কবিতা || রাঢ়-বাংলার ছিলা || চিরঞ্জিত ভাণ্ডারী
রাঢ়-বাংলার ছিলা
রুখা মাথার ভূখা পেটের-
আমরা রাঢ় বাংলার ছিলা
বেদম ক্যষে খেলতে পারি
গুলি ডাংটার খেলা।
আঘন মাসে খেজুর গুড়ট,
দমে মারি চাট্যে
সোনা বউটা পাঁকাল ধানট,
ভালোই কাটে মাঠে।
গরম কালে গামছা বাঁধে,
ফুটাই পাহাড় টিলা
রুখা মাথার ভূখা পেটের
আমরা রাঢ় বাংলার ছিলা।
চিকন-চিকন পিরীত চোখে,
পড়লে রোদের ছিটা
কুখড়া ডাকা বহুল ফুলটা
বেবাক লাগে মিঠা।
খেজুর গাছের ভাড়টা ভাঙ্যে,
যুতাই মারি তাড়ি
উদাম ঘরে খড়ের ছাদন,
পাকাই পুয়াইল- দড়ি।
বাঁশের বাঁশি ভালোবাসি
বাঁজাই মাঠে -ঘাটে
হাজার রকম পাখির গানট,
এমনি যায় গো জুট্যে।
সাদাসিধা কাদার মানুষ,
যেন চিকন কালা
রুখা মাথার ভূখা পেটের
আমরা রাঢ় বাংলার ছিলা।
Comments