স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ || State Urban Development Agency Recruitment 2022
স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ--
রাজ্যে ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ করা হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। রিসার্চ' অ্যাসিস্ট্যান্ট, ইনসেক্ট কালেক্টর এই সমস্ত পদে নিয়োগ করা হবে।
রির্সাচ অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন ইউনিভার্সিটি থেকে প্রাণিবিদ্যা বা এই সম্পর্কিত কোন বিষয় নিয়ে এম .এস .সি তে ফার্স্ট ক্লাস পেতে হবে । তার সাথে এক বছরের গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন 30000 টাকা শূন্যপদ একটি।
ইনসেট কালেক্টর পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে বি.এস.সি পাশ হতে হবে। শূন্যপদ একটি। মাসিক বেতন 15000 টাকা।
চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অফলাইনে, ফর্ম ফিলাপ করে তা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি হল --
ডাইরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108, সি আর এভিনিউ, কলকাতা 700073
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 15 ই ফেব্রুয়ারি 2022
প্রার্থীদের প্রথমে অফিশিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে। সেটি এ ফোর পেজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম ফিলাপ করা হয়ে গেলে তার সাথে দরকারি নথিপত্র জেরক্স করে জুড়ে দিয়ে একটি খামে ভোরে ডাকযোগে পাঠাতে হবে।
________________________________________________
বিজ্ঞাপন-
Comments