Sunday, October 29, 2023

সম্পর্ক - বীরেন্দ্র নাথ মহাপাত্র || Somporko - Birendra Nath Mohapatra || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

           সম্পর্ক 

                 বীরেন্দ্র নাথ মহাপাত্র



                  নদী সাথে মোদের

                 তিন পুরুষের সম্পর্ক ,

                  চলা ,বসা, দেহ ,মনের

                       নাড়ীর সাথে যুক্ত । 


                     নদী ধারে চাষবাস 

                   সাথে রয়েছে মাছধরা,

               জলে যেন ওর পাই সুবাস

               ও - যেন মোদের বসুন্ধরা ।


               রাগলে কিন্তু ভয়াবহ 

                 লাগে তার রূপ,

                জীবন তখন হয় দুঃসহ

                  ঠিকানা আনে উঁচু স্তূপ । 


                বাস্তু হারা হলাম সবাই 

           খাওয়া, পরা,সন্ধান অজানা,

             মনে হয় যেন কোথায় পালাই

            ভিটে দেবী বলে কাছে থাক না ।


            ঊর্বরা ভূমি নদী,গড়ে তোলে

             ফিরিয়ে দেয় ফসলে সোনা,

           হারিয়ে যাওয়া স্বপ্ন যাই ভুলে 

             মা,মাটির সম্পর্ক আছে জানা ।

মন বিবাগী - দীপঙ্কর বেরা || Mon bibagi - Dipankar bera || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মন বিবাগী

দীপঙ্কর বেরা


বাতাসে তার উড়নচণ্ডী মেঘ বিকেলের চলাফেরা

বিবাগী হয় ঘর ছাড়া সুখ ফেরারি মন স্বপ্ন ঘেরা।

আছড়ে পড়া ঢেউয়ের তালে চর জেগেছে বুকের মাঝে

রঙ জীবনের এইটুকু পথ খুঁজছে পীরিত সকাল সাঁঝে।

ও পাখি তোর বাসা ফেলে চললি কোথায় দূর সীমানা

আকাশ বড়ো মাটির মোহ করছে কে আর নিষেধ মানা?

খুব কাছে নয় পথ চলা পথ লক্ষ্য পূরণ যাওয়া আসা

বিচিত্র তার রূপ গভীরে আছে যত ভালোবাসা।

ভোরের দোয়েল শালিক - তুষার ভট্টাচাৰ্য || Vorer doyel pakhi - Tusar Bhattacharya || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 ভোরের দোয়েল শালিক

                তুষার ভট্টাচাৰ্য


যারা বেঁচে আছে হলুদ কাঁসার থালার মতন

জোছনা আলোর স্বপ্ন বুনে চোখে,

তারা কোনওদিন খড়কুটোর মতন

ভেসে যাবে না

নদীর বান বন্যায় জলস্রোতে

পলিমাটির ঘ্রাণ নিয়ে তারা নতুন ঘর বাঁধবেই ;

তাদের নিকোনো মাটির উঠোন জুড়ে

রুপোলি রোদ্দুরে ভিজে খেলা করবে

ভোরের দোয়েল, শালিক l

শিক্ষা অর্জন করলাম - রঞ্জিত বিশ্বাস || Sikhha Orjan korlam - Ranjit Biswas || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 শিক্ষা অর্জন করলাম 

 রঞ্জিত বিশ্বাস




সেদিন রাত্রি দশটা নাগাদ ,দেখেছি ভুতের খেল 

এক লাফে সে গাছে উঠে ,গিলে খেলো নারকেল।


গাছের থেকে নেমে মাখলো গায়ে জল বিছুটি

চোখে ঢুকিয়ে এক কঞ্চি ,বের করলো পিচুটি।


ভীত হয়ে বীর হনুমান ডাকলো জোরে হুপ হুপ

মেজাজ হারিয়ে ভুত বললো সাইলেন্ট থাকবি চুপ, চুপ।


বীর হনুমান বললো তখন,ওরে কোকিল, পেঁচা

বাঁচতে চাইলে সবাই মিলে ভীষণ জোরে চেঁচা।


এই কথাতে ক্ষুব্ধ ভুত আর বাঁচিয়ে কি রাখে ?

ব্যাকসট মেরে বেচারিকে পৌঁছে দেয় ইরাকে ।


তবু ভুতের রাগ মেটেনি,হয় নি একটু খুশি

তেঁতুল গাছের ভাঙলো গুঁড়ি,মেরে একটা ঘুশি।


হঠাৎ দেখি আমার পানে ভুত আছে তাকিয়ে

তেড়ে এসে কিছু কথা বললো চোখ পাকিয়ে।


"খাবো আমি আরাম করে তোর রক্ত গুছিয়ে 

পড়ার সময় ঘুমানোর রোগ দেব আজ ঘুচিয়ে।"


সত্যি বলছি সেদিন হলো অনেক শিক্ষা অর্জন

পড়ার সময় ঘুমের চিন্তা করেছি তাই বর্জন।

Saturday, October 28, 2023

নদীকথা - দিবাকর মণ্ডল || Nodikotha - Dibakar Mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 নদীকথা

         দিবাকর মণ্ডল


আবার এলাম ফিরে নদীটির কাছে...

