ফেলব না সেদিন

তোমার লাজুক দৃষ্টির মাঝে নিজেকে সঁপে দেব

তুমি এড়িয়ে যেতে চাইলেও পার পাবে না


আবার যদি দেখা হয় শান্ত নদীর ঘাটে

উরন্ত প্রজাপতি ধরে এনে বিছিয়ে দেব তোমার গায়ে

তোমার মুখের এক কোণে

হাসির ঝলক দেখব বলে

তোমার শোনা সেই প্রিয় গানটি বারবার শোনাব

আর আমার লেখা গানে

চেনা সুর ভরিয়ে দেবে তুমি


আবার যদি দেখা হয় রাতের অন্ধকারে

ভয় পেয়ে তুমি ছুটে আসবে বুকে

নিস্তব্ধতা বেড়ে যাবে, আর তোমার দীর্ঘশ্বাস

দুই হাত দিয়ে তোমার মুখটা দেখার বৃথা চেষ্টা

কেবল ভরসা ও সাহসের চুম্বন এঁকে দেব

তোমার উষ্ণ কপালের এক কোণে

মোরগ ও শেয়াল - বিজন বেপারী || কবিতা || Poetry || Poems

 মোরগ ও শেয়াল

বিজন বেপারী


মোরগ মশায় ফন্দি করে

ধরবে আজি শেয়াল,

চুপিচুপি জাল পেতেছে

রাখে অতি খেয়াল।


সঙ্গী তাহার হাতি গাধা

পাহারা দেয় দূরে,

হাতি নাকি শেয়ালকে ভাই

তুলে নেবে শূরে।


একদিন খুব সকাল বেলা

আসে শেয়াল চুপে,

একটা মোরগ নিয়ে খাবে

আশা বড় বুকে।


যেই না শেয়াল লাফ দিয়েছে

আটকা পরে জালে,

হাতি গাধা দৌড়ে এসে

পরে গিয়ে খালে।


মোরগেরা ঝাঁপিয়ে পরে

শেয়াল মামার ঘাড়ে,

আজকে শেয়াল ভেজা বেড়াল

মোরগেরা মারে।


কোনোমতে জানটা নিয়ে

পালিয়ে শেয়াল বাঁচে,

তওবা করে আর কোনদিন

যাবেনা মোরগ পাছে।

কবি ও কুয়াশা - দেবাশিস তেওয়ারী || কবিতা || Poetry || Poems

 কবি ও কুয়াশা 


দেবাশিস তেওয়ারী 



নগরে নগরে লাগে ঘোর

মাথা থেকে চাপ নেমে যায়

জীবনে আসেনি কোনও ভোর

যার দরজা খোলাও অন্যায়


অচলায়তন মনে চলে

ব্রেকফাস্ট নতুন খবর

হৃদয়ে পাথরভার গলে

জীবন দেখেনি আজও ভোর


কুয়াশার পথ ধুলোমাখা

সবুজ ঘাসের ডাঁই মেখে

এসে দেখি তুষে জ্বলছে আখা

একজটা দেবের কথা লেখে


আর লেখে ভোরের আমানি

কবির দু'চোখ জুড়ে ঘোর

বৃষ্টি ও মেঘের কানাকানি

বদলে দিল সদাহাস্য ভোর


কীভাবে জমাট বাঁধবে মনে

পাথুরে পথের বাঁকেবাঁকে

একটা ঘোর আসুক অঙ্কনে

একটা ঘোর লিখবে কুয়াশাকে

প্রত্যয় - আবদুস সালাম || কবিতা || Poetry || Poems

 প্রত্যয়

আবদুস সালাম


বিষন্ন সময়ের ডায়েরিতে লেখা দিন যাপনের বিরহ গাথা

ধূসর পৃথিবী

রঙিন চশমায় দেখি আশাবাদের পরলৌকিক দীর্ঘশ্বাস

  সীমাহীন মুহূর্ত নিষিক্ত হয় সম্ভবের অ্যালবামে


হৃদয়ের শূন্যতায় ছড়িয়ে পড়ে করুন হাহাকার

পথের বাঁকে গুঁজে দিলাম ঠিকানাহীন ছায়া

পর্যটন ভাবনা খুঁজতে থাকে ভাষা


