কবিতা || শব্দরা ঘুমোবে এবার || রবীন বসু
শব্দরা ঘুমোবে এবার
দিনান্তের ম্লান আলো গায়ে নিল নভেম্বর মাস
প্রকৃতিতে এসে গেল হেমন্ত ঋতু
টুপটাপ ঝরে পড়ে শিশিরের জল
দীর্ঘশ্বাস উঠে আসে 'রূপসী বাংলা' থেকে।
ওই দেখো কবি শুয়ে আছেন মৃত ঘাসে
নির্জনতা চাইছেন তিনি, স্থিতিশীলতা চাইছেন
আশ্রয়ের খোঁজে নরম মাটিতে বুক পাতা
উদাসীন মনকেমন তাঁকে আরও গভীরে নিয়ে যায়।
অবসন্ন সন্ধ্যা নামে জরাগ্রস্ত আমাদের পৃথিবীতে
হেমন্তের মিহিস্পর্শে শব্দরা ঘুমোবে এবার
কবির সাথে।
Comments