Tuesday, February 28, 2023

Football - Ashok Bandyopadhyay || Poetry || Poems

 Football

Ashok Bandyopadhyay



I am for all --footbal -- football.

Wandering here and there

At the feet of the players

Traversing all ground like greyhound

As if a traveller or a steam roller.

They carry me forward and back and side,

Running and running, overlapping and dribbling.

I can't take rest,they receive me on chest

And shoot to the goal where goalkeeper stands.

He catches me in his adept hand or throw me away,

Or any opponent striker place me in net

With a strong blow--either high or low.

And all spectators,crowd shout with joy roar.


I am for all, I am for none

Except who knows well to keep me attached

To his feet or in trusty hands

In danger or fun in joyous amusement.

I am football -- king of all plays.

Whether Pele or Maradona

Became famous for me all days.



Gratitude - Nasir Waden || Poetry || Poems

 Gratitude

            Nasir Waden


Gratitude does not come quitely through the front door,

Not through love

Following a bit of fiformash,


Existence has become wind.

Like a stray dog, it wanders with doubt,

The grasshopper is sucking the sunlight.


I don't think gratitude belongs to those

Who have a thing called conscience

I have killed sense so gratitude is afraid to come to me.

Monday, February 27, 2023

যাযাবর - রবিরাম হালদার || কবিতা || Poetry || Poems

 যাযাবর

রবিরাম হালদার

…………………

যাযাবর ওই মানুষগুলো 

         সারা দিন রাত মাঠে,

দেখছে সবাই কেমন ভাবে

         জীবন ওদের কাটে।


বলছে সবাই বেদে রে ভাই

         যেথায় সেথায় থাকে,

এ গ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে 

          দেখছে জগৎটাকে।


সারাটা দিন পাড়ায় পাড়ায়

         তাবিজ বিক্রি করে,

পিঠের উপর বাঁধা শিশু

          কেঁদে কখন মরে!


বেদুইন যে ওদের বলে

      গ্রামীণ ভাষায় বেদে,

হাটে - বাজারে জড়ি বুটি 

      বিকোয় সেধে সেধে।


পাখি - পক্ষ কাঠ বেড়ালি

        মেরে পুড়িয়ে খায়,

আমার বাংলায় আজও মানুষ

           যাযাবর যে হায়।


একটি শ্রেণী অট্টালিকায়

           খাবার রাশি রাশি,

 যাযাবরের শুকনো পেটে 

           আনন্দ আর হাসি।


যাযাবরের কাঁধের বাঁকে 

       যত সুখ আর শান্তি,

অট্রালিকার মানুষ গুলোর

          হৃদয় ভরা ক্লান্তি।

ময়না - অদিতি মন্ডল || কবিতা || Poetry || Poems

 ময়না

       - অদিতি মন্ডল


ও যে আমার ছোট্ট ময়না,

সারাদিন ধরে কত

তার মিঠে বায়না।

আমি বাপু হাঁফ ছাড়ি !

ঘুমিয়ে সে পড়লে;

তবে বড় খুশি লাগে,

হাসি তার দেখলে।


কথা যা শোনানোর,

বায়না ধরেছে সে পালানোর।

ও মে মানে না মানা!

ও যে ময়না পাখি,

ফুরুৎ করে মেলল ডানা।


তারাদের দেশে,

রোজ দেখি হাসে

মিটিমিটি চোখে,

খাঁচাটিরে আঁকে।

ডাকলেও ফেরে নাকো ;

যত তারে বকো হাঁকো

ফিরবে নাকো....