ইচ্ছেরা গুমরে মরে

পাওয়া না পাওয়ার আয়োজনে বিচলিত হয় উৎশৃংখল শহর

বেজে উঠে নিঃসঙ্গ প্রেমের বাঁশি

এভাবেই স্বপ্নেরা মরে যায় রোজ


কবরডাঙ্গায় কারা যেন টাঙিয়ে দিয়েছে জীবনের বিজ্ঞাপন

ধ্রষ্ট পৃথিবীর মিথ্যাবাদী উচ্চারণ কিনে নেয় প্রেম

জীবনের কিনারায় দাঁড়িয়ে কবর ডাঙ্গার মঞ্চে ছোট শিশুরা গাইছে

" সোনা রোদের গান

আমার সবুজ পাতার গান "---

আকাশের ক্যানভাসে সাদাকালো ছবি - অসিত কুমার পাল || কবিতা || Poetry || Poems

 আকাশের ক্যানভাসে সাদাকালো ছবি

       অসিত কুমার পাল



আমি ছবি আঁকতে চাই

সাদা ক্যানভাসে

জলরং দিয়ে আঁকা

 সাদা কালো ছবি ।


তাতে তারাভরা আকাশ থাকবে

মেঘ থেকে ঝরেপড়া বৃষ্টি থাকবে

পাহাড় থেকে নামা ঝর্ণা থাকবে

আকাশ ছোঁয়া। পাইন গাছও থাকবে ।


আর থাকবে একটা ছুটন্ত ঘোড়া

গোটা কয়েক উড়ন্ত ভিনদেশী পাখি

ফুলের উপরে বসা কালো ভ্রমর

আর ধোঁয়া ছাড়া একটা রেলগাড়ি ।


 মানুষ না থাকলে চলবে না , তাই

 লাঠি হাতে একটা বুড়ি থাকবে

 কয়েকটা খালিগায়ে বাচ্চা থাকবে

অবাকচোখে তাকানো কিশোরী থাকবে ।


 কিন্তু একসঙ্গে এতকিছু ধরবে

এতবড় মাপের ক্যানভাস কোথায় পাব ?

ভাবছি মাথার উপরে থাকা আকাশটাকে ই 

আমার ছবির ক্যানভাস বানিয়ে নেব ।

জিভ - গোবিন্দ মোদক || কবিতা || Poetry || Poems

 জিভ 


গোবিন্দ মোদক



আবারও বলছি ধর্মাবতার —


আমার আস্তিনে কোনও ছোরা লুকানো নেই


লুকানো নেই রক্তপিপাসু কোনও অস্ত্র 


আমি কোনও ল্যাবরেটরি থেকে 


সংগ্রহ করে আনিনি কোনও সেঁকো বিষের ভাণ্ডার 


অথবা নিশ্চিত মৃত্যুর কোনও পরোয়ানা


আমি লিখিনি হেমলক বিষয়ক কোনও কবিতা 


কিংবা কোনও ক্ষুদিরামের অন্তর্দহন 


নাথুরাম গডসে-কে সমর্থন করে 


কোনও খোলা চিঠিও আমি লিখিনি ধর্মাবতার 


আমি কোনও রণক্ষেত্র প্রত্যক্ষ করিনি 


আমি কোনও নির্ভয়া-কে ধর্ষণ করিনি 


কোনও ছ’বছরের শিশুযোনী ছিন্নভিন্ন করতেও 


আমাকে দেখা যায়নি 


আমি বা আমার পূর্বপুরুষ 


বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গেও এতটুকুও জড়িত নয় 


প্রকাশ্য রাস্তায় মদ্যপান করে 


কোনওরকম বেলাল্লাপনাও আমি করিনি


মাননীয় ধর্মাবতার —


তবে কোন অপরাধে আমাকে ….



কি বলছেন? চোপ! আরেকটি কথা বললে


আমার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে? 


তবে তাই হোক ধর্মাবতার! 


যে জিভ কোনও সত্য কথা বলতে পারবে না


তা রেখে আমার কোনও লাভ নেই!

