Sunday, August 29, 2021

কবি স্বপ্না বনিক -এর একটি কবিতা

 তুমি তো এলে না

           


অনেক বসন্ত কেটে গেছে

শরতের মিঠে হাওয়াই এসেছে, 

তুমি তো এলে না প্রিয়

দেখা তো দিলে না আমায়। 


দীর্ঘ প্রতিক্ষায় বয়ে যায় বেলা

আর কেন লুকোচুরি খেলা

এখনও বাজে বাঁশরী

হৃদয়ে বৃথাই খুঁজে মরি। 


শুনেছি জলে স্থলে আকাশে

সূর্যালোকে অনন্ত মহাকাশে

তোমার পরিক্রমণ দশ- দিগন্তে

দেখা দিও প্রিয় জীবনের অন্তে। 


জানি তুমি আছো জীবন তরঙ্গে

সুখে দুখে আমারই সঙ্গে, 

আমারে ছেড়ো না প্রিয় কভু

সংসারের সকল কাজে থেকো প্রভু। 

No comments: