বনদপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে || পশ্চিমবঙ্গে বনদপ্তেরে নতুন নিয়োগ || IFS Recruitment 2022 || WB Forest guard Recruitment 2022


 

** বনদপ্তরে কর্মী নিয়োগ**


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে বনদপ্তর এ কর্মী নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরি এটি। যে কোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন।

শর্তসাপেক্ষে নেপাল ও ভুটানের বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন।

এই পদে মোট শূন্যপদ--১৫১ টি।



এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা (SC/ST/OBC) সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় পাবেন।


নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার ,ফরেস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে। বিষয় গুলি হল--botany, physics, mathematics, chemistry, geology , zoology, statistics, animal husbandry and veterinary science


অফিসিয়াল ওয়েবসাইট লিংক--

https://upsconline.nic.in/mainmenu2.php



অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। ইউনিয়ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের প্রথমেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 শে ফেব্রুয়ারি 2022


প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে  

তারপর মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

তপশিলি জাতি, উপজাতি ,মহিলা প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বাদে অন্যান্যদের ক্ষেত্রে  আবেদন  ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গের কলকাতাতেও পরীক্ষা কেন্দ্র আছে।


_________________________________________________




Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