প্রেম ভালোবাসার বিচ্ছেদ - তন্ময় সাহা || কবিতা || Poetry || Poems

    প্রেম ভালোবাসার বিচ্ছেদ

             তন্ময় সাহা


খবরের কাগজে বিজ্ঞাপন, 

হারিয়ে গেছে প্রেম। 

বাসি খাবার সতেজ রাখতে 

যেমন ফ্রিজে তুলে রাখা হয়। 

তেমনই ভালোবাসাটাও আজ 

তুলে রাখা রয়েছে কাঠগড়ায়। 

কোনো সুরঙ্গ নেই, পথটাও বন্ধ 

বিল্ডিংয়ের ঠাসাঠাসিতে। 

প্রেম আর আসবে না। 

এবার খবরের কাগজে বিজ্ঞাপন― 

আদালতের রায়ে ফাঁসি ভালোবাসার।

এটি মধ্যবয়স্কা কবিতা - তৈমুর খান || কবিতা || Poetry || Poems

এটি মধ্যবয়স্কা কবিতা 


তৈমুর খান





একটি মধ্যবয়স্কা কবিতা প্রেমের গুঞ্জনের কাছে


 কান পেতে আছে



 চারিদিকে উত্তাল হইহল্লা


 ব্রিজ ভেঙে গেছে বিচ্ছিন্ন শহরে


 বন্দরে বন্দরে নিভে গেছে আলো


 রাতের শেষ ট্রাম চলে গেছে



 এই রাস্তা তবুও বিমোহিনী


 অন্ধকারে শুয়ে আছে সমস্ত পোশাক খুলে


 কাকে ডাকে রোজ? কাকে চায়?


 ধূসর সম্পর্কের কাছে যৌবনের লেনদেন


 অন্ধকার হয়ে গেলে


 স্মৃতির সরণি বেয়ে ভেসে গেছে স্বপ্নের লাশ



 গুঞ্জন কেন তবে আসে?


 আঙুলে জাদু নেই আর


 বহুদূর ঝাপসা রাস্তায় পড়ে আছে ডাক


 মরচে ধরা জ্যোৎস্নাও বিপন্ন জগৎ



স্বপ্নের বাগানে মালি একাই চাষ করে - বরুণ মণ্ডল || কবিতা || Poetry || Poems

 স্বপ্নের বাগানে মালি একাই চাষ করে

   বরুণ মণ্ডল 


গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে

নৌকার সময় যাপন গন্তব্যের দিকে।

এপার থেকে ওপারে ঠোক্কর খায়।

প্রতিটা ঘাটেই ভিড়তে চায়।


নিকট ঘাটে নোঙরও গাড়তে চায়।


জমে থাকা অতীত খোলসা করবে,

অজানা ভবিষ্যতে সাহচর্য নেবে।

আবেগের আদান-প্রদান হবে!


বহু ঘাটের জল খেয়েছে সে।

জানা আছে কোন ঘাটে কুমিরের বাস।

কোন ঘাটে অগভীরতার পঙ্কিল জল।


হাল আজ হকিকত মানতে বাধ্য।

মিথ্যে দাঁড় বওয়া আর গুন টানা।


ইচ্ছে ডানায় ভর করে 

কুঁজোও চায় চিৎ হয়ে শুতে!

ঋষি - বিকাশ মন্ডল || কবিতা || Poetry || Poems

 ঋষি 

বিকাশ মন্ডল 


দ্রষ্টা নই ; ঘাসে ঘাসে পা ফেলে  

শিশিরের পতন শব্দ, হিম বোধ 

                           অনুভবে আসে কই —

কখনো দেখিনি সত্যের মুখ, নির্মাণ ও ত্যাগ

উপনিষদ করি বা সেহেতু ; নোট দিই

শিষ্যকুল ফটোকপি করে, উত্তরপত্রে করে 

                                          আজীর্ণের বমন 

কেউ মৌলিক নয়, না আমি ওরা তো নয়-ই.... 

পাঁকাল মাছের মত - সান্ত্বনা ব্যানার্জী || কবিতা || Poetry || Poems

 পাঁকাল মাছের মত                                               

                  সান্ত্বনা ব্যানার্জী


                                                            

 আধুনিক এই সভ্য জগতে আমরা সভ্য কত!

