কবিতা || ঝড়ের কাছে রেখেছিলাম হৃদয়টারে || শ্যামল চক্রবর্ত্তী
ঝড়ের কাছে রেখেছিলাম হৃদয়টারে
ঝড়ের কাছে রেখেছিলাম হৃদয়টারে!
কি পাপ করেছি মোরে।
বেগবতী বাতাস তারে,
দিল চুরমার করে।
রঞ্জিনী হলাম কোথায়,
বাজে কানে কিঙ্কিণী শব্দ যে।
রেখেছিলাম পিঞ্জরে,
তার হৃদয় টারে।
হয়তো পারিনি সুরভী দিতে ,
উপনীত হতে ।
এখনও রাতের আকাশ ভাবে ,
কখন ভোর হবে।
তবু তো স্বপ্ন দেখে,
এখনো বারে বারে।
ঊষার পাখি ডেকে বলে যাবে।
নিঝুম রাতের গভীর তন্দ্রা।
কেন স্বপ্ন ও ভাঙবে এবার।
Comments