Ssc Chsl Recruitment 2022 || উচ্চ মাধ্যমিক যোগ্যতায় স্টাফ সিলেকশনের পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের কর্মী নিয়োগ || SSC CHSL Exam 2022

 



উচ্চ মাধ্যমিক যোগ্যতায় স্টাফ সিলেকশনের পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের কর্মী নিয়োগ:-



স্টাফ সিলেকশন এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এর পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। যে সমস্ত পদে কর্মী নিয়োগ হবে সেগুলি হল--ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট

 প্রভৃতি পদে।



যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাস এবং কম্পিউটারের ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞ ঘণ্টায় অন্তত 8 হাজার কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর 

 পদের জন্য আবেদন করতে পারবেন।

উচ্চতর যোগ্যতার প্রার্থীরা ঐ সমস্ত পদে আবেদনের যোগ্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে 01.01.2022 এর হিসাবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 02.01. 1995 থেকে01.01.2004 এরমধ্যে।

তপশিলি জাতির প্রার্থীরাপাঁচ বছরের, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা তিন বছরের, এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের আর বিধবা,  বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছরের এবং কেন্দ্রীয় সরকারের প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।

মূল বেতন --ডাটা এন্ট্রি অপারেটর এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 25500/=--81100/=টাকা




যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত 35 টি শব্দ তোলার গতি থাকলে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট প

দের জন্য আবেদন করতে পারবেন।


মূল বেতন-19900/= 63200/-টাকা

বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 02.01.1995 থেকে 01.01.2004 এরমধ্যে।

ওবিসি সম্প্রদায় প্রার্থীরা তিন বছরের, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা পাঁচ বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছরের এবং  প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।




উভয় পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন combined higher secondary level examination 2021


দুটি পর্যায়ে পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে কম্পিউটার বেসড আর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে দেস্ক্রিপটিভ টাইপের প্রশ্নের মধ্য দিয়ে।

পরীক্ষা কবে হবে তা অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে রাচি, গ্যাংটক, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, জামশেদপুর, বর্ধমান, কটক, দুর্গাপুর, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, উড়িষ্যার বেরহামপুর, গুয়াহাটি, শিলচর, ইটানগর, ইম্ফল, আইজল, শিলং, আগরতলা, ডিব্রুগড়, রাউরকেল্লা, কোহিমা, জোরহাট, ঢেঙ্কানল।



mcq টাইপ এর 200 নম্বরের 100 টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টেটিভঅ্যাপটিটিউড, এই সমস্ত বিষয়ের থেকে।

পরীক্ষার সময় 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে

সফল হলে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা। এই পরীক্ষায় 100 নম্বরের এক ঘন্টার পেন পেপার মোডে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় 33% পার্সেন্ট

নম্বর পেলে সফল হবেন।

তারপর স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে --www.Ssc.nic.in


দরখাস্ত করার শেষ তারিখ 7 ই মার্চ 2022


আবেদনকারীদের বৈধ একটি মেইল আইডি থাকতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন ওই রেস্তরেশন নম্বর প্রিন্ট করে রাখবেন। এছাড়াও পাসপোর্ট মাপে রঙিন ফটো (20থেকে 50 কেবির মধ্যে) আর সিগনেচার জেপিজি ফরমেটে ( 4kb থেকে 12 কেবির মধ্যে) স্ক্যান করে নেবেন।


পরীক্ষা ফি বাবদ 100 টাকা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা  ডেবিট কার্ড বা  এসবিআই চালানে জমা দিতে পারবেন। তপশিলি জাতি প্রতিবন্ধী মহিলা প্রার্থী ও প্রাক্তন সহকর্মীদের কোন ফি দিতে হবে না।



স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করার পর তা সাবমিট করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ন হবে আর এরপর ওই কনফার্মেশন প্রিন্ট করে রাখবেন। ওই কনফারমেশন ইমেইল করেও পাঠানো হবে। 11 ই মার্চ থেকে 15 ই মার্চের মধ্যে ফর্ম পূরণে কোন ভুল ভ্রান্তি থাকলে সংশোধন করা যাবে।


__________________________________________________

বিজ্ঞাপন-




Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024