জঞ্জাল যত কেটেকেটে চলি পাঁকাল মাছের মত।

পথের ধারেতে নোংরাভিখারীদেখেওদেখিনাভাই,

মুমূর্ষু রোগী অসহায় শিশু ফিরেও তাকাতে নাই।

জ্ঞানভোর দেখি দেশে দেশে শুধু যুদ্ধ যুদ্ধ খেলা,

উলুখড় যতো জ্বলে পুড়ে যায় মৃত মানুষের মেলা

তার কিছু হয় খবরে প্রকাশ অনেকখানিই হয়না,

শুনে যাই শুধু নির্বাক হয়ে সবটাতো মনে রয়না।

খুব বেশী হলে একটু বিষাদ, একটা দীর্ঘশ্বাস,

তারপর সব খাঁড়া বড়ি থোর, আনন্দ পরিহাস।

ভাবি শুধু এই যাই বা ঘটুক আমি যেনথাকিসুখে,

হা হুতাশ যতো প্রকাশিত হয়সবটুকু থাক মুখে।

এমনি করেই সরিয়ে ফেলি যা কিছু অবাঞ্ছিত,

বাঁচার উপায় করেছি রপ্ত পাঁকাল মাছের মত।

নীরবতার অলেখ অজুহাত - পাপু মজুমদার || কবিতা || Poetry || Poems

 নীরবতার অলেখ অজুহাত

     পাপু মজুমদার



বালির ঝড়

এ যেন তোমায় ফিরে পাওয়ার

মিষ্ঠি ষড়যন্ত্ৰ

সমুদ্ৰের চেনা ডাকে

মন চায়

লিখে রাখি তোমার নাম ! 

সৃজা, 

আঁকতে ইচ্ছে করে

তোমায় নিয়ে ছোট্ট একটি বালিঘর, 

যেখানে আমার কল্পনারা

ছোঁয়ে থাকবে তোমায়

কোনো শব্দ বা কোলাহল নয়

চল দুয়েতে বসি সাগরের নীরব কোনো

বিকেলে মুখোমুখি-

চোখাচোখি

নীরবতার অলেখ অজুহাতে.... 

স্বপ্নবিলাস - শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত || কবিতা || Poetry || Poems

 স্বপ্নবিলাস

   শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত

                    


স্বপ্নপূরণ হোক বা না হোক

স্বপ্ন দেখার শ্বাশ্বত অধিকারে আমি ঋদ্ধ৷

আমার স্বপ্নের রং সবুজ হবে না হলুদ -

তার আশমানী নীল মখমলি আঁচলের পাড়ে

কি জরিন সুতোর নকশা থাকবে,

আমার ত্বন্বি তিলত্তমা স্বপ্নের অবনমিত নয়ন

অস্ফুটে কি কথা কইবে .........

এ বিষয়ে ভাবার অধিকার একান্ত আমার৷

আমার অতি প্রিয়জনেরও এ রাজ্যে অনধিকার

প্রবেশ অমার্জনীয় মনে হয়৷

মলিন শয্যায় শুয়ে জীর্ণ ছাদের ছিদ্র দিয়ে

যখন জ্যোৎস্না'র সঙ্গে কথা বলি -

সে কথোপকথনের আমিই রচয়িতা,আমিই শ্রোতা,

শুধু আমিই...

রৌদ্রকরোজ্জ্বল চন্দ্রাতপের নীচে গগন শয্যায়

ভাসতে ভাসতে ছোটো ছোটো এলোমেলো স্বপ্নগুলোকে নিয়ে বারবার নতুন করে সাজিয়ে রাখি,

তাদের সঙ্গে খুনশুটি করি,সহবাস করি৷

স্বপ্নগুলো অত্যন্ত ভঙ্গুর জেনেও স্বপ্ন দেখি৷

বাস্তবের নির্মম আঘাতে নিমেষে খান খান হয়ে যাবে জেনেও,বুকের ভিতর আগলে রাখি৷

আমার ধুলিমলিন জীবনশৈলী'র সঙ্গে বিপরীত বেমানান জেনেও বাস্তবে অনুভব করার চেষ্টা করি৷

এ স্বাধীনতা একান্ত আমার৷

বিরুদ্ধবাতাস যতই অবদমিত করার অপচেষ্টা করুক না কেন,আমি আমার স্বপ্নের সঞ্জীবনী সুধারসে নতুন করে বাঁচার রসদ খুঁজে পাই৷

হয়তো মানুষ এভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখেই যাবে৷

তার জীবনীশক্তির প্রতিটি কণা দিয়ে আগলে রাখতে চাইবে তার শতভঙ্গুর স্বপ্নের ভঙ্গুরতা ৷৷