কবিতা || ঈক্ষণ || সুব্রত মিত্র
ঈক্ষণ
আমি মানুষেরই মাঝে দেখেছি ভগবান
আমি মানুষেরই মাঝে দেখেছি শয়তান
আমি মানুষেরই মাঝে দেখেছি মিলনের কলতান
আমি মানুষেরই মাঝে দেখেছি---
মন ভাঙ্গা বিচ্ছেদ আর প্রাণ ভাঙ্গা অভিমান।
মানুষেরই মাঝে দেখেছি---
আমি মিলন বিরহের মায়াজাল
মানুষেরই মাঝে দেখেছি---
কত অগোছালো অ-শোভনীয় জঞ্জাল।
আমি দেখেছি দুর্বৃত্ত;মানুষেরই মাঝে নৃত্য
দেখেছি কত জেদ; কত ভেদাভেদ;
দেখেছি কত সহস্র বিচ্ছেদ---
তবুও মানুষের সাথে নিজের সম্পর্কের---
হতে দিইনি এতোটুকু ছেদ।
Comments