মজা দহ, দুই তীরে ধূপধূপি বালি

এখানেই ডুবেছিল শবরীবালার যত আশা...

সজনে ডালের মতো ভেঙেছিল কিশোরীর বুনো ভালোবাসা।

কামধেনু চরেছিল এরই দুই তীরে

আড়বাঁশি বেজেছিল ভরা জ্যোৎস্নায়

তারপর হা-রাই বলে কেঁদেছিল যশোদাদুলাল।

বনো শালিখের ঝাঁক এখানেই একদিন লীন হয়েছিল,

শাঁখচিল গেয়েছিল করুণ বেহাগ।

মাদল ধিতাং নাচে গম্ভীর সিং মুড়া নেচেছিল ছৌনাচ আসরে।

সে নদী এখন মৃত, মমিময়...

মিশরীয় সভ্যতাই জানে।

মাঝদরিয়া - রথীন পার্থ মণ্ডল || Majhdoria - Rothin Partha mondal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মাঝদরিয়া

      রথীন পার্থ মণ্ডল



রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ

তোমার ভালোবাসা মাখা হাতের স্পর্শে

একদিন ভেঙেছিল ঘুম।

ঘুম ঘুম চোখে দেখেছিলাম 

তারাদের আনাগোনা,

তুমি তো ছিলে আমারই পাশে

হাতে হাত রেখে... 

দমকা হাওয়ায় নিভে গেল সব

অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে 

মাঝদরিয়ায় ভেসে চলি

কিনারার খোঁজে।

ভাঙাচোরা কবিতা - পলাশ পোড়েল || Vanga chora Kobita - Palash Porel || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 ভাঙাচোরা কবিতা

        পলাশ পোড়েল


বাউণ্ডুলে ভালোবাসা নেমে আসে একা একা

ভিজে যায় রোজ রোজ কিশোরী শ্রাবণে, 

বিষাদ এল অজানা দু'মুঠো বালি উড়িয়ে

বড় বেশি অভিমান রেখে যায় কথোপকথনে। 


অভিমানী চোখ মাঝে মাঝে কুল ভাসায়

উজানে একলা চিনেছি সবুজ বন, 

ভাঙে শস্য ভরা মাটি..... অবুঝ মন

ক্ষয়ে ক্ষয়ে পাল্টে যায় স্বপ্ন- বোনা জীবন। 


কখনো জেগে থাকে স্মৃতি মাটির বুকে

সোঁদা সোঁদা গন্ধ ছুঁয়ে জাগে জোছনা রাত, 

শুধু একবার দাঁড়াও আমাদের স্বজন ডাঙায়

দেখো ফুলে - ফলে - ফসলে ভরে যাবে হাত। 

আমার প্রেম - কাজল মৈত্র || Amar Prem - Kajal maitra || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আমার প্রেম

     কাজল মৈত্র 


আমার প্রেম পরের তরে

সাম্যের গান গায়

আমার প্রেম জীবন ভরে

বিদ্বেষ বিষ নেভায়

আমার প্রেম হৃদয় জুড়ে

ভালবাসা বিলায়

আমার প্রেম রক্তের দরে

পরিশ্রমই শেখায় ।

আমিই ইতিহাস - শুভজিৎ ব্যানার্জী || Amiy Itihas - Subhajit Banerjee || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আমিই ইতিহাস

       শুভজিৎ ব্যানার্জী



আমি ডাক শুনেছিলাম!

আমি পেয়েছিলাম তোমার পরিচয়, 

জেনেছিলাম তোমার নিদারুণ সংগ্রামের খবর,

রেখেছিলাম তোমার ক্রুদ্ধ চোখে চোখ।

আমি ডাক শুনেছিলাম!


আমার কাছে অসম্ভবের সম্ভাব্য সতর্কতা ছিল,

আমার কাছে আরো ছিল পরাজয়ের আশংকা,

পিছু ডেকে ভয় বলেছিল আমায় শিয়রে শমন ,

মনের কোথাও হয়তো অন্ধ সাহস ছিল।

আমার কাছে অসম্ভবের সম্ভাব্য সতর্কতা ছিল!


আমার না ছিল জেতার তাগিদ না ছিল হারের ভয়, 

আমি বিশ্বাসে বিশ্বাসী, 

আমি প্রত্যয়ের প্রত্যাশী,

আমি গর্বিত অহংকার,

আমি আমার নিজের প্রতিদ্বন্দ্বী,

আমার না ছিল জেতার তাগিদ না ছিল হারের ভয়!


ইতিহাস লেখা হয়েছিল আমার জন্য,

লেখা হয়েছিল আমার প্রতিটা সংগ্রাম,

থামার আগে ভুলেছি থামতে,

শুরুর আগেই সৃষ্টি করেছি,

বোঝার আগে তত্ত্ব করেছি তৈরী,

জেতার আগেই পড়েছি জয়মাল্য,

ইতিহাস লেখা হয়েছিল আমার জন্য!



