পশ্চিমবঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর কর্মী নিয়োগ || পূর্ব বর্ধমান জেলায় বেঞ্চ ক্লার্ক এ নিয়োগ || WB government jobs news


 

পশ্চিমবঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর কর্মী নিয়োগ:




পশ্চিমবঙ্গে 'বেঞ্চ ক্লার্ক' পদে নারী ও শিশু উন্নয়ন এবং সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীনে কর্মী নিয়োগ হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় ক্ষেত্রে  যথেষ্ট জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২১থেকে ৪০বছরের মধ্যে ০১.০১.২০২২ তারিখ অনুসারে।

চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও কাজের সময়সীমা বাড়ানো হতে পারে।


নিয়োগের স্থল পূর্ব বর্ধমান জেলা।


চাকরিপ্রার্থীদের ৮০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার টেস্ট 10 নম্বরের নেয়া হবে এবং ইন্টারভিউ 10 নম্বরের মোট 100 নম্বরের একটি চাকরি পরীক্ষা নেওয়া হবে। অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে।


আবেদনকারীরা অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। অফিশিয়াল ওয়েবসাইটে যেটা দেওয়া আছে তার ডাউনলোড করতে হবে তারপর নোটিশের 4 নাম্বার পেইজে দেওয়া আবেদন করার ফরম টি এ ফোর সাইজের পেজে প্রিন্ট করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করতে হবে।


এরপর পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত গুরুত্বপূর্ণ দরকারি নথিপত্র গুলি স্ক্যান করে নিয়ে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। তারপর ওই পিডিএফটি কে 

 jjbpbdnrecruitment22@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।


আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2022


Official website link-

https://purbabardhaman.nic.in/bn/


ফর্ম সহ নোটিশ টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক টি ক্লিক করুন--


https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2022/01/2022013164.pdf



________________________________________________

বিজ্ঞাপন-



Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024