কবিতা || অভিনয় || দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ
অভিনয়
যত সব শেখা বৃত্তের কাছে,
বাইরে উল্টো ভেতর সব রঙিন ৷
বইগুলো যত সব পেঁজা তুলো ,
অর্থ গুলো সব মরিচিকা ধান ভাঙতে শীবের গীত ৷
মিথ্যে চুরি কপটতা এগুলো তো মহাপাপ নরকের ধাপ ৷
মহাপ্রসাদে ধুয়ে যায় মনপ্রাণ,
পাওয়া যায় নূতন সুখের সন্ধান |
অনুতাপ নেই কোথাও কোনোখানে
শুধু আদায়ের অধিকার চলে
বঞনার আড়ালে ৷
নির্মম অবিচার |
পাপ বলে কোনো শব্দ নেই এদের অভিধানে ,
শুধু কেড়ে নেওয়া পকেট কে রেখে ঢেকে ৷
নিয়ত চলে মুখোশের অভি নয়,
প্রবল পৌরুষ ছত্রে ছত্রে৷
অথচ
সত্যের চোখে চোখ রাখাটাই
হল সত্যের পরিচয় ৷
এখানেই সকল মিথ্যা দম্ভের অবসান,
কিন্তু অনুশোচনার আগুনে পুডেও যায়না মিথ্যে দম্ভের অভিমান ৷
Comments