(প্রথম গুহামানবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ)



মহা নিষ্ক্রমণ - পরাগ চৌধুরী || Moha Niskraman - Parag Choudhary || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মহা নিষ্ক্রমণ

    পরাগ চৌধুরী

       


লোকটা আলিবাবার মতো রওনা দিয়েছিলো

স্বাধীনতার বন্ধ গুহার সামনে

চিচিং ফাঁক হাঁকতে

কিন্তু ঠিক কাশিমের মতো দেশের শরীরটা

দু'টুকরো হয়ে গেলো...


লোকটা রাতপরীর মতো বেরিয়ে প'ড়েছিলো

দেশটাকে সোনা করার

ছু মন্তরি জাদুকাঠি আনতে

কিন্তু ফুস মন্তরের অভাব না থাকায়

খাদ মিশে গেলো চাওয়া-পাওয়ায়...


                               

মল্লার রঙের বশ্যতা - আবদুস সালাম || Mollar Ronger Bossata || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 মল্লার রঙের বশ্যতা

     আবদুস সালাম



ঘনিষ্ঠ জীবনের সজীবতা লিখি মল্লার রঙে 

অপ্রস্তুত শরীরে সোহাগের নদী টলোমলো 

 নিষিদ্ধ চুম্বনে সুর তোলে প্রতীক্ষার বাঁশি    

  অযাচিত সম্ভাবনার আলিঙ্গনে লেখা হয় প্রণয় আখ্যান


প্রাচীন ইঁদারায় কিংকর্তব্যহীন আফশোষ দেখি কাল্পনিক বলয়ে তার বিবর্ণ উচ্ছ্বাস

ভালোবাসা ভর্তি নির্বিকার স্থাপত্য কেঁপে ওঠে

  বিমূর্ত মিনারের শরীরে আঁকা হয় পাল ভাঙ্গা উচ্ছ্বাস


অন্তঃসারশূন্য কাঙাল বন্দরে ফোটে বাসনার ফুল

গান শোনায় অলৌকিক ভ্রমর    

যাপনশৈলীর সারমর্ম খুঁজি রোমিং এরিয়াই

সুরের মোহনায় রং পাল্টায় নির্লজ্জ মিথ্যাচার


ক্ষুধার্ত ,হ্যাংলা গ্রাসে গিলে নিই বাঁধাধরা প্ররোচনা

তারপর আক্ষেপ আর অপেক্ষা স্পর্ধা দেখায়

অন্দর মহল ঘিরে বশ্যতার চক্রব্যূহ


মুক্তির নিঃশ্বাসে খসে পড়ে আস্ফালনের পোশাক

বিষন্ন ফুলে দোল খায় অবাধ্য প্রজাপতি

নীরব শহর - সোমা রায় || Nirab Sahar - Soma Ray || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 নীরব শহর 

            সোমা রায় 



এই শ্রাবণের সন্ধ্যায়

তোমার শহরের মাদকতা গ্রাস করে আমায়

কত স্বপ্ন হারায় চিরন্তন নীরবতায়

আধারের ঘনঘটায় খুঁজে ফিরি তোমায় 

এই শহর তুমি চিনিয়ে ছিলে আমায় 

আজ এই শহরই ছিনিয়ে নিল তোমায়

 অবশেষে কিছু মধুর স্মৃতি রইল পড়ে 

স্মৃতির মাঝেই খুঁজিবো তোমায় বারে বারে ।

গন্তব্য আর কতদূর - সতু মালাকার || Gontobbo arr koto dure - Satu malakar || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

  গন্তব্য আর কতদূর

     সতু মালাকার

           


দিগ দিগন্তের অলিগলি ঘুরে ঘুরে 

ক্লান্তির সুস্পষ্ট ছাপ শরীরে,

অবহেলার হাতছানিতে

বিষাদে অন্তর পুড়ে।


পিছুটান ধরে 

মনের আবেগঘন অন্ধকারে,

পিছু হতে;

আওয়াজ ভেসে আসে কানেতে।


সুস্পষ্ট শুনতে পাই -

কে যেন বলে ওরে অভাগা; 

ও অভাগা খানিকটা দাঁড়াও,

দাঁড়িয়ে দুদণ্ড বিশ্রাম নাও..!


মলিনতার ঘাম বেয়ে 

চেতনা জাগ্রত হয় শরীরে,

আর মনে মনে ভাবতে থাকি

আর কত দূর! 

কতপথ যেতে হবে ক্লান্তি পাড়ি দিয়ে।


পলকে পলকে থেমে যায় হৃৎস্পন্দন,

তপ্ত মরুর মধ‍্যদেশে দাঁড়িয়ে 

বোধোদয় হয় এই বুঝি হবে মরণ।

গন্তব্যে পৌঁছতে লাগবে আর কতক্ষণ.!