২৭ তম সংখ্যার সম্পাদকীয়
Photography by Amit pal
সম্পাদকীয়:
পরিচয় টা নিজের কাছে, নিজ ব্যবহার দ্বারা প্রাপ্ত করতে হয়। কিছু অশিক্ষিত মানুষ এর কাছে আপনি পরিচয় পেলেন কিনা সেই নিয়ে মাথাব্যথা করে লাভ নেই। আপনি যদি সৎ হন তাহলে আপনি প্রকৃত যুক্তিবাদীদের কাছে উচ্চ মার্গের পরিচিতি লাভ করবেন। তাই অতসত না ভেবে নিজের জ্ঞান কে বিস্তৃত করে সমাজকে আলোকিত করুন। ভাবতে থাকুন সমাজের কথা। লিখতে থাকুন। আগুন ঝরে পড়ুক অক্ষরে অক্ষরে। আমরা আপনার পাশে আছি আপনাদের সকলের প্রিয় পত্রিকা world Sahitya Adda blog magazine নিয়ে।
ধন্যবাদান্তে
World sahitya adda সম্পাদকীয় বিভাগ
_________________________________________________
বিজ্ঞাপন-
_______________________________________________
Comments