কবিতা || ঈক্ষণ || সুব্রত মিত্র

    ঈক্ষণ

                



      আমি মানুষেরই মাঝে দেখেছি ভগবান

      আমি মানুষেরই মাঝে দেখেছি শয়তান

আমি মানুষেরই মাঝে দেখেছি মিলনের কলতান

            আমি মানুষেরই মাঝে দেখেছি---

      মন ভাঙ্গা বিচ্ছেদ আর প্রাণ ভাঙ্গা অভিমান।


                 মানুষেরই মাঝে দেখেছি---

               আমি মিলন বিরহের মায়াজাল

                  মানুষেরই মাঝে দেখেছি---

          কত অগোছালো অ-শোভনীয় জঞ্জাল।


     আমি দেখেছি দুর্বৃত্ত;মানুষেরই মাঝে নৃত্য

           দেখেছি কত জেদ; কত ভেদাভেদ;

          দেখেছি কত সহস্র বিচ্ছেদ---

     তবুও মানুষের সাথে নিজের সম্পর্কের---

            হতে দিইনি এতোটুকু ছেদ। 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024