পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ || Punjab National Bank Recruitment 2022 || www.pnbindia.in
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পার্টটাইম সুইপার নিয়োগ:---
----------------------------------------------
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতার উত্তর সার্কেলে পার্টটাইম সুইপার পদে 28 জন কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কড়াকড়ি নেই। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন।
এমনকি নিরক্ষর প্রার্থীরাও আবেদনের যোগ্য।
বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ০১.০১.২০২২ এর হিসেবে।
তপশিলি জাতির প্রার্থীরা পাঁচ বছরের আর ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় পাবেন।
মূল বেতন 14500 টাকা -- 28145 টাকা । এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। হাওড়া ও কলকাতার স্থায়ী বাসিন্দা হতেহবে প্রার্থীদের।
মোট শূন্যপদ 28 টির মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য বারোটি, তপশিলি জাতির প্রার্থীদের জন্য 6টি,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য একটি, ওবিসি প্রার্থীদের জন্য 6টি,ইডব্লুএস প্রার্থীদের জন্য তিনটি পদ।
প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইয়ে মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কোন ইন্টারভিউ হবে না, লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নিরিখে ও বয়স দেখে প্রার্থী বাছাই হবে।
প্রার্থীদের দরখাস্ত করতে হবে সাদা কাগজে ।অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদনকারীরা দরখাস্তের সাথে দেবেন বয়স , শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।
স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল , প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থেকে থাকলে তার প্রত্যয়িত নকল, এখনকার তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দরখাস্তের সাথে নির্দিষ্ট জায়গায় জুড়ে দেবেন, নিজের নাম ঠিকানা লেখা ডাকটিকিট সাটা একটি খাম দরখাস্তের সাথে জুড়ে দেবেন।
________________________________________________
বিজ্ঞাপন-
Comments