কবিতা || শরৎ কালটা || রানা জামান

 শরৎ কালটা


 


কুকুরের ফাল্গুনে পরিবেশ দুষিত হলেও


ওরা থোড়াই কেয়ার করে


কামড়া-কামড়ি শুরু মাদির দখল নিয়ে; শাদা


মেঘ আকাশে ছন্দ তুলে নাচে হাসে


কথা নেই বার্তা নেই মাঝে মাঝে


ঝপঝপিয়ে অঝোর ধারা নেমে সারমেয়


সঙ্গমে ঘটায় ব্যাঘাত; কাছে কাশবন


থাকলে নরোম স্পর্শে হুটোপুটি


দেয়; শরৎকাল ওদের ফুলশয্যার


আবেশ; সারাবছর ওরা


এরই প্রতীক্ষায় থাকে; অথচ মানুষ


ওদের ক্রিয়া করতে দেয় না শান্তিতে


মানুষ আরো ক্ষ্যাপা হয়ে যায়।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024