ও আমার ময়না পাখি,

বুলি ফুটতেই -

দিলো ফাঁকি।।

সুন্দরের ক্ষমতা - পাভেল রহমান || কবিতা || Poetry || Poems

 সুন্দরের ক্ষমতা

পাভেল রহমান


যাহা সুন্দর, যাহা মার্জিত

সকলেই তাহে আকর্ষিত।

একমাত্র সুন্দরই পারে হরিতে সর্বাকর্ষন

তাই হও সুন্দর তুমি ওহে আমার মন।

যাহা শ্রীময়, তাহার ক্ষমতা

বিস্তৃত যথা তথা

শ্রীর দুই রূপ : দেহশ্রী ও গুনশ্রী।

কমবেশি সমাদৃত হলো উভয় শ্রী।



অতঃপর ধ্রুবতারা - রোকেয়া ইসলাম || কবিতা || Poetry || Poems

 অতঃপর ধ্রুবতারা

রোকেয়া ইসলাম 



আমাদের অর্ধ প্রবাহিত সব নদীর নাম হবে মৃত্যু বালুচর

ইলিশের স্বপ্ন ঝিলিকে অন্ধ হবে প্রতীক্ষায় থাকা ক্ষুধার্ত কৈবত চোখ 

মাতৃভাষা থেকে মুছে যাবে হারানো ধান-বীজ লাবণ্য সুষমার গৌরব

সত্যনিষ্ঠ চাষীদের ক্লান্ত স্মৃতি হাতড়ানো

সোনা গ্রামগুলো জুড়ে আলোকিত জলশূন্য হাহাকার 

ডিজেল বা ইউরেনিয়াম নির্ভর 



শোকে নিরন্তর সন্তাপ করে সোনালি তন্তুর স্মৃতিময় আঙুলগুলোতে 

সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ফেঁসে যাওয়া জ্ঞান গরিমায়

সূর্য ডোবা রঙ ছুঁয়ে আছে

নিবির হীম স্রোতেব প্রতিটি বাড়ির উঠোনে থমথমে বাকরুদ্ধ 

আমাদের সুপ্রাচীন বৃক্ষ এফিডেফিড করে বনসাই 

শুনতে পাচ্ছ মৃত্তিকা? তোমার বালুনদী ঘেরা হাউজিং কোম্পানির কাছে.... 


প্রাণের শেকড় উপড়ে উতল জোছনায় অপ্রাপ্তি নিয়ে বসে আছে 

মৃত্যু বীর্যধারী শব্দ পুরুষেরা 

সুপ্রসবিনী নারীরাও ক্রমাগত বন্ধাকরণ বিকলাঙ্গ কবিতা জন্ম দিতে দিতে 

আজ ব্যাথামুক্ত এম আর ডি এন্ড সি দিবস 


নদী শস্যবীজ ফুলের সৌরভ মানব সৃষ্টির উল্লাস ঢেকে দেয় অদৃশ্য কালো কায়া 

রাক্ষুসে যাগযজ্ঞের স্বপ্ন বোণা মেধা মনন ছুটি নেওয়া শুদ্ধ বাসনা

দুঃসময় গণনার প্রহর অন্তহীন 

আজ আকাশে অনুপস্থিত শিল্পাশ্রয় ধ্রুবতারা.... 




কবিতার খোলা প্রান্তরে অনির্বাণ প্রতীক্ষায় আছি 

নারী ও পুরুষের প্রেমে জন্ম দেয়া শিশুর 

যে কথা বলবে গণমানুষের কন্ঠে

শহিদমিনার - সোহেল রানা || কবিতা || Poetry || Poems

 শহিদমিনার

  সোহেল রানা 


রক্তে রাঙানো বুক! 

যেনো সূর্যের নির্মলতর রূপ, 

সহস্র প্রাণের উদীপ্ত মুখ। 


প্রতীক্ষার প্রহরে - বাগানের ফুল, 

হৃদপিঞ্জর.. চন্দনকাঠের চিতায় দাউ দাউ জ্বলছে! 


আকাশ গহীন অন্ধকারে!

নক্ষত্র শোকে বিবর্ণ! মোমবাতির ঝড়োকান্না এবড়োখেবড়ো শিখায় জ্বলছে! 


সেই আগুন ঢেলে দেবে!

কখন রাত্রির মধ্যপ্রহর অতিক্রম করবে 


ভোর; 

আকাশে রক্তের গন্ধ! 

ধূসর ডানার চিল এলোমেলো মাতালের মতো! 

বাতাসে করুণ স্পন্দন ধ্বনিত-প্রতিধ্বনিত -

শান্ত সাগরে অশান্ত ঢেউ : রক্তস্রোতে দাঁড়িয়ে মা 

আর পাহাড়-শূন্যতায় খাঁ খাঁ হৃদয়ে - বাবা! 

