কবিতা || হটাৎ যখন হলো দেখা || চাতক পাখি
হটাৎ যখন হলো দেখা
চারিদিকে ঘন কুয়াশা ,
বাসের ভিতর রয়েছি বসে
একমনে গান শুনছি হেডফোনে।
গাড়িও চলছে তার নিজের মতো করে
আর আমিও চারপাশ দেখতে দেখতে
ডুব দিয়েছি আপন মনে।
চারিদিক আঁধারে গেছে ছেয়ে
যেন প্রভাত কালে সন্ধ্যা নেমে আসে
সূর্যের মুখও যেন রয়েছে মেঘে ঢাকা ।
তাই পড়েছিল মনটা বেশ মুষড়ে
তারপরে কি জানি মনটা উঠলো নেচে
যখন হটাৎ করে হলো কারো দেখা।
না জানি এমনি এমনি
জানালার কাঁচ হলো স্বচ্ছ ,
যেন কত চেনা
চারপাশ কত পরিচিত।
যেন হটাৎ বাসের গতিও গেছে স্থির হয়ে
পলকের দেখায়,
যেন থমকে গেলো চারিদিক
আর আমিও হলাম স্থিত।
Comments