কবিতা || ভালোবাসায় বসন্তের ছোঁয়া || মঞ্জুলা বর
ভালোবাসায় বসন্তের ছোঁয়া
বসন্তের ওই ছোঁয়া লেগে হৃদয় ওঠে দোলে
সবুজ বনে রাঙা দেখে দখিন দুয়ার খোলে,
আম্র কুঞ্জে কুঞ্জে সদা মুকুল ভরে থাকে
মনের সুখে কোকিল সদা কুহুকুহু ডাকে।
ফুলের গন্ধে সকল অলি গুনগুনিয়ে আসে
শিমুল পলাশ উঁকি দিয়ে রাঙা ঠোঁটে হাসে,
শোভা দেখে বায়ু শুধু ঘেঁষে ঘেঁষে বয়ে
ধীরে বয়ে বহু দূরে ফুলের সুবাস লয়ে।
কেমন করে সবুজ বনে লাগছে যেন আগুন
জীর্ণ পাতা শত ঝরে এলো বুঝি ফাগুন,
সবুজ শাখে শাখে যেন ফুটল প্রেমের কলি
ফুলের বাহার কত দেখে মাতাল হলো অলি।
প্রজাপতি ডানা মেলে দেখে ফুলের মেলা
কুসুম বাগে শোভা দেখে কাটায় সারা বেলা,
সবুজ বনে শিমুল পলাশ রাঙে রঙে রঙে
প্রকৃতি বেশ খুশির সুরে সাজে নানা ঢঙে।
হৃদয় ঘরে প্রেমের কলি ফোটে নতুন সুরে
শত বাধা পায়ে দলে খুশির পরশ পুরে,
বসন্তে ওই ছোঁয়ায় প্রকৃতি বেশ ছবি আঁকে
মধুর শোভা সবে দেখে হাসিখুশি থাকে।
Comments