উচ্চ মাধ্যমিক পাশে সরকারি হাসপাতালে নার্সিং কোর্সে 10000 আসনে ভর্তি || GNM nursing course || WB Nursing course Recruitment 2022


 


উচ্চ মাধ্যমিক পাশে সরকারি হাসপাতালে নার্সিং কোর্সে 10000 আসনে ভর্তির বিজ্ঞপ্তি:




রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে 10000 সিটে ( এ. এন. এম.) ও (জি. এন. এম.) কোর্সে  ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া  শুরু হয়েছে।

এই দুই কোর্সে ভর্তির জন্য' জয়েন্ট এন্ট্রান্স টেস্ট 'নেওয়া হবে। এই টেস্টে সফল হলে মেধাতালিকা তৈরি হবে তারপর ইন্টারভিউ ও কাউন্সেলিং।

প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ত্রন্স বোর্ড।


(এ .এন. এম. ) কোর্সে ভর্তির ক্ষেত্রে 40% নম্বর পেয়ে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ে 40 শতাংশ নম্বর পেতে হবে।

 প্রার্থীদের বাংলা ভাষায় সাবলীল হতে হবে।বাংলা ভাষা লিখতে ও পড়তে পাড়া দরকার। দু'বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রতিমাসে 500 টাকা।

প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।



(জি.এন.এম)কোর্সে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের যে কোন শাখায় 40% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ইংরেজি বিষয় নিয়ে, হেলথকেয়ার সাইন্স নিয়ে ভোকেশনাল শাখায়উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত 40 নম্বর পেয়ে থাকলে আবেদন করা যাবে।

এছাড়াও (এ .এন .এম.) পাশ নম্বর পেয়ে পাস  পাস হিসাবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য।


তিন বছরের ট্রেনিং ।এই কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই

পশ্চিমবঙ্গে একটানা 5 বছর স্থায়ী বাসিন্দা হতে হবে এই কোর্সে ভর্তির জন্য ।


দুই কোর্সেই ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে  17 থেকে 35 বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হবে ৩১-১২- ২০০৫ এর আগে।

কোন প্রার্থী বয়সে ছাড় পাবে না।

এবছরের যারা উচ্চ মাধ্যমিক  পরীক্ষার্থী (ফাইনাল পরীক্ষা দিচ্ছেন) তারাও এই পদে আবেদনের জন্য যোগ্য।

বাংলা ভাষায় যথেষ্ট সাবলীল হতে হবে। বাংলা বলতে লিখতে পাড়ার দক্ষতা থাকতে হবে।

গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা( এ.এন.এম) ও (জি .এন. এম .)কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন কিন্তু যারা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নন তারা শুধুমাত্র (জি.এন.এম.) কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রার্থীদের মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে।


ট্রেনিং শেষে সফল প্রার্থীরা শূন্যপদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। ট্রেনিং এর শেষে ছয় মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে। আবাসিক কোর্স।


মোট শূন্যপদের মধ্যে তপশিলি জাতির জন্য 22 শতাংশ ,তপশিলি উপজাতির জন্য 6 শতাংশ ,এবং ও.বি.সি' এ'ক্যাটাগরি প্রার্থীদের জন্য 10% ,ও.বি.সি. 'বি'ক্যাটাগরি প্রার্থীদের জন্য 7% ,সিভিল ডিফেন্সের কর্মরতদের জন্য 2.5%  আর অনাথ, দু:স্থ মহিলাদের জন্য 2%আসন সংরক্ষিত থাকবে।


প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স বোর্ড।''common entrance test for ANM (R) and GNM course 2022 'এর মাধ্যমে।

এই কম্বাইন্ড টেস্ট হবে 11 জন ও 12 জুন , বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত।


পরীক্ষা হবে এই সব কেন্দ্রে সেন্ট্রাল কোলকাতা, উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন, পশ্চিম কলকাতা, জিয়াগঞ্জ, মালদা, বসিরহাট, ব্যারাকপুর, অশোকনগর, রঘুনাথগঞ্জ, আসানসোল, গড়বেতা, জয়নগর, কাঁথি, তমলুক, বারুইপুর, বাঁকুড়া,  বর্ধমান, শ্রীরামপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, উলুবেড়িয়া, কালিংপং।

বালি,সালকিয়া , উত্তরপাড়া, ডোমজুড়, আরামবাগ, শিলিগুড়ি, বালুরঘাট ।


সময় থাকবে দেড় ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজী ও বাংলা ভাষায়। উত্তর দিতে হবে ওএমআর সিটে।

এন্ট্রান্স টেস্ট এ পাওয়া নম্বর দেখে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে। প্রত্যেক প্রার্থীই rank card ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। তবে সকল প্রার্থী কাউন্সেলিংয়ে ডাক পাবেন না।

এডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

দরখাস্ত করবেন অনলাইনে ২৮শে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে--

WWW.wbjeeb.in,

www.wbjeeb.nic.in  



এই জন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে।

দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ফটো (২০-২০০ কেবির মধ্যে) ও সিগনেচার (২০-২০০ কেবিরর মধ্যে)।

বয়স ,শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট , স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট(৫০-৩০০ কেবিরর মধ্যে)। যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরমেটে স্ক্যান করতে হবে। এই সমস্ত প্রমাণপত্র স্ক্যান করে নেবেন।


  প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এপলিকেশন নম্বর ,আইডি ও পাসওয়ার্ড পাবেন। সে টি  নিজের কাছে লিখে রাখবেন। তারপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।

এরপর পরীক্ষার ফি বাবদ 400 টাকা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আর তপশিলি, ওবিসি, অনার্স দু:স্হ শ্রেণীর প্রার্থীদের জন্য 300 টাকা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেবেন।

টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখবেন। ও প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে-----controller of examination, West Bengal joint entrance examination board, AQ13/1, sector- v,

Salt Lake City, Kolkata--700091 ,

Phone number--18001023781,18003450050,

Email--info@ wbjeeb.in.


__________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন-


https://worldsahityaadda.blogspot.com/2021/12/bsk-new-recruitment-2022-wb-govt-jobs.html

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024