কবিতা || তোমার ইতিহাস || নবকুমার

 তোমার ইতিহাস 

 


তুমি আমার দিকে যত কঠিন অস্ত্রই প্রয়োগ করো-
কম্পিত হবো না, বরং আরও প্রসারিত করবো বুক -

আস্তে আস্তে একদিন খালি হবে
সমস্ত অস্ত্রের ভাণ্ডার 
তখন তুমি নিজেই ধরাশায়ী --

'জল'-'জল' চিত্কার করলেও
স্রোত ঘুরিয়ে নেবে মুখ ।

এখানে অর্জুনও নেই 
পাতাল ফুঁড়ে এনে দেবে জল
আর,তুমি ভীষ্মও নও
এ ভাবেই এক আঁজলা জলের জন্য হাঁস-ফাঁস---

তখন দেখবে কেউ নেই পাশে--
পড়ে আছে মনুষ্যরক্তে লেখা 
তোমার ইতিহাস ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