কবিতা || প্রতি বিধান || অরবিন্দ সরকার
প্রতি বিধান
ভালবাসি যারে তারে, রাগ উপহার
রাগ থাকবে না সেকি? কি উপসংহার,
বিধি বিধান আইনে অভিমান সার
গঞ্জে গ্রামে চারিদিকে বিধানের ভার।
সাহিত্য রসে সমৃদ্ধ পঃ লোকসংস্কৃতি
বঙ্গের বাইরে খ্যাতি তার জনপ্রীতি,
সংস্কৃতির ধারক ও বাহকে মতি
একচ্ছত্র অংশীদার কবি অধিপতি।
উপবিষ্ট আসনের মহা দিকপাল
তার অঙ্গুলি হেলনে বহেনা বেচাল,
শেষ অব্দি অনুষ্ঠান লয়ে ছন্দ তাল
সবার তিলক জোটে সম্বর্ধনা ভাল।
আলাদিনের আশ্চর্য প্রদীপের যাদু
তাঁর ছোঁয়ায় জীবন্ত ধন্য তুমি সাধু!
Comments