আর প্রেয়সীর শীতে ভেজা কানাকুয়ার চোখ! 

যেমন বেত ঝোপের শীষে ডুবায় আটকা-পড়া কানাকুয়া! 

আর বোনের চোখে অগ্নিশিখা - ধুলো বাষ্প হয়ে উড়ছে! 

আর ভাইয়ের বুকে বিদ্ধ বুলেটে সহোদরদের হৃদয় খান খান! 

তাই, কপালে কাফনের কাপড় বাঁধা - রক্তাভা! 

বুকে কালো ব্যাচ!



একটু সময় হবে - দেবাশীষ ঘোষ || কবিতা || Poetry || Poems

 একটু সময় হবে.....


      দেবাশীষ ঘোষ


ব্যস্ত রাজপথ ধরে হেঁটে

 চলেছো বন্ধু


 একটু সময় হবে

  চেয়ে দেখার!


 দেখো-

 কতোটা রং

 নিয়ে বসে আছে কৃষ্ণচূড়া


 অসীম আকাশ থেকে 

 নেমে আসছে 

 নীলচে পাপড়ি



 প্রজাপতির ডানার সূক্ষ্ম শব্দে

 দু চোখে সেজে উঠছে

 সুপ্ত স্বপ্ন


  একটু সময় হবে!

 ব্যস্ত রাজপথ থেকে নেমে

 আসার।

বলীদান - মাইসার মন্ডল || কবিতা || Poetry || Poems

 বলীদান

মাইসার মন্ডল



সব শত্রুকে ক্ষমা ক'রে পঞ্চশত্রুকে দাও বলী,

ন‌ইলে ওরা সব‌ই তোমার দেবে গো জলাঞ্জলী!

কাম-ক্রোধ-লোভ-মদ-মোহ- আর মাৎশর্য ,

হারাবে ওরা তোমার সুপথে চলার সকল ধৈর্য!


পূত পুষ্পাঞ্জলী তোমার হাতের করবে ওরা হরণ,

যদি করো তুমি ঐ শত্রুদলের "বন্ধুত্ব " বরণ----

ইহকাল-পরকাল তবে অশুভ‌ হবে রেখো স্মরণ,

,পঞ্চশত্রুকে দিলে বলী বদলে যাবে ধরার ধরণ।


কলহ-বিবাদ ধরণী হতে বিদায় নেবে চিরতরে,

দিবানিশি হর্ষভরা অমিয়ধারা ব‌ইবে ধরা পরে।

বিন্দু পরিমাণ‌ও হবে না কার‌ও শোণিতপাত,

হবে ধরা আলোকভরা আসবে নবীন প্রভাত!


 বিচারের বাণী কাঁদবেনাকো নিভৃতে নীরবে,

 ধুঁকে ধুঁকে মরবেনাকো মানবতা এই ভবে।

ইহলোক ও পরলোকে পেতে হলে স্বর্গসন্ধান জগৎপতির নামে পঞ্চশত্রুকে করো বলী দান।

শিক্ষা - চৈতালী বসাক || কবিতা || Poetry || Poems

 শিক্ষা

চৈতালী বসাক


শিক্ষা জাতীর মেরুদন্ড

এই কথাটি জানি

শিক্ষাকে তাই জীবনের 

মূলমন্ত্ৰ মানি ''


শিক্ষা মানে শুধুই তো নয়

নম্বরের ঘনঘটা

শিক্ষা করে মানব জাতির

আলোকিত মনিকোঠা ৷


শিক্ষা মোদের বাঁচতে শেখায়

পথকে করে সচল

বোধহীন দের বুদ্ধি জোগায়

ভবিষ্যৎ কে করে উজ্জ্বল


আগের দিনে গুরুর কথাই

ছিল যে বেদবাক্য

বর্তমানে নেতানেত্রী 

এই গুরুদেরই করে কটাক্ষ


বেশি বেশি নম্বর দাও

বাড়াও স্বাক্ষরতা

প্রতিযোগীতায় নামবে তারা

এটাই মূল বার্তা' 


