কবিতা || আস্তিনের সাপ || রানা জামান

 আস্তিনের সাপ

 

 


হাতের আঙুলে ঘি না দেখে

ভ্রু কুচকালেন মহারাজা; কাদায় বাহারি

একপাটি জুতো ফেলে এসেছেন

মনে নেই; চোখ তুলে চারিদিকে

দেখতে পেলেন শূন্যতা মুখ ব্যাদান করছে

একটা লম্বা নিঃশ্বাস গিলে করে

আস্তে আস্তে চোখ বুজলেন; রক্তে বিষের

ভাইরাস ঢুকেছে মুকুট মাথায় দেবার

দিন; আস্তে আস্তে পুরো দেহে

গ্যাংগ্রিন; দুই একটা হিমোগ্লোবিন

কণিকা আত্মাহুতি দিতে পেরেছে মাত্র

এ সময় তলোয়ার এলো

বাগিয়ে; কাঁটার সিংহাসনে হারিয়ে

গেলো অস্তিত্ব; শেষে চরম ছোবল

দিলো আস্তিনের সাপ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024