অনুগল্প || দরদাম || সিদ্ধার্থ সিংহ
দরদাম
বাজারে সবজির দোকানে গিয়ে মেয়েটি জিজ্ঞেস করল, টমেটো কত করে?
ছেলেটি বলল, আশি টাকা।
মেয়েটি বলল, আপনি দেখতে কী হ্যান্ডসাম...
ছেলেটি বলল, আশি টাকা।
--- আপনার চুলের স্টাইলটা কী সুন্দর...
ছেলেটি বলল, আশি টাকা।
--- আপনার বডিটা কিন্তু দারুণ...
ছেলেটি বলল, আশি টাকা।
--- আমি যদি এ রকম ছেলে পেতাম না... সঙ্গে সঙ্গে বিয়ে করে নিতাম...
ছেলেটি এ বার রেগে গিয়ে বলল, আপনি আমাকে যতই পাম্প দিন, টমেটোর দাম কিন্তু এক টাকাও কমবে না।
Comments