RRb NTPC Main Exam date 2022 || rrb kolkata || Rrb NTPC result || rrb kolkata ntpc main exam 2022 || NTPC RESULT 2022
রেলের এনটিপিসি ফল প্রকাশ হয়েছে ১৪ই জনুয়ারি , মেন পরীক্ষা ফেব্রুয়ারি মাসে
রেলের non-technical পপুলার ক্যাটাগরি (NTPC) এর প্রথম পর্যায়ের যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ হয়েছে 14 ই জানুয়ারি।
কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নাম্বার ০১/২০১৯ এর non-technical পপুলার ক্যাটেগরির প্রথম পর্যায়ের সফল পরীক্ষার্থীদের পরীক্ষার ফল দেখতে এই ওয়েবসাইটে---
ক্লিক করতে হবে। ওয়েবসাইটে সফলদের তালিকা পাওয়া যাবে।
প্রথম পর্যায়ের সফল প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের 14 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষা শুরুর 10 দিন আগে থেকে মনোনীত প্রার্থীদের এসএমএস বা ই-মেইল করে পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তথ্য জানানো হবে।
পরীক্ষার্থীরা ই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে।
লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, হিন্দি, ইংরেজি ও উর্দুতে।
এই পদে আবেদনকারীর সংখ্যা ছিল 1 কোটি 26 লক্ষ প্রার্থী।
__________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন---
https://worldsahityaadda.blogspot.com/2022/01/bsk-new-recruitment-2022-wb-govt-jobs.html
______________________________________________
বিজ্ঞাপন-
Comments