২৬ তম সংখ্যার সম্পাদকীয়
অঙ্কন শিল্পী- Dr. Atef kheir
সম্পাদকীয়:
ভাবনাগুলোকে সাক্ষী রেখে সাহিত্য চর্চার ভবসাগরে ডুব দেওয়া যায় সে কথা অনেকেই জানেন। আবার অনেকেই অর্বাচীন। কিন্তু তুমি আমি চাইলেই এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের মরচে ধরা বুদ্ধি কে নতুন উদ্যমে কাজে লাগিয়ে দিতে পারি। এইরকম মরচে হীন কবিত্ব বোধ জাগাতে পড়ে ফেলুন আমাদের ও আপনাদের একমাত্র প্রিয় পত্রিকা world Sahitya Adda blog magazine । এটা ই পারে সমাজে ভাষা থেকে ভাষান্তর, শব্দের মায়াজালে বাস্তবতার প্রকাশ ঘটতে। তাই নিজের উন্নয়ন শীল বুদ্ধিমত্তার জন্য পড়ুন আমাদের পত্রিকা world Sahitya Adda ।
ধন্যবাদান্তে
World sahitya adda সম্পাদকীয় বিভাগ
___________________________________________________
বিজ্ঞাপন:
___________________________________________________
Comments