সম্পাদকীয়:
পুরাতন জীর্ণ তা ও ত্রুটি বিচ্যুতি মন থেকে মুছে ফেলুন। নতুন বছরের আর্দ্রতা হৃদয় অন্তরালে শুভ চিন্তা দিক। ভাসমান সমুদ্রে মনের যত মলিনতা সব ভেসে যাক। খেজুর গুড়ের মিষ্টতা সহকারে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠুক। নতুন বছর যেন হাসি দিয়ে ভরে প্রকৃতি। উচ্চাভিলাসী সবুজ আভা অতিমারী কাটিয়ে তুলক । আর আপনাদের সকলের নজর থাকুক আমাদের ওয়েবসাইট ম্যাগাজিনে। ভালো থাকবেন সবসময়। নতুন বছর কাটুক সুখে। পড়তে থাকুন আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন world Sahitya Adda.
ধন্যবাদান্তে
সম্পাদকীয় বিভাগ
______________________________________________________________________________________________________
##Advertisement (বিজ্ঞাপন):
১)
______________________________________________________________________________________________________
২)
______________________________________________________________________________________________________
৩)
______________________________________________________________________________________________________
৪)
______________________________________________________________________________________________________
৫)
##ছাপানো জীবনী গ্রন্থের জন্য-লেখকের জীবনী সংগ্রহ করা হচ্ছে।
" লেখকদের আত্মজীবনী" গ্রন্থ তৃতীয় খন্ডের জন্য, লেখকদের কাছে থেকে জীবনী সংগ্রহ করা হচ্ছে। আপনার মূল্যবান জীবনী 300 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দেন। বইটি ছাপানো অক্ষরে প্রকাশ করা হবে। কিন্তু কোন সৌজন্য কপি দিতে পারবে না।
বইটির সাথে সম্মানিক হিসাবে দেওয়া হবে।
1/ সাম্মানিক সার্টিফিকেট।* (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)
2/ "লেখক পরিচয়পত্র কার্ড"। লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় বহন করবে। (বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।)
3/ সম্মানিত পদক (মেডেল)* {বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে।}
বইটির বুকিং মূল্য 300 টাকা দিয়ে কিনে, বাঙালি লেখক সংসদ কে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে হবে। ডেলিভারি সার্ভিস চার্জ আলাদাভাবে দিতে হবে না।
গ্রন্থের কভার পৃষ্ঠায় আপনার ছবি দিতে আগ্রহী হলে, যোগাযোগ করুন।
টাকা পাঠানোর একাউন্ট
শংকর হালদার
(1) ফোন পে 8926200021
(2) পেটিএম 8926200021
( 3) ব্যাংক একাউন্টের মাধ্যমে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( S.B.I.)
SANKAR HALDER
Account No : 34681068289
IFSC :SBIN 0015960
টাকা পাঠানোর পর রশিদের স্ক্রিনশট কপি করুন এবং জীবনী লেখা পাঠিয়ে দেবেন।
হোয়াইট অ্যাপস নম্বরে :-
8926200021
যে কোন বিষয়ে যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।
মোবাইল :- 8926200021
বাঙালি লেখক সংসদ, দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
______________________________________________
**বি.দ্র- বিজ্ঞাপন এর সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।
No comments:
Post a Comment