Sunday, August 15, 2021

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 শহর থেকে ফিরছি



এই শহরের কিছু চোখরাঙানি 

আমাকে বিমুখ করেছে 

ফিরে এসেছি নিজেরই ভাঙা কুঠুরিতে 

মা কুপি জ্বেলে মৃত আত্মাদের 

ঘুম পাড়াচ্ছে

আত্মারা নিশিকাকের মতো 

চোখ ঠার করে তাকিয়ে আছে দূরে 


উঠোনে বাবার লাগানো গাছে 

অনেক জোনাক নেমেছে 

মা বলছে, কী সুন্দর তারাফুল  

ঝিকিমিকি ঝিকিমিকি ভাষা ! 


শহর থেকে ফিরছি 

হিংস্র সভ্যতার জামা গায়ে 

রক্তগন্ধ মাখা - 

মা, একটু ঘুমোনোর জায়গা হবে ? 


আমার কথাগুলি বাতাসে ওঠে কেঁপে



No comments: