কবিতা || আওয়াজ || মহীতোষ গায়েন
আওয়াজ
একটা আওয়াজ শুনতে পাচ্ছি
ভয়ংকর বাজে আওয়াজ...
জীবনে কখনো শুনিনি,জানি না
মরে গিয়েও শুনবো কিনা।
আওয়াজটা আগে হতো না,
ইদানিং হচ্ছে,হচ্ছে আর ভাবাচ্ছে...
এটা জানি,যত গর্জায় তত বর্ষায় না,
বেশি মেঘ ডাকলে বৃষ্টি হয় না।
আসলে মেঘ গুমরে থাকলে
আচমকা বর্ষা আসতে পারে,
বহুদিন থেকে একটা চাপা গুমোট
সমূহ পরিস্থিতিকে বিপর্যস্ত করছে।
যেটা হওয়ার কথা নয় সেটাই হচ্ছে
এমনটা হওয়ার কথাই ছিল না,
মেঘ দুর্বল হলে আওয়াজ দুর্বল হবে-
আসলে সবই ভবিতব্যের খেলা।
খেলা শুরু হলে শেষ হবেই
কেউ হারবে,কেউ জিতবে...
অবশ্য খেলায় হার জিৎ বড় কথা না
বড় কথা হলো আওয়াজ বন্ধ হবেই।
এসো চোখ কান খোলা রাখি,
আওয়াজ প্রতিহত করে লড়ি;
এসো,লড়ি আওয়াজের বিরুদ্ধে...
আওয়াজ বন্ধ হলে শান্তি,মৈত্রী ফিরবে।
Comments