বর্তমানে শিক্ষা নিয়ে

চলছে ছিনিবিনি

মানব জাতির মেরুদন্ড

শেষ হবে তা জানি '


যুব সমাজের কি হাল হবে

ভাবছে না কেউ মোটে

শিক্ষাকে করছে জবাই

দুবেলা হাঁড়ি কাঠে '


নম্বরের পাহাড় নিয়ে

ছুটবে দ্বারে দ্বারে

কিছুই তাদের জুটবে নাকো

 ফিরবে না সুখ ঘরে ৷


সমাজ এবার ডুববে দেখো 

অন্ধকারের ক্রোড়ে

আমরা আবার ফিরে যাবো

আদিমের তরে ৷



মেলা - মুনমুন || কবিতা || Poetry || Poems

 মেলা

  মুনমুন


নদীর ওইপারে' বসেছে আজ,

 দাদার ঘাটের মেলা।

 ধুম ধাম পড়ে গেছে তাই চারিদিকে।

 আকাশে, বাতাসে আজ,

 মেলা,মেলা রব উঠেছে।

 বছরের সবচেয়ে বড় মেলা,

 দাদার ঘাটের মেলা।

 রাত্রি বেলা ঘুম হয়নি তাই আনন্দেতে।

 কখন আসবে ভোর,ছিলাম অপেক্ষাতে।

 কিনবো মেলায় সখের হাঁড়ি, 

 কিনবো পুতুল,খেলনা বাটি!

 এই করে রাতটি কেটেছে।

 দোলনায় চড়ার, সখটা ছিল মনে,

 তবু পাছে পড়ে যায় সেই ভয়ে,

 পিছিয়ে যেতাম পরক্ষণে।

 বাবার সঙ্গে হাতটি ধরে,

 যেতাম দুটি ভাইবোনে।

 ভাইয়ের শুধু চায় খেলনা বন্ধুক কিনে।

 হরির দোকানের রসগোল্লা, জিলিপি

 খেতাম দুজন পাল্লা দিয়ে।

 খই, মুড়কি, খুরমা,কদম,আর জিলিপি..

 নিয়ে,খুশি মনে ফিরতাম সেদিন বাড়ি।

 সঙ্গে নিয়ে, প্রিয় সেই সখের হাঁড়ি।

 কি যে মজা হতো ওই মেলার দিনে।

 আজও সেই স্মৃতি ভুলতে পারিনি।

নির্জনতা - সৌমদীপ কর || কবিতা || Poetry || Poems

 নির্জনতা

সৌমদীপ কর


ছোট থেকেই সংগ্ৰামের পথ

ক্রমশ নিভেছে আলো

ভালোটার সঙ্গই সবাই চায়

নিতে চায়না মনের কালো

হতে চাইনা কারোর জীবনে

মাথা গরমের কারণ

না পোষালে সরাসরি বোলো

কথা বলা বারণ

কুড়িয়েছি আমি নানা ধরনের

অপমান বা অভিসম্পাত

ভাঙা মন নিয়েও চুপিসারে করেছি

হাজার আসর মাত

চলবে জীবন জানি এভাবেই

কি জানি আদৌও কি কেউ বোঝে?

তাই হয়তো হারাতে চাই বারবার

 অসীম নির্জনতার খোঁজে

পদ্ম কুঁড়ি - আনন্দ গোপাল গরাই || কবিতা || Poetry || Poems

 পদ্ম কুঁড়ি

আনন্দ গোপাল গরাই


ছোট্ট পদ্ম কুঁড়ি আমি

আলোর সাথে ফুটি

সকাল বেলায় উঠি। 

একটুখানি মুচকি হেসে

আবার আমি থামি। 


ঘুম ঢুলঢুল আঁখি

সবায় চেয়ে দেখি, 

ভ্রমর আসে ছুটে

নেয় মধু মোর লুটে। 

গন্ধে পাগলপারা হয়ে

প্রভাত বায়ুর পরশ পেয়ে

নতুন ভুবন দেখি। 


কেউ রাখে গেঁথে মালায়, 

কেউ রাখে পূজার ঘরে। 

সবাই আমায় আদর করে-- 

যেথায় ফুটি সেথায় থাকি

নেইকো কোনো দায়।