কবিতা || ইচ্ছে যেমন || দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

 ইচ্ছে যেমন



বয়সের ভার যত বাড়ে

বাড়ে তত জটিলতা, 

একটার ও ছাড় নেই

নেই কোনো দায়বদ্ধতা।

সম্পর্ক এখন বড় বাধা

সব কিছুর মাঝে '

যেমন ইচ্ছে তেমন চালাও

যেটা যার সাজে ৷ 

বলারও নেই করারও নেই

শুধু দিন যাপন,

যাচ্ছে চলে সুখে থাকার জীবন।

চিন্তাও নেই ভাবনাও নেই

নেই কোনো ধরাধরি,

যেমন ইচ্ছে চালাও তেমন

যখন যেটা যার প্রয়োজন৷

জন্ম নেওয়ার নেই সার্থকতা

দিন যাপনের দাড়িপাল্লায়,

সব কিছু যেন বড় প্রাঞ্জল

এই সমরাঙ্গনে সংঘাত স্বার্থের লড়ায় এ৷

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