কবিতা || সরস্বতী পূজোয় || আশীষ কুন্ডু
সরস্বতী পূজোয়
এবারে শনিবার সরস্বতী পুজো
পূজোর আয়োজনে ব্যস্ত সবাই
শ্বেতগোলাপ খোঁজে বিদ্যাসুন্দর
ছোটো মেয়েটার জন্য বাসন্তী শাড়ী
নেতার একমাত্র কন্যা!
স্কুল খুলবে, শুক্রবার --
দেবী চরাচর ব্যাপ্ত,আকাশ নীলবসনা
মায়ের চোখে সেই ছায়া
আবার কচিকাচার মেলায় শুভ্রাবরণী !
মরমী গাঁয়ের মেঠো পথে এক বালক
নিঃস্ব হয়েছে সে অনলাইনের প্রকোপে
বাবা চলে গেছেন করোনায়
উদ্ভ্রান্ত মেঘে ঢাকা ব্যথাময় চোখ
জল শুকিয়েছে বহুদিন,
এখন রোজগেরে মনরেগায়
সংসার জোয়াল তার কাঁধে!
বালকের মনের কথা মনেই থাকে
সরস্বতী পূজোয় অভিমানী ছেলে
পুষ্পাঞ্জলি দেবে না আর কোনদিন হয়তো
দেবী বোধহয় জানেন!
ফাঁকা স্কুল ঘরে প্রতিমায় শেষ তুলির টান
চোখ শুকোয় না মায়ের
ছেলের চোখের জল এখন মায়ের চোখে,
জীবনের প্রথম বাসন্তী শাড়ী পড়া
শিশুকন্যার জন্য
মাকে বুকে পাষাণ রেখে
পূজো নিতেই হবে।